কল্যাণী, 8 জুন : করোনা পরিস্থিতিতে নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে নদিয়ার কল্যাণীর মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় ৷ মূলত সেই কারণেই এবার সম্পূর্ণ সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হল ৷
উল্লেখ্য, কল্যাণীর মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেও মানুষের স্বার্থে বিভিন্ন জায়গায় নিজেরাই স্যানিটাইজার তৈরি করে তা বিলি করেছে ৷ এর পাশাপাশি, খাবার বিতরণ শুরু থেকে করোনা আবহে একাধিক সমাকল্য়াণমূলক কাজ করেছে তারা ৷
আরও পড়ুন : স্মার্ট ফোন নেই, টিকাকরণে ব্রাত্য জলপাইগুড়ির গ্রাম থেকে চা বাগান
সূত্রের খবর, মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অবদানের কথা মাথায় রেখেই সরকারি উদ্যোগে কল্যাণী জেএনএম হাসপাতালের সহযোগিতায় বিশ্ববিদ্য়ালয়ের কর্মীদের টিকাকরণ শুরু করা হয় ৷ এই কর্মসূচির আওতায় টিকা পাবেন বিশ্ববিদ্যালয়ের অন্তত 280 জন কর্মী ৷
আরও পড়ুন : চিলাপাতায় পর্যটনের সঙ্গে যুক্তদের করোনার টিকা
সরকারের এই পদক্ষেপে খুশি বিশ্ববিদ্য়ালয়ের কর্মীরাও ৷ তাঁরা জানিয়েছেন, এতে তাঁদের পক্ষে করোনার টিকা পাওয়া অনেক সহজ হল ৷ সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ৷