ETV Bharat / state

জয়প্রকাশকে ঘুষি, ধাক্কা মেরে ঝোপে ফেলে দিল দুষ্কৃতীরা - Jay Prakash Majumdar beaten

জয়প্রকাশ মজুমদারকে মারধর করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । করিমপুরের ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 32 ও 33-র ঘটনা ।

ছবি
author img

By

Published : Nov 25, 2019, 11:51 AM IST

Updated : Nov 25, 2019, 3:36 PM IST

করিমপুর, 25 নভেম্বর : জয়প্রকাশ মজুমদারকে মারধর করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । থানারপাড়া থানার ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 32 ও 33-র ঘটনা । ইতিমধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের একটি ঘরের মধ্যে 8-10 জনকে না কি রান্না করতে দেখা যায় । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এনিয়ে না কি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । পরে বুথে ঢুকে এই বিষয়েই সরব হন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । অভিযোগ, তারপরই এই ঘটনা । জয়প্রকাশকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে ।

দেখুন ভিডিয়ো

ঘটনায় BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলেন, "এইসব তৃণমূলের গুন্ডামি । আমাকে মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল । তৃণমূলের গুন্ডারা সব ভোট লুট করছিল ।"

ভিডিয়োয় শুনুন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য

আজ সকালেই নদিয়ার করিমপুর বিধানসভার পিপুলখোলা প্রাইমারি স্কুল ভোটগ্রহন কেন্দ্র থেকে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে বেরিয়ে যেতে বললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।পিপুলখোলা প্রাইমারি স্কুলের 21 , 22 , ও 23 নম্বর বুথ থেকে BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগ করলেন করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ।

করিমপুর, 25 নভেম্বর : জয়প্রকাশ মজুমদারকে মারধর করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । থানারপাড়া থানার ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 32 ও 33-র ঘটনা । ইতিমধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের একটি ঘরের মধ্যে 8-10 জনকে না কি রান্না করতে দেখা যায় । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এনিয়ে না কি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । পরে বুথে ঢুকে এই বিষয়েই সরব হন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । অভিযোগ, তারপরই এই ঘটনা । জয়প্রকাশকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে ।

দেখুন ভিডিয়ো

ঘটনায় BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলেন, "এইসব তৃণমূলের গুন্ডামি । আমাকে মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল । তৃণমূলের গুন্ডারা সব ভোট লুট করছিল ।"

ভিডিয়োয় শুনুন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য

আজ সকালেই নদিয়ার করিমপুর বিধানসভার পিপুলখোলা প্রাইমারি স্কুল ভোটগ্রহন কেন্দ্র থেকে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে বেরিয়ে যেতে বললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।পিপুলখোলা প্রাইমারি স্কুলের 21 , 22 , ও 23 নম্বর বুথ থেকে BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগ করলেন করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ।

Intro:জয়প্রকাশ মজুমদার কে ধরে মারধরBody:জয়প্রকাশ মজুমদার কে ধরে মারধরConclusion:null
Last Updated : Nov 25, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.