নদিয়া, 1 সেপ্টেম্বর : মহুয়া মৈত্র নিজের জন্মের ইতিহাস জানেন না, কোথায় জন্মেছেন সেটাই তিনি জানেন না। আজ এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্রকে কড়া সমালোচনা করলেন রানাঘাট কেন্দ্রে BJP সাংসদ জগন্নাথ সরকার।
উল্লেখ্য দিন কয়েক আগে নদিয়া জেলার সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র ETV ভারতকে বিশেষ সাক্ষাৎকার দেন। প্রশ্নের উত্তরে সেখানে তিনি বলেন," BJP নেতারা গোমূত্র খেয়ে এবং গোবর মাথায় দিয়ে কী বলেন সেটা তাঁরাই জানেন। তার উত্তর আমি দেব না।"আজ জগন্নাথ সরকার তার পালটা জবাব দিলেন ৷ জগন্নাথ সরকার বলেন," ভারতে জন্মানোর পরে পঞ্চগব্য খাওয়ানো হয়। পঞ্চগব্যের মধ্যে থাকে দুধ, ঘি, গোমূত্র, গবর। অর্থাৎ গোরুরই পাঁচটা জিনিস খাওয়ানো হয়। জন্মের সময় খাওয়ানো হয় এটা তিনি ভুলে গেছেন। এটা ভারতের কালচার এর মধ্যেই আছে। মহুয়া মৈত্র কি বলেন আমি নিজেও জানিনা এবং ওর কথায় জবাব দেবার মত ভাষা আমার নেই৷ "
তৃণমূল কংগ্রেসের জেলায় সভাপতি বদল করেছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "দক্ষিণে ওরা হাল ছেড়ে দিয়েছে।এখন ভারতীয় জনতা পার্টির বদনাম করে যদি কিছুটা বিশ্বাস অর্জন করা যায় সেই কারণে চরিত্র হরণের পালায় তারা নেমেছেন। এসব করে কিছু হবে না। শূন্য নিয়েই তাদের থাকতে হবে। নদিয়া জেলার চৈতন্যের জেলা এখানে কাজীর শাসন চলবে না। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই এর জবাব ষোল আনাই তুলে নেবে।"