ETV Bharat / state

পুনে থেকে নদিয়ার উদ্দেশে হেঁটে রওনা 40 শ্রমিকের

author img

By

Published : May 6, 2020, 12:23 PM IST

পুনে থেকে নদিয়াতে হেঁটে ফেরার চেষ্টা করছেন 40জন শ্রমিক । লকডাউনের কারণে তাঁদের কাজ বন্ধ । পুনেতে হোটেলের কাজ করতেন তাঁরা ।

j

চাপড়া, 6 মে: লকডাউনের জেরে কাজ বন্ধ হয়েছে ভিনরাজ্যে যাওয়া শ্রমিকদের । হাতে টাকাও ফুরিয়েছে । অবস্থা শোচনীয় । এই অবস্থায় হেঁটেই নিজের রাজ্যে ফিরতে চাইছেন বহু শ্রমিক । একইরকম ঘটনা বারবার নজরে আসছে । নদিয়ার চাপড়া থেকে পুনেতে কাজ করতে যাওয়া 40 জন শ্রমিকের অবস্থাও একইরকম । পুনে থেকে নাসিকের পথে হেঁটেই রওনা হয়েছেন তাঁরা । একটাই লক্ষ্য, যা হোক করে বাড়ি ফেরা । পথে একটি জায়গায় বিশ্রাম নিয়ে সোশাল মিডিয়ায় নিজেদের করুণ অবস্থার কথা একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন তাঁরা । প্রশাসনের কাছে আর্তি, তাঁদের যেন দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় ।

প্রত্যেকেই নদিয়ার চাপড়া এলাকার বাসিন্দা । কয়েক বছর ধরে এখানকার প্রায় 40 জন যুবক মহারাষ্ট্রের পুনেতে হোটেলে কাজ করেন । এখন লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গেছে । হাতে নেই টাকা । আধপেটা খেয়ে দিন কাটছে কোনওরকমে । মালিকের থেকেও কোনও সাহায্য পাননি । তাই এই অবস্থায় বাড়ি ফিরতে চান যে কোনওভাবে । কিন্তু প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি । অবশেষে নিরুপায় হয়ে হেঁটেই পুনে থেকে নাসিকের পথে রওনা দেন তাঁরা । রাস্তার মাঝে বসে হাতজোড় করে আবেদন, তাঁদের যেন বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সরকার ।

রোজই শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরার চেষ্টার খবর সামনে আসছে । পথে তাঁদের আটকাচ্ছে পুলিশ । পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের কর্মস্থানে । বিভিন্ন জায়গায় দ্রুত শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার আশ্বাস মিলছে প্রশাসনের তরফে । এদিকে এখনও পর্যন্ত এই শ্রমিকদের আটকানোর খবর সামনে আসেনি ।

চাপড়া, 6 মে: লকডাউনের জেরে কাজ বন্ধ হয়েছে ভিনরাজ্যে যাওয়া শ্রমিকদের । হাতে টাকাও ফুরিয়েছে । অবস্থা শোচনীয় । এই অবস্থায় হেঁটেই নিজের রাজ্যে ফিরতে চাইছেন বহু শ্রমিক । একইরকম ঘটনা বারবার নজরে আসছে । নদিয়ার চাপড়া থেকে পুনেতে কাজ করতে যাওয়া 40 জন শ্রমিকের অবস্থাও একইরকম । পুনে থেকে নাসিকের পথে হেঁটেই রওনা হয়েছেন তাঁরা । একটাই লক্ষ্য, যা হোক করে বাড়ি ফেরা । পথে একটি জায়গায় বিশ্রাম নিয়ে সোশাল মিডিয়ায় নিজেদের করুণ অবস্থার কথা একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন তাঁরা । প্রশাসনের কাছে আর্তি, তাঁদের যেন দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় ।

প্রত্যেকেই নদিয়ার চাপড়া এলাকার বাসিন্দা । কয়েক বছর ধরে এখানকার প্রায় 40 জন যুবক মহারাষ্ট্রের পুনেতে হোটেলে কাজ করেন । এখন লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গেছে । হাতে নেই টাকা । আধপেটা খেয়ে দিন কাটছে কোনওরকমে । মালিকের থেকেও কোনও সাহায্য পাননি । তাই এই অবস্থায় বাড়ি ফিরতে চান যে কোনওভাবে । কিন্তু প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি । অবশেষে নিরুপায় হয়ে হেঁটেই পুনে থেকে নাসিকের পথে রওনা দেন তাঁরা । রাস্তার মাঝে বসে হাতজোড় করে আবেদন, তাঁদের যেন বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সরকার ।

রোজই শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরার চেষ্টার খবর সামনে আসছে । পথে তাঁদের আটকাচ্ছে পুলিশ । পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের কর্মস্থানে । বিভিন্ন জায়গায় দ্রুত শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার আশ্বাস মিলছে প্রশাসনের তরফে । এদিকে এখনও পর্যন্ত এই শ্রমিকদের আটকানোর খবর সামনে আসেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.