রানাঘাট, 26 এপ্রিল : দীর্ঘ সাত মাসের বকেয়া টাকা না মেলায় রানাঘাট পুলিশ মর্গে কর্মবিরতির ডাক দিয়েছেন ডোমেরা । এর জেরে সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ মর্গের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে রইল এক করোনা পজ়িটিভ ব্যাক্তির মৃতদেহ ।
সূত্রের খবর, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব এলাকার বাসিন্দা করোনা পজ়িটিভ এক ব্যাক্তি হোম আইসোলেশনে থাকাকালীন সোমবার সকালে অসুস্থ হয়ে পড়েন । অভিযোগ, এর পর ওই ব্যাক্তিকে অ্যাম্বুলেন্সে করে রানাঘাট মহকুমা হাপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর ওই ব্যক্তির দেহ রানাঘাট পুলিশ মর্গে নিয়ে যাওয়া হলে ডোম না থাকায় দীর্ঘক্ষণ মর্গের সামনে অ্যাম্বুলেন্সের মধ্যেই তা পড়ে থাকে ।
আরও পড়ুন : করোনায় মৃত রোগীর দেহ বদল ! কাঠগড়ায় সরকারি হাসপাতাল
অ্যাম্বুলেন্স চালকের অভিযোগ, বারবার প্রশাসনের বিভিন্ন জায়গায় বিষয়টি জানানোর পরেও কোনও লাভ হয়নি । পরে মর্গের ডোমেদের পক্ষ থেকে ওই অ্যাম্বুলেন্স চালককে জানানো হয় যে, বকেয়া টাকা না পাওয়ায় তাঁরা কর্মবিরতিতে আছেন । তাই দেহ নামানো সম্ভব নয় । যদিও পরে দেহ নামান ডোমেরা ।