ETV Bharat / state

ঘন কুয়াশায় নামল না কপ্টার, শহিদ পরিবারের সঙ্গে দেখা হল না রাজ্যপালের - শহিদ পরিবারের সঙ্গে দেখা হল না রাজ্যপালের

রাজ্য আসবেন বলে ভোর থেকে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে ৷ রাস্তার দু'পাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ ৷ কিন্তু আবহাওয়া খারাপ কারণে তা আর সম্ভব হয়নি ৷ পরে টুইট করে সে কথা নিজেই জানান জগদীপ ধনকড় ।

Governor Jagdeep Dhankhar did not meet with the families of the martyrs at Tehatta
Governor Jagdeep Dhankhar did not meet with the families of the martyrs at Tehatta
author img

By

Published : Jan 20, 2021, 7:57 PM IST

নদিয়া, 20 জানুয়ারি : ঘন কুয়াশার কারণে নামতে পারল না হেলিকপ্টার, শহিদ পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরতে হল রাজ্যপালকে । আজ নদিয়ার তেহট্টোর শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রাকৃতিক দুর্যোগে শেষ পর্যন্ত তা হল না ৷

নদিয়ার তেহটটোর রঘুনাথপুরের বাসিন্দা ভারতীয় সেনা সুবোধ ঘোষ । মাস খানেক আগে কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি ৷ শহিদ সুবোধ ঘোষের বাবা গৌরাঙ্গ ঘোষ চাষবাস করেই সংসার চালাতেন । গৌরাঙ্গবাবুর এক মেয়েও রয়েছে । এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকমে সংসার চালাতেন । চার বছর আগে ছেলে সুবোধ ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর কিছুটা হলেও সংসারের হাল ফেরে । বোনের বিয়ে দেওয়ার পরে বছর খানেক আগে সুবোধ বিয়ে করেন । শহিদ জওয়ানের তিন মাসের শিশু সন্তান রয়েছে । শেষবার দু'মাস আগে বাড়ি এসেছিলেন । ডিসেম্বর মাসেই ঘরে ফেরর কথা ছিল ফের । কিন্তু তা আর হয়নি ৷ মাস খানেক আগে উপত্যকার উড়িতে জঙ্গি হামলায় সুবোধ ঘোষ-সহ 10 জন জওয়ান নিহত হন ।

রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়ায় হতাশ শহিদ সুবোধ ঘোষের স্ত্রী

আরও পড়ুন: উপহার নিয়ে রাজভবনে মুখ্যসচিব, রাজ্যপালের সঙ্গে একঘণ্টা বৈঠক

আজ সেই শহিদ জাওনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ রাজ্য আসবেন বলে ভোর থেকে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে ৷ রাস্তার দু'পাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ ৷ কিন্তু আবহাওয়া খারাপ কারণে তা আর সম্ভব হয়নি ৷ ঘন কুয়াশার কারণে পাইলট হেলিকপ্টার নিচে নামাতে পারেননি । শেষে ফিরে যান রাজ্যপাল । পরে টুইট করে সে কথা নিজেই জানান জগদীপ ধনকড় ।

নদিয়া, 20 জানুয়ারি : ঘন কুয়াশার কারণে নামতে পারল না হেলিকপ্টার, শহিদ পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরতে হল রাজ্যপালকে । আজ নদিয়ার তেহট্টোর শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রাকৃতিক দুর্যোগে শেষ পর্যন্ত তা হল না ৷

নদিয়ার তেহটটোর রঘুনাথপুরের বাসিন্দা ভারতীয় সেনা সুবোধ ঘোষ । মাস খানেক আগে কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি ৷ শহিদ সুবোধ ঘোষের বাবা গৌরাঙ্গ ঘোষ চাষবাস করেই সংসার চালাতেন । গৌরাঙ্গবাবুর এক মেয়েও রয়েছে । এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকমে সংসার চালাতেন । চার বছর আগে ছেলে সুবোধ ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর কিছুটা হলেও সংসারের হাল ফেরে । বোনের বিয়ে দেওয়ার পরে বছর খানেক আগে সুবোধ বিয়ে করেন । শহিদ জওয়ানের তিন মাসের শিশু সন্তান রয়েছে । শেষবার দু'মাস আগে বাড়ি এসেছিলেন । ডিসেম্বর মাসেই ঘরে ফেরর কথা ছিল ফের । কিন্তু তা আর হয়নি ৷ মাস খানেক আগে উপত্যকার উড়িতে জঙ্গি হামলায় সুবোধ ঘোষ-সহ 10 জন জওয়ান নিহত হন ।

রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়ায় হতাশ শহিদ সুবোধ ঘোষের স্ত্রী

আরও পড়ুন: উপহার নিয়ে রাজভবনে মুখ্যসচিব, রাজ্যপালের সঙ্গে একঘণ্টা বৈঠক

আজ সেই শহিদ জাওনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ রাজ্য আসবেন বলে ভোর থেকে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে ৷ রাস্তার দু'পাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ ৷ কিন্তু আবহাওয়া খারাপ কারণে তা আর সম্ভব হয়নি ৷ ঘন কুয়াশার কারণে পাইলট হেলিকপ্টার নিচে নামাতে পারেননি । শেষে ফিরে যান রাজ্যপাল । পরে টুইট করে সে কথা নিজেই জানান জগদীপ ধনকড় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.