ETV Bharat / state

চিড়ের উপর ভারতের মানচিত্র, ইন্ডিয়া রেকর্ড বুকে শান্তিপুরের শাওন - make india record book

চিড়ের উপর সবথেকে ছোটো ভারতের মানচিত্র এঁকে তাঁক লাগালেন শান্তিপুরের শাওন পাল । 1.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 0.5 সেন্টিমিটার প্রস্থের মানচিত্র এঁকেছেন শাওন ।

SAYAN PAL of Shantipur
শান্তিপুরের সায়ন পাল
author img

By

Published : Feb 10, 2020, 12:07 AM IST

শান্তিপুর, 9 ফেব্রুয়ারি : চিড়ের উপর সবথেকে ছোটো ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া রেকর্ড বুকে নাম তুললেন শান্তিপুরের শাওন পাল । মানচিত্রটি 1.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 0.5 সেন্টিমিটার প্রস্থের ।

ছোটোবেলা থেকেই শাওনের ছবি আঁকা ও গানবাজনার প্রতি ঝোঁক ছিল ছিল । তারসঙ্গে ইচ্ছা ছিল নতুন কিছু সৃষ্টি করে সকলকে তাঁক লাগানো । সৃজনশীল কাজের মধ্য দিয়ে যারা বিখ্যাত হয়েছেন তাঁদের কাছ থেকে অনুপ্রেরিত হয়েছেন শাওনও ।

SHANTIPUR SAYAN
চিড়ের উপর সবথেকে ছোটো ভারতের মানচিত্র আঁকছেন শাওন

8 জানুয়ারি চিড়ের উপর ভারতের মানচিত্র অঙ্কন নিয়ে ভাবছিলেন । যেমন ভাবা তেমন কাজ । নতুন ভাবনায় এঁকে ফেললেন সবথেকে ছোট ভারতের মানচিত্র । তারপর সে রাতেই ইন্ডিয়া রেকর্ডবুকের ওয়েবসাইটে সেটিকে আপলোড করেন । তার দু'দিনের মধ্যে শাওনের কাছে প্রমাণস্বরূপ চিড়ের উপর ভারতের মানচিত্রের ছবি আঁকার ভিডিয়ো পাঠানোর একটি মেসেজ আসে । ফের তিনি চিড়ের উপর মানচিত্র আঁকার ভিডিয়ো করে পাঠান ।

ইন্ডিয়া রেকর্ডবুকে শান্তিপুরের শাওন

ইন্ডিয়া রেকর্ডবুকের তরফ থেকে 14 জানুয়ারি শাওনের নাম নির্বাচন করার একটা নিশ্চিত মেসেজ আসে । তবে মানপত্র পেতে প্রায় মাস খানেক পেরিয়ে গেল । সদ্য হাতে এসে পৌঁছেছে ইন্ডিয়া রেকর্ডবুকে মানপত্র । শাওনের দাবি, তাঁর আঁকা মানচিত্রটি ভারতবর্ষের সবথেকে ছোট মানচিত্র । ভবিষ্যতে আরো নতুন কিছু সৃষ্টি করে গিনেস বুকে নাম তুলে শান্তিপুর তথা দেশের মুখ উজ্জ্বল করবেন তা ইচ্ছা প্রকাশ করলেন ।

শান্তিপুর, 9 ফেব্রুয়ারি : চিড়ের উপর সবথেকে ছোটো ভারতের মানচিত্র এঁকে ইন্ডিয়া রেকর্ড বুকে নাম তুললেন শান্তিপুরের শাওন পাল । মানচিত্রটি 1.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 0.5 সেন্টিমিটার প্রস্থের ।

ছোটোবেলা থেকেই শাওনের ছবি আঁকা ও গানবাজনার প্রতি ঝোঁক ছিল ছিল । তারসঙ্গে ইচ্ছা ছিল নতুন কিছু সৃষ্টি করে সকলকে তাঁক লাগানো । সৃজনশীল কাজের মধ্য দিয়ে যারা বিখ্যাত হয়েছেন তাঁদের কাছ থেকে অনুপ্রেরিত হয়েছেন শাওনও ।

SHANTIPUR SAYAN
চিড়ের উপর সবথেকে ছোটো ভারতের মানচিত্র আঁকছেন শাওন

8 জানুয়ারি চিড়ের উপর ভারতের মানচিত্র অঙ্কন নিয়ে ভাবছিলেন । যেমন ভাবা তেমন কাজ । নতুন ভাবনায় এঁকে ফেললেন সবথেকে ছোট ভারতের মানচিত্র । তারপর সে রাতেই ইন্ডিয়া রেকর্ডবুকের ওয়েবসাইটে সেটিকে আপলোড করেন । তার দু'দিনের মধ্যে শাওনের কাছে প্রমাণস্বরূপ চিড়ের উপর ভারতের মানচিত্রের ছবি আঁকার ভিডিয়ো পাঠানোর একটি মেসেজ আসে । ফের তিনি চিড়ের উপর মানচিত্র আঁকার ভিডিয়ো করে পাঠান ।

ইন্ডিয়া রেকর্ডবুকে শান্তিপুরের শাওন

ইন্ডিয়া রেকর্ডবুকের তরফ থেকে 14 জানুয়ারি শাওনের নাম নির্বাচন করার একটা নিশ্চিত মেসেজ আসে । তবে মানপত্র পেতে প্রায় মাস খানেক পেরিয়ে গেল । সদ্য হাতে এসে পৌঁছেছে ইন্ডিয়া রেকর্ডবুকে মানপত্র । শাওনের দাবি, তাঁর আঁকা মানচিত্রটি ভারতবর্ষের সবথেকে ছোট মানচিত্র । ভবিষ্যতে আরো নতুন কিছু সৃষ্টি করে গিনেস বুকে নাম তুলে শান্তিপুর তথা দেশের মুখ উজ্জ্বল করবেন তা ইচ্ছা প্রকাশ করলেন ।

Intro:এবার ভারতবর্ষের সবথেকে ছোট মানচিত্র এঁকে ইন্ডিয়া রেকর্ড বুকে জায়গা করে নিলেন শান্তিপুরের বাসিন্দা সায়ন পাল। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল গান-বাজনা করা এবং ছবি আঁকা। সেই সঙ্গে নিজেকে কোন কাজের মধ্যে দিয়ে তুলে ধরা। সায়ন পালের দাবি অতীতে যারা বিভিন্ন কাজের মধ্য দিয়ে মুখ উজ্জ্বল করেছে তাদের কাছ থেকে অনুপ্রেরণা জেগেছে আমার। আমারও ইচ্ছে ছিল কোন কাজের মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরতে। গত 8 জানুয়ারি সেই অনুপ্রেরণা থেকে, এবং নতুন ভাবনা কে তুলে ধরতে হঠাৎ চীরের ওপর একটি ভারতের মানচিত্র একে ফেলেন তিনি। এরপর 28 জানুয়ারি রাতেই ইন্ডিয়া রেকর্ড বুকের ওয়েবসাইটে সেটিকে আপলোড করেন। গত 10 জানুয়ারি সায়ন এর কাছে মেসেজ আসে তিনি যে চীরের ওপর মানচিত্র এঁকেছেন তার একটি ভিডিও ফুটেজ পাঠানোর জন্য। তিনি 10 তারিখে পুনরায় আবারও একটি মানচিত্র এঁকে ভিডিও করে সেটি পাঠায় ইন্ডিয়া রেকর্ডবুকে ওয়েবসাইটে। এরপর 14 তারিখে তার কাছে কনফার্ম মেসেজ আসে যে তার নাম ইন্ডিয়া রেকর্ডবুকে তোলা হলো। সায়ন পালের দাবি তিনি যে মানচিত্র টি এঁকেছেন সেটি ভারতবর্ষের সবথেকে ছোট মানচিত্র। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হল 1.5 মিলিমিটার বাই 0.5 মিলিমিটার। সাধন পালের আশা ভবিষ্যতে আরো নতুন কিছু সৃষ্টি করে গিনেজ বুকে নাম তুলবেন তিনি এবং দেশের মুখ উজ্জ্বল করবেন।


Body:SANTIPUR SAYAN PAL


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.