ETV Bharat / state

Housewife Missing : বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, দু'দিন পর থানায় স্বামী - শান্তিপুরে গৃহবধূ নিখোঁজের খবর

বুধবার থেকে শান্তিপুরে নিখোঁজ এক গৃহবধূ ৷ দু'দিন খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় থানায় গেলেন স্বামী ৷ ঘটনার পিছনে কী ? তদন্তে শান্তিপুর থানার পুলিশ (shantipur news) ৷

nadia
নিখোঁজ বধূ
author img

By

Published : Jan 14, 2022, 10:04 PM IST

শান্তিপুর, 14 জানুয়ারি : দু'দিন আগে বুধবার সকাল 9 টা নাগাদ মেয়েকে বলে গিয়েছিলেন, "আধার কার্ডে কিছু ভুল আছে তা ঠিক করতে যাচ্ছি ৷ তুই ভাত চাপা ৷ ভাত হতে হতেই আমি চলে আসব ৷" মায়ের কথা মতো ভাত চাপিয়েছিল মেয়ে ৷ ভাত হয়ে যাওয়ার পর বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলেও মা ফিরে আসেনি ৷

বাবা কাঠের মিল থেকে কাজ করে বাড়ি ফিরে স্ত্রীর কথা জানতে চাওয়ায় মেয়ে বলে সব ঘটনা ৷ তারপরই শুরু হয় খোঁজাখুজি ৷ দু'দিন কেটে যাওয়ার পরেও স্ত্রীর কোনও খোঁজ না পেয়ে অবশেষে মেয়েকে সঙ্গে নিয়ে শুক্রবার থানার দ্বারস্থ হন নদিয়ার শান্তিপুরের হরিপুর ঘোষ মার্কেট এলাকার বাসিন্দা অসিত কুমার বিশ্বাস ৷ স্ত্রীকে ফিরে পেতে নিখোঁজ ডায়েরি করেন ৷

নিখোঁজ বধূর নাম মিঠু বিশ্বাস (Nadia Housewife Missing) ৷ বয়স 33 ৷ বুধবার আধার কার্ড ঠিক করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ৷ নিখোঁজ বধূর স্বামী অসিতবাবু জানান, কয়েকবছর আগে একবার ঝগড়া-অশান্তি হওয়ায় কাউকে কিছু না বলে এক আত্মীয়ের বাড়ি চলে গিয়েছিল ৷ কিন্তু তারপর আর অশান্তি হয়নি ৷ এখন সব আত্মীয়ের বাড়ি খোঁজ নেওয়া হলেও কোথাও পাওয়া যায়নি ৷ অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে কি না তাও জানা নেই ৷

যা বললেন নিখোঁজ বধূর স্বামী ৷

অসিতবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনার নেপথ্যে কি বিবাহ-বহির্ভূত সম্পর্ক ? নাকি অন্য কোনও কারণ রয়েছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Nadia Girls Missing : ব্যাঙ্কে গিয়ে বাড়ি ফেরেনি নদিয়ার তিন নাবালিকা বোন

শান্তিপুর, 14 জানুয়ারি : দু'দিন আগে বুধবার সকাল 9 টা নাগাদ মেয়েকে বলে গিয়েছিলেন, "আধার কার্ডে কিছু ভুল আছে তা ঠিক করতে যাচ্ছি ৷ তুই ভাত চাপা ৷ ভাত হতে হতেই আমি চলে আসব ৷" মায়ের কথা মতো ভাত চাপিয়েছিল মেয়ে ৷ ভাত হয়ে যাওয়ার পর বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলেও মা ফিরে আসেনি ৷

বাবা কাঠের মিল থেকে কাজ করে বাড়ি ফিরে স্ত্রীর কথা জানতে চাওয়ায় মেয়ে বলে সব ঘটনা ৷ তারপরই শুরু হয় খোঁজাখুজি ৷ দু'দিন কেটে যাওয়ার পরেও স্ত্রীর কোনও খোঁজ না পেয়ে অবশেষে মেয়েকে সঙ্গে নিয়ে শুক্রবার থানার দ্বারস্থ হন নদিয়ার শান্তিপুরের হরিপুর ঘোষ মার্কেট এলাকার বাসিন্দা অসিত কুমার বিশ্বাস ৷ স্ত্রীকে ফিরে পেতে নিখোঁজ ডায়েরি করেন ৷

নিখোঁজ বধূর নাম মিঠু বিশ্বাস (Nadia Housewife Missing) ৷ বয়স 33 ৷ বুধবার আধার কার্ড ঠিক করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ৷ নিখোঁজ বধূর স্বামী অসিতবাবু জানান, কয়েকবছর আগে একবার ঝগড়া-অশান্তি হওয়ায় কাউকে কিছু না বলে এক আত্মীয়ের বাড়ি চলে গিয়েছিল ৷ কিন্তু তারপর আর অশান্তি হয়নি ৷ এখন সব আত্মীয়ের বাড়ি খোঁজ নেওয়া হলেও কোথাও পাওয়া যায়নি ৷ অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে কি না তাও জানা নেই ৷

যা বললেন নিখোঁজ বধূর স্বামী ৷

অসিতবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনার নেপথ্যে কি বিবাহ-বহির্ভূত সম্পর্ক ? নাকি অন্য কোনও কারণ রয়েছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Nadia Girls Missing : ব্যাঙ্কে গিয়ে বাড়ি ফেরেনি নদিয়ার তিন নাবালিকা বোন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.