নদিয়া, 20 জানুয়ারি : ঘন কুয়াশার কারণে নামতে পারল না হেলিকপ্টার, শহিদ পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরতে হল রাজ্যপালকে । আজ নদিয়ার তেহট্টোর শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রাকৃতিক দুর্যোগে শেষ পর্যন্ত তা হল না ৷
নদিয়ার তেহটটোর রঘুনাথপুরের বাসিন্দা ভারতীয় সেনা সুবোধ ঘোষ । মাস খানেক আগে কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে নিহত হন তিনি ৷ শহিদ সুবোধ ঘোষের বাবা গৌরাঙ্গ ঘোষ চাষবাস করেই সংসার চালাতেন । গৌরাঙ্গবাবুর এক মেয়েও রয়েছে । এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোনরকমে সংসার চালাতেন । চার বছর আগে ছেলে সুবোধ ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর কিছুটা হলেও সংসারের হাল ফেরে । বোনের বিয়ে দেওয়ার পরে বছর খানেক আগে সুবোধ বিয়ে করেন । শহিদ জওয়ানের তিন মাসের শিশু সন্তান রয়েছে । শেষবার দু'মাস আগে বাড়ি এসেছিলেন । ডিসেম্বর মাসেই ঘরে ফেরর কথা ছিল ফের । কিন্তু তা আর হয়নি ৷ মাস খানেক আগে উপত্যকার উড়িতে জঙ্গি হামলায় সুবোধ ঘোষ-সহ 10 জন জওয়ান নিহত হন ।
আরও পড়ুন: উপহার নিয়ে রাজভবনে মুখ্যসচিব, রাজ্যপালের সঙ্গে একঘণ্টা বৈঠক
আজ সেই শহিদ জাওনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ রাজ্য আসবেন বলে ভোর থেকে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে ৷ রাস্তার দু'পাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ ৷ কিন্তু আবহাওয়া খারাপ কারণে তা আর সম্ভব হয়নি ৷ ঘন কুয়াশার কারণে পাইলট হেলিকপ্টার নিচে নামাতে পারেননি । শেষে ফিরে যান রাজ্যপাল । পরে টুইট করে সে কথা নিজেই জানান জগদীপ ধনকড় ।