ETV Bharat / state

Pressure For Dowry: পণের দাবিতে অত্যাচার, পুলিশে দারস্থ গৃহবধূ - Pressure For Dowry

পণের টাকা দিতে না-পারায় গৃহবধূকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । থানায় অভিযোগ দায়ের গৃহবধূর (Pressure For Dowry) ।

Pressure For Dowry
পণের দাবিতে অত্যাচার, পুলিশে দারস্থ গৃহবধূ
author img

By

Published : Mar 10, 2022, 10:15 PM IST

শান্তিপুর, 10 মার্চ: দফায় দফায় পণের টাকার চাপ । টাকা না-দিতে পারলে চলত বেধড়ক মারধর । বুধবার সেই অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়েছিল। লোহার রড দিয়ে গৃহবধূকে মেরে অজ্ঞান করে দেওয়ার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । শ্বশুরবাড়ি থেকে কোনওরকমে প্রাণে বেঁচে শান্তিপুর থানার দ্বারস্থ গৃহবধূ । চাঞ্চল্যকর ঘটনাটি শান্তিপুর থানার বোয়ালিয়া এলাকার ।

অভিযোগ, দু'বছর আগে অর্পিতা সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল শান্তিপুর বোয়ালিয়া অঞ্চলের অনজিৎ বিশ্বাসের । বিয়ের পর থেকেই পণের দাবিতে থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে যেত শ্বশুরবাড়ির লোকজন । দিনের পর দিন তার ওপর নির্মম অত্যাচার চলত । বেশ কয়েকবার তাঁকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় । পরবর্তীতে পারিবারিক মধ্যস্থতায় আবার শ্বশুরবাড়ি ফিরে যান অর্পিতা (Torture On Housewife For Dowry) ।

আরও পড়ুন: Housewife Murder for Dowry : পণের দাবিতে বধূকে পিটিয়ে খুন, গ্রেফতার শ্বশুরবাড়ির তিন

কিন্তু গতকাল রাতে পণের টাকা এবং মোটরসাইকেল-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গৃহবধূর ওপর চড়াও হয় তাঁর শাশুড়ি এবং স্বামী । লোহার রড দিয়ে মারধর করা হয় গৃহবধূকে । সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে গৃহবধূ । পরবর্তীতে জ্ঞান ফিরে এলে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন গৃহবধূ অর্পিতা সরকার ও তাঁর বাপের বাড়ির সদস্যরা । আক্রান্ত অর্পিতা সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে ।

গৃহবধূ ও তাঁর পরিবার জানায়, আর সংসার করতে চান না ওই পরিবারের সঙ্গে। দিনের পর দিন তাঁকে যেভাবে মারধর করা হচ্ছে, পরবর্তীতে তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে ৷ সেই কারণেই তিনি আর সংসার করতে চান না ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অর্পিতা সরকার । ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

শান্তিপুর, 10 মার্চ: দফায় দফায় পণের টাকার চাপ । টাকা না-দিতে পারলে চলত বেধড়ক মারধর । বুধবার সেই অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়েছিল। লোহার রড দিয়ে গৃহবধূকে মেরে অজ্ঞান করে দেওয়ার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । শ্বশুরবাড়ি থেকে কোনওরকমে প্রাণে বেঁচে শান্তিপুর থানার দ্বারস্থ গৃহবধূ । চাঞ্চল্যকর ঘটনাটি শান্তিপুর থানার বোয়ালিয়া এলাকার ।

অভিযোগ, দু'বছর আগে অর্পিতা সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল শান্তিপুর বোয়ালিয়া অঞ্চলের অনজিৎ বিশ্বাসের । বিয়ের পর থেকেই পণের দাবিতে থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে যেত শ্বশুরবাড়ির লোকজন । দিনের পর দিন তার ওপর নির্মম অত্যাচার চলত । বেশ কয়েকবার তাঁকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় । পরবর্তীতে পারিবারিক মধ্যস্থতায় আবার শ্বশুরবাড়ি ফিরে যান অর্পিতা (Torture On Housewife For Dowry) ।

আরও পড়ুন: Housewife Murder for Dowry : পণের দাবিতে বধূকে পিটিয়ে খুন, গ্রেফতার শ্বশুরবাড়ির তিন

কিন্তু গতকাল রাতে পণের টাকা এবং মোটরসাইকেল-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গৃহবধূর ওপর চড়াও হয় তাঁর শাশুড়ি এবং স্বামী । লোহার রড দিয়ে মারধর করা হয় গৃহবধূকে । সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে গৃহবধূ । পরবর্তীতে জ্ঞান ফিরে এলে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন গৃহবধূ অর্পিতা সরকার ও তাঁর বাপের বাড়ির সদস্যরা । আক্রান্ত অর্পিতা সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে ।

গৃহবধূ ও তাঁর পরিবার জানায়, আর সংসার করতে চান না ওই পরিবারের সঙ্গে। দিনের পর দিন তাঁকে যেভাবে মারধর করা হচ্ছে, পরবর্তীতে তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে ৷ সেই কারণেই তিনি আর সংসার করতে চান না ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অর্পিতা সরকার । ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.