ETV Bharat / state

Pregnant Lady Death at Tehatta Hospital : প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত তেহট্ট, পথ অবরোধ স্থানীয়দের - Locals block road protesting pregnant lady death at Tehatta sub divisional hospital

তেহট্ট মহকুমা হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করলেন স্থানীয়রা । হাসপাতাল সুপারকে বদলির দাবি এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা (Locals Blocked Roads for Tehatta Sub-Divisional Hospital Pregnant Death Case) ৷ অভিযোগ কর্মরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও ।

Nadia News
প্রসূতির মৃত্যু ঘিরে উত্তপ্ত তেহট্ট
author img

By

Published : Mar 22, 2022, 7:37 PM IST

তেহট্ট, 22 মার্চ : রবিবার তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন পাথরঘাটার বাসিন্দা এক গর্ভবতী মহিলা ৷ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি । অভিযোগ, যন্ত্রণায় ছটফট করলেও তা গুরুত্ব দেননি কর্মরত চিকিৎসক ও নার্সরা । ডেলিভারির পর সদ্যোজাত সন্তান জীবিত থাকলেও মৃত্যু হয়েছে প্রসূতির (Locals Blocked Roads for Tehatta Sub-Divisional Hospital Pregnant Death Case) । সেই ঘটনার প্রতিবাদেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

আরও অভিযোগ, প্রসব যন্ত্রণা উঠলে গর্ভবতী মহিলার পরিবারের পক্ষ থেকে বারবার রোগীর সিজারের কথা বললেও কর্ণপাত করেনি হাসপাতালের কর্মরত চিকিৎসক ও নার্সরা । অবশেষে সাধারণ ডেলিভারি হয় কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণের পর এদিন প্রসূতি মারা যান ।

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : মুখ্য়মন্ত্রীর নির্দেশে অগ্নিগর্ভ বগটুই গ্রামে যাচ্ছেন ফিরহাদ

এই ঘটনার জন্য় প্রসূতির আত্মীয়রা হাসপাতাল আসবাবপত্র, চেয়ার, টেবিল ওলট-পালট করে দেন ৷ মালিয়াপোতায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন ৷ এরপর কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে তেহট্ট অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী (Tehatta Sub-Divisional Hospital Protest) ৷

প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে তেহট্ট

তাঁদের দাবি, সুপারের নামে দুর্নাম করতেই হাসপাতালের একাংশের ডাক্তার ও নার্সরা ইচ্ছা করে অবহেলায় রোগীকে মেরে ফেলেছে । ফলে পুরো ঘটনার দোষ গিয়ে পড়বে হাসপাতালের সুপারের ওপর ।

আরও পড়ুন : Ukraine MBBS Degrees : পরীক্ষা ছাড়াই ষষ্ঠ বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ডিগ্রি দেবে ইউক্রেন সরকার

উল্লেখ্য, সম্প্রতি তেহট্ট হাসপাতালের সুপার বদলির নির্দেশ এসেছে ৷ 8 মাস আগে হাসপাতালে জয়েন করেন নতুন সুপার ৷ কিন্তু তিনি ভালো কাজ করছেন এবং অন্য়ান্য় চিকিৎসকরদের তাতে সমস্য়া হচ্ছে বলে তার এই বদলির নির্দেশ দাবি স্থানীয়দের ৷ যার প্রতিবাদে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে তেহট্ট অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

খবর পেয়ে ঘটনাস্থলে তেহট্টো থানার পুলিশ। পুলিশ সঠিক তদন্তের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

তেহট্ট, 22 মার্চ : রবিবার তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন পাথরঘাটার বাসিন্দা এক গর্ভবতী মহিলা ৷ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি । অভিযোগ, যন্ত্রণায় ছটফট করলেও তা গুরুত্ব দেননি কর্মরত চিকিৎসক ও নার্সরা । ডেলিভারির পর সদ্যোজাত সন্তান জীবিত থাকলেও মৃত্যু হয়েছে প্রসূতির (Locals Blocked Roads for Tehatta Sub-Divisional Hospital Pregnant Death Case) । সেই ঘটনার প্রতিবাদেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

আরও অভিযোগ, প্রসব যন্ত্রণা উঠলে গর্ভবতী মহিলার পরিবারের পক্ষ থেকে বারবার রোগীর সিজারের কথা বললেও কর্ণপাত করেনি হাসপাতালের কর্মরত চিকিৎসক ও নার্সরা । অবশেষে সাধারণ ডেলিভারি হয় কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণের পর এদিন প্রসূতি মারা যান ।

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : মুখ্য়মন্ত্রীর নির্দেশে অগ্নিগর্ভ বগটুই গ্রামে যাচ্ছেন ফিরহাদ

এই ঘটনার জন্য় প্রসূতির আত্মীয়রা হাসপাতাল আসবাবপত্র, চেয়ার, টেবিল ওলট-পালট করে দেন ৷ মালিয়াপোতায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন ৷ এরপর কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে তেহট্ট অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী (Tehatta Sub-Divisional Hospital Protest) ৷

প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে তেহট্ট

তাঁদের দাবি, সুপারের নামে দুর্নাম করতেই হাসপাতালের একাংশের ডাক্তার ও নার্সরা ইচ্ছা করে অবহেলায় রোগীকে মেরে ফেলেছে । ফলে পুরো ঘটনার দোষ গিয়ে পড়বে হাসপাতালের সুপারের ওপর ।

আরও পড়ুন : Ukraine MBBS Degrees : পরীক্ষা ছাড়াই ষষ্ঠ বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ডিগ্রি দেবে ইউক্রেন সরকার

উল্লেখ্য, সম্প্রতি তেহট্ট হাসপাতালের সুপার বদলির নির্দেশ এসেছে ৷ 8 মাস আগে হাসপাতালে জয়েন করেন নতুন সুপার ৷ কিন্তু তিনি ভালো কাজ করছেন এবং অন্য়ান্য় চিকিৎসকরদের তাতে সমস্য়া হচ্ছে বলে তার এই বদলির নির্দেশ দাবি স্থানীয়দের ৷ যার প্রতিবাদে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে তেহট্ট অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

খবর পেয়ে ঘটনাস্থলে তেহট্টো থানার পুলিশ। পুলিশ সঠিক তদন্তের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.