শান্তিপুর, 14 এপ্রিল : প্রতিবছর আজকের দিনে সবাই গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। ভোর থেকেই ভিড় জমে শান্তিপুরের ঘাটগুলিতে । কিন্তু এবার কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে জনশূন্য গঙ্গার প্রতিটি ঘাট । এর মাঝেই কয়েকজন স্নান করতে এলে তাঁদের ফিরিয়ে দেয় পুলিশ ।
প্রতিবছর বাংলা নববর্ষের দিনে নদিয়ায় গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমান অনেকেই । বিশেষত মহিলারা উপোস থেকে গঙ্গায় স্নান করে প্রার্থনা করেন । কিন্তু এবার নববর্ষের দিন অন্য ছবি ধরা পড়ল নদিয়ার শান্তিপুরের ঘাটগুলিতে। শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে আজকের দিনে প্রচুর মানুষের ভিড় জমে । কিন্তু এবার ফাঁকা ঘাট চত্বর ।
এর মাঝেই কয়েকজন গঙ্গাস্নানের উদ্দেশ্যে ঘাটে গেছিলেন । তাঁদের ফিরিয়ে দেন ঘাটে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা।
সকাল থেকেই কড়া নজদরদারি চলছে গুপ্তিপাড়া সহ একাধিক ঘাটে। এবার তাই ঘরে বসেই কোনওরকমে নববর্ষ উদযাপন করছেন নদিয়ার বাসিন্দারা ।