ETV Bharat / state

মানসিক অবসাদে আত্মঘাতী উচ্চমাধ্যমিকের ছাত্রী - শান্তিপুরে আত্মহত্যা

মানসিক অবসাদে আত্মহত্যা (Student Suicide) করল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Candidate) ৷ শান্তিপুরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই ছাত্রীর দেহ ৷

hs-candidate-died-of-suicide-at-santipur
মানসিক অবসাদে আত্মঘাতী উচ্চমাধ্যমিকের ছাত্রী
author img

By

Published : Jun 23, 2021, 10:12 PM IST

শান্তিপুর, 23 জুন: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (Student Suicide) হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Candidate) । শান্তিপুর ব্লকের বাগ আচড়া বাজারপাড়া এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বপ্না হাজরা (18) বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন । খুব খেটে পড়াশোনা করত সে ৷ পড়ার চাপে পরিবারের কারও সঙ্গে বেশি কথাও বলতো না । চাপ এত বেশি হয়ে গিয়েছিল যে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল স্বপ্না হাজরা ।

আরও পড়ুন: নিঁখোজ বাবুল সুপ্রিয়, খোঁজ দিলেই পুরস্কার ! পোস্টার পড়ল জামুড়িয়ায়

এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ তার মা ঘরের ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ তিনি চিত্কার করতেই ছুটে আসেন এলাকার লোকজন । সেখান থেকে স্বপ্নাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: ধৃত ভরত ও সুমিতকে জেরা করতে পঞ্জাব যাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ৷ এ বিষয়ে মৃত ছাত্রীর জ্যাঠতুতো দাদা জানিয়েছেন, "স্বপ্না নিজে থেকেই পড়াশোনার খুব চাপ নিয়ে ফেলতো ৷ পড়ার চাপের কারণেই বেশ কয়েক মাস ধরে তাঁর মাথার সমস্যা দেখা দেয় ৷ তবে এইভাবে যে হঠাৎ এই ঘটনা ঘটাবে, তা আমরা বুঝতে পারিনি ৷" মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি রাণাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

শান্তিপুর, 23 জুন: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (Student Suicide) হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Candidate) । শান্তিপুর ব্লকের বাগ আচড়া বাজারপাড়া এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বপ্না হাজরা (18) বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন । খুব খেটে পড়াশোনা করত সে ৷ পড়ার চাপে পরিবারের কারও সঙ্গে বেশি কথাও বলতো না । চাপ এত বেশি হয়ে গিয়েছিল যে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল স্বপ্না হাজরা ।

আরও পড়ুন: নিঁখোজ বাবুল সুপ্রিয়, খোঁজ দিলেই পুরস্কার ! পোস্টার পড়ল জামুড়িয়ায়

এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ তার মা ঘরের ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ তিনি চিত্কার করতেই ছুটে আসেন এলাকার লোকজন । সেখান থেকে স্বপ্নাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: ধৃত ভরত ও সুমিতকে জেরা করতে পঞ্জাব যাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ৷ এ বিষয়ে মৃত ছাত্রীর জ্যাঠতুতো দাদা জানিয়েছেন, "স্বপ্না নিজে থেকেই পড়াশোনার খুব চাপ নিয়ে ফেলতো ৷ পড়ার চাপের কারণেই বেশ কয়েক মাস ধরে তাঁর মাথার সমস্যা দেখা দেয় ৷ তবে এইভাবে যে হঠাৎ এই ঘটনা ঘটাবে, তা আমরা বুঝতে পারিনি ৷" মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি রাণাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.