ETV Bharat / state

ঝাঁপি উজাড় করে রূপকথা এল ঘরে - KRISHNAGANJ LAXMI PUJA

গতকাল লক্ষ্মীপুজোর দিন বাড়িতে নিজের কন্যাসন্তানকেই দেবী রূপে পুজো করে চমকে দিলেন ঝুমাশ্রী খাঁ বিশ্বাস ও তাঁর স্বামী রমেশ বিশ্বাস ৷ বিশ্বাস দম্পতির দুই কন্যা ৷ বড় মেয়ে রূপকথা ৷ বয়স পাঁচ ৷ তাকেই লক্ষ্মীরূপে পুজো করেন ওই দম্পতি ৷

photo ঘরের মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো
author img

By

Published : Oct 14, 2019, 2:29 PM IST

Updated : Oct 14, 2019, 3:26 PM IST

কৃষ্ণগঞ্জ, 14 অক্টোবর : তোড়জোড় চলছিল সকাল থেকেই ৷ কত কী কাজ ৷ সাজসজ্জার জন্য যা লাগে তা কেনা হয়ে গিয়েছিল ইতিমধ্যেই ৷ প্রস্তুতিও সারা ৷ আসন পাতা, আল্পনা আরও সব উপাচারে যখন বিশ্বাসবাড়িতে হইহই তখনও কিন্তু কৌতুহলের কেন্দ্রবিন্দু এলাকার সবার সামনেই আসেনি ৷ এল যখন, দুপুর পেরিয়ে লক্ষ্মীবারের সূর্য বিকেলের পথে ৷ যেই শুনল, অবাক হল অতি বিস্ময়ে ৷ বলে কী ! বিশ্বাস বাড়ি তখন লক্ষ্মী-আলোয় ঝলমল করছে ৷ শাঁখ বাজছে, উলুধ্বনি চতুর্দিকে ৷ মা যে এসেছেন জীবন্ত লক্ষ্মী হয়ে ৷

ঘটনাস্থান নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ সংলগ্ন মাজদিয়ার শিবনিবাস গ্রাম ৷ গতকাল লক্ষ্মীপুজোর দিন বাড়িতে নিজের কন্যাসন্তানকেই দেবী রূপে পুজো করে চমকে দিলেন ঝুমাশ্রী খাঁ বিশ্বাস ও তাঁর স্বামী রমেশ বিশ্বাস ৷ বিশ্বাস দম্পতির দুই কন্যা ৷ বড় মেয়ে রূপকথা ৷ বয়স পাঁচ ৷ আর ছোটো মেয়ে সাঁঝবাতি ৷ রমেশবাবু শক্তিনগর উচ্চবিদ্যালয় শিক্ষকতা করেন । তিনি বললেন , "বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেখি কন্যা সন্তানদের হত্যা করা হচ্ছে, অথবা কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে৷ আজও সমাজে অবহেলিত মহিলারা । সেজন্যই এই পুজোর আয়োজন ৷"

দেখুন ভিডিয়ো

ঝুমাশ্রী এই বিষয়ে বলেন, "প্রত্যেকে যেন তাঁদের মেয়েকে খুব ভালো করে মানুষ করে, বড়ো করে ৷ তাহলে সেই মেয়েই সম্মান বাড়াবে ৷ আয় বাড়বে ৷ বাড়িতে শান্তি আসবে ৷ সবকিছুই বাড়বে ৷"

পুজোর আয়োজনে কোনওরকম খামতি রাখেননি বিশ্বাস দম্পতি ৷ বাড়িতে লক্ষ্মীর আসন বসিয়ে, পুরোহিত ডেকে করা হয় পুজো ৷ দেওয়া হয় অঞ্জলিও ৷

পুজো করে খুশি পুরোহিত ৷ তিনি বলেন, "একটা অন্যরকম অনুভূতি হল ৷

সত্যিই মায়ের কাছে তো মেয়েই লক্ষ্মী ৷"

কৃষ্ণগঞ্জ, 14 অক্টোবর : তোড়জোড় চলছিল সকাল থেকেই ৷ কত কী কাজ ৷ সাজসজ্জার জন্য যা লাগে তা কেনা হয়ে গিয়েছিল ইতিমধ্যেই ৷ প্রস্তুতিও সারা ৷ আসন পাতা, আল্পনা আরও সব উপাচারে যখন বিশ্বাসবাড়িতে হইহই তখনও কিন্তু কৌতুহলের কেন্দ্রবিন্দু এলাকার সবার সামনেই আসেনি ৷ এল যখন, দুপুর পেরিয়ে লক্ষ্মীবারের সূর্য বিকেলের পথে ৷ যেই শুনল, অবাক হল অতি বিস্ময়ে ৷ বলে কী ! বিশ্বাস বাড়ি তখন লক্ষ্মী-আলোয় ঝলমল করছে ৷ শাঁখ বাজছে, উলুধ্বনি চতুর্দিকে ৷ মা যে এসেছেন জীবন্ত লক্ষ্মী হয়ে ৷

ঘটনাস্থান নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ সংলগ্ন মাজদিয়ার শিবনিবাস গ্রাম ৷ গতকাল লক্ষ্মীপুজোর দিন বাড়িতে নিজের কন্যাসন্তানকেই দেবী রূপে পুজো করে চমকে দিলেন ঝুমাশ্রী খাঁ বিশ্বাস ও তাঁর স্বামী রমেশ বিশ্বাস ৷ বিশ্বাস দম্পতির দুই কন্যা ৷ বড় মেয়ে রূপকথা ৷ বয়স পাঁচ ৷ আর ছোটো মেয়ে সাঁঝবাতি ৷ রমেশবাবু শক্তিনগর উচ্চবিদ্যালয় শিক্ষকতা করেন । তিনি বললেন , "বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেখি কন্যা সন্তানদের হত্যা করা হচ্ছে, অথবা কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে৷ আজও সমাজে অবহেলিত মহিলারা । সেজন্যই এই পুজোর আয়োজন ৷"

দেখুন ভিডিয়ো

ঝুমাশ্রী এই বিষয়ে বলেন, "প্রত্যেকে যেন তাঁদের মেয়েকে খুব ভালো করে মানুষ করে, বড়ো করে ৷ তাহলে সেই মেয়েই সম্মান বাড়াবে ৷ আয় বাড়বে ৷ বাড়িতে শান্তি আসবে ৷ সবকিছুই বাড়বে ৷"

পুজোর আয়োজনে কোনওরকম খামতি রাখেননি বিশ্বাস দম্পতি ৷ বাড়িতে লক্ষ্মীর আসন বসিয়ে, পুরোহিত ডেকে করা হয় পুজো ৷ দেওয়া হয় অঞ্জলিও ৷

পুজো করে খুশি পুরোহিত ৷ তিনি বলেন, "একটা অন্যরকম অনুভূতি হল ৷

সত্যিই মায়ের কাছে তো মেয়েই লক্ষ্মী ৷"

Intro:মাটির প্রতিমা নয় নিজের মেয়েকে লক্ষ্মী আসনে বসিয়ে কোজাগরী লক্ষ্মীপুজো করলেন মা। মেয়েরা সমাজে আজ অনেকটাই অবহেলিত তাই নদীয়ার মাজদিয়ার শিবনিবাস এর ঝুমাশ্রী খাঁ বিশ্বাস তার নিজের বড় সন্তানকে লক্ষীর আসনে বসিয়ে পূজার মধ্য দিয়ে সমাজের এক নতুন বার্তা পৌঁছে দিলে। তার দুটি কন্যা সন্তান 5 বছরের বড় সন্তানের নাম রূপকথা ও ছোট সন্তান এক বছরের সাজ বাতি। স্বামী রমেশ বিশ্বাস শক্তিনগর উচ্চবিদ্যালয় শিক্ষকতা করেন শিক্ষক। তিনি বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেখতে পান কন্যা সন্তান কখন হত্যা করা হয়েছে অথবা কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মা দের উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। আজ ও লক্ষ্য করা যায় সমাজে অবহেলিত মহিলারা।তাই তার কন্যা সন্তান পাঁচ বছরের রূপকথা বিশ্বাসকে লক্ষ্মীর মত করে সাজিয়ে নিজের বাড়ির লক্ষ্মীর আসনে বসিয়ে নিয়ম নিস্টা মেনে পূজা করলেন। লক্ষ্মী পূজার নিয়ম মেনেই পুরোহিত মহাশয় পুজো করলেন বরণ করলেন, অঞ্জলি হলো, পুজো হলো সব নিয়ম মেনেই। আর সকলের মত মাটির প্রতিমা নয় কোন ছবি ও নয় বাড়ির নিজের কন্যাকেই লক্ষীর আসনে বসিয়ে পুজো করে সমাজের নতুন বার্তা পৌঁছে দিলেন নদীয়ার শিবনিবাস গ্রামে, ঝুমশ্রী খাঁ বিশ্বাস ও তার পরিবার।মায়ের কাছে মেয়েই লক্ষ্মী এই সংবাদে খুশি এলাকার মানুষ। পুরোহিত জানায় কুমারী পূজা হলে কুমারী লক্ষ্মী পুজো শাস্ত্রে আছে,একটা অন্যরকম অনুভূতি হল আমার।Body:KRISHNAGANJ LAXMI PUJAConclusion:
Last Updated : Oct 14, 2019, 3:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.