ETV Bharat / state

Recover Illegal Arms : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নদিয়ার শান্তিপুরে বেআইনি অস্ত্রের হদিশ, গ্রেফতার 4

নদিয়ার শান্তিপুর থানা এলাকায় মিলল বেআইনি অস্ত্রের হদিশ (Recover Illegal Arms) ৷ 4 জনকে গ্রেফতার করে পুলিশ ৷

Recover Illegal Arms
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নদিয়ার শান্তিপুর এলাকায় বেআইনি অস্ত্রের হদিশ, গ্রফতার 4
author img

By

Published : Mar 25, 2022, 5:40 PM IST

নদিয়া, 25 মার্চ : রামপুরহাট থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বগটুই গ্রামে পা দিয়েই রাজ্যজুড়ে বোমা এবং বেআইনি অস্ত্র কারখানাগুলি খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ 10 দিনব্যাপী চলবে এই তল্লাশি অভিযান ৷ সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই নদিয়ার শান্তিপুর থানা এলাকায় দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ (Recover Illegal Arms) । ধৃতদের এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ।

উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান । সেখানে গিয়েই প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন, আগামী 10 দিনের মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে পুলিশকে । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তল্লাশি চালায় নদিয়া জেলা পুলিশ । বৃহস্পতিবার রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল সিকদার, রাজীব সেখ এবং সাবির সেখকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি কার্তুজ এবং একটি বড় সাইজের ধারালো অস্ত্র উদ্ধার হয় ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সালানপুরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ

পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ধৃতদের শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ।

নদিয়া, 25 মার্চ : রামপুরহাট থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বগটুই গ্রামে পা দিয়েই রাজ্যজুড়ে বোমা এবং বেআইনি অস্ত্র কারখানাগুলি খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ 10 দিনব্যাপী চলবে এই তল্লাশি অভিযান ৷ সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই নদিয়ার শান্তিপুর থানা এলাকায় দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ (Recover Illegal Arms) । ধৃতদের এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ।

উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান । সেখানে গিয়েই প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন, আগামী 10 দিনের মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে পুলিশকে । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তল্লাশি চালায় নদিয়া জেলা পুলিশ । বৃহস্পতিবার রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল সিকদার, রাজীব সেখ এবং সাবির সেখকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি কার্তুজ এবং একটি বড় সাইজের ধারালো অস্ত্র উদ্ধার হয় ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সালানপুরে বেআইনি অস্ত্র কারখানার হদিশ

পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ধৃতদের শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.