ETV Bharat / state

কল্যাণী মহাবিদ্যালয়ে TMCP-ABVP সংঘর্ষ, বোমাবাজি - wounded

কলেজে পডুয়াদের কাউন্সেলিং চলার সময় পাশের রেললাইন থেকে পাথর ছোড়ে ABVP সমর্থকরা ৷ TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হয় তিনজন পড়ুয়া ৷

কল্যাণী মহাবিদ্যালয়
author img

By

Published : Jul 19, 2019, 9:20 PM IST

Updated : Jul 19, 2019, 9:58 PM IST

নদিয়া, 19 জুলাই: তৃণমূল ছাত্র পরিষদ ও ABVP-র মধ্যে সংঘর্ষ নদিয়ার কল্যাণী মহাবিদ্যালয়ে ৷ অভিযোগ, TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি করে ABVP সমর্থকরা৷ জখম হয় তিন পড়ুয়া ৷ TMCP-র দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়৷

TMCP-র অভিযোগ, আজ সকালে কলেজ চত্বরে বহিরাগতদের নিয়ে ঢোকে ABVP সমর্থকরা ৷ ছিঁড়ে দেওয়া হয় তাদের পতাকা৷ এই নিয়ে বচসায় জড়ায় দু'পক্ষ ৷ এরপর কলেজের অধ্যক্ষ দুপক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন ৷

আরও পড়ুন : কাটমানি নিয়েছেন কাউন্সিলর, পোস্টার পড়ল শান্তিপুরে

অভিযোগ, এরপর পড়ুয়াদের কাউন্সেলিং চলার সময় পাশের রেললাইন থেকে পাথর ছোড়ে ABVP সমর্থকরা ৷ TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ৷ জখম হয় তারক হাওলাদার ও কার্তিক হাওলাদার নামে দুজন৷ বোমার আঘাতে এক ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে ৷ তাকে JNM হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও পড়ুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

TMCP-র অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কলেজে বহিরাগতদের নিয়ে এসে তাদের ভয় দেখাচ্ছিল ABVP ৷ আজ কাউন্সেলিং চলাকালীন কলেজে ভরতি হতে আসা পড়ুয়াদের মারধর করে তারা ৷ এই ঘটনার প্রতিবাদ করাতেই বোমাবাজি করা হয় ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ABVP ৷ তাদের পালটা অভিযোগ, TMCP-র দুষ্কৃতীরাই বোমাবাজি করে ৷ এই ঘটনায় জখম দুই ছাত্র তাদের সমর্থক বলে দাবি করেছে ABVP ৷

নদিয়া, 19 জুলাই: তৃণমূল ছাত্র পরিষদ ও ABVP-র মধ্যে সংঘর্ষ নদিয়ার কল্যাণী মহাবিদ্যালয়ে ৷ অভিযোগ, TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি করে ABVP সমর্থকরা৷ জখম হয় তিন পড়ুয়া ৷ TMCP-র দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়৷

TMCP-র অভিযোগ, আজ সকালে কলেজ চত্বরে বহিরাগতদের নিয়ে ঢোকে ABVP সমর্থকরা ৷ ছিঁড়ে দেওয়া হয় তাদের পতাকা৷ এই নিয়ে বচসায় জড়ায় দু'পক্ষ ৷ এরপর কলেজের অধ্যক্ষ দুপক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন ৷

আরও পড়ুন : কাটমানি নিয়েছেন কাউন্সিলর, পোস্টার পড়ল শান্তিপুরে

অভিযোগ, এরপর পড়ুয়াদের কাউন্সেলিং চলার সময় পাশের রেললাইন থেকে পাথর ছোড়ে ABVP সমর্থকরা ৷ TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ৷ জখম হয় তারক হাওলাদার ও কার্তিক হাওলাদার নামে দুজন৷ বোমার আঘাতে এক ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে ৷ তাকে JNM হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও পড়ুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

TMCP-র অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কলেজে বহিরাগতদের নিয়ে এসে তাদের ভয় দেখাচ্ছিল ABVP ৷ আজ কাউন্সেলিং চলাকালীন কলেজে ভরতি হতে আসা পড়ুয়াদের মারধর করে তারা ৷ এই ঘটনার প্রতিবাদ করাতেই বোমাবাজি করা হয় ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ABVP ৷ তাদের পালটা অভিযোগ, TMCP-র দুষ্কৃতীরাই বোমাবাজি করে ৷ এই ঘটনায় জখম দুই ছাত্র তাদের সমর্থক বলে দাবি করেছে ABVP ৷

Intro: এবিভিপি ছাত্র সংগঠন এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজিতে উত্তপ্ত নদীয়ার কল্যাণী মহাবিদ্যালয়। বোমের আঘাতে এক ছাত্রীর পায়ের অনেকটা মাংস উড়ে গেল।
সূত্রের খবর, কলেজ শুরু থেকেই আজ নতুন বর্ষের ছাত্র ছাত্রীদের ভর্তির জন্য কাউন্সিলিং চলছিল। সেই কারণে কল্যাণী থানার পুলিশ ও মজুদ ছিল। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এ বি ভি পি'র কয়েক জন দুষ্কৃতী তাদের লাগানো কয়েকটি পতাকা ছিড়ে ফেলে। এরপর পুলিশ এসে মহা বিদ্যালয়ের অধ্যাপক এর সাথে দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেয় বলে জানা যায়। অভিযোগ, কিছুক্ষণ পরেই কলেজের পিছনে রেল লাইনের কাছে বোমাবাজি শুরু হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন নতুন বর্ষে ভর্তি হতে আসা দুই ছাত্র তারক হাওলাদার এবং কার্তিক। বোমের আঘাতে এক ছাত্রীর পায়ের অনেকটা মাংস উড়ে যায়। গুরুতর জখম অবস্থায় দুই ছাত্রকে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই এ বি ভি পি'র দুষ্কৃতীরা বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে তৃণমূল ছাত্র সংগঠনের কর্মীদের ভয় দেখাচ্ছেন এবং মারধর করছেন। আজকেও কাউন্সিলিং চলাকালীন কিছু নতুন ছাত্র ছাত্রীদের তারা মারধর করে এবং রেল লাইনের পাথর ছুঁড়তে থাকে। আমরা এর প্রতিবাদ করলেই এবিভিপি দুষ্কৃতীরা বোমাবাজি করে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তোলা অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের অভিযোগ, তৃণমূল ছাত্র সংগঠনের দুষ্কৃতিরাই এই বোমাবাজি করেছে। দীর্ঘদিন ধরে কলেজে তারা তোলাবাজি এবং কাট মানি খেত। এবিভিপি ছাত্ররা তার প্রতিবাদ করার কারণেই এই হামলা। আহত দুই ছাত্র কে তারা উভয়েই নিজেদের সমর্থক বলে দাবি করেছেন।


Body:KALYANI COLLEGEConclusion:
Last Updated : Jul 19, 2019, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.