ETV Bharat / state

Cbi Visit Hanskhali Crematorium : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই - শ্মশানে সিবিআই

গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআইয়ের প্রতিনিধি দল ৷ চুল্লি থেকে সংগ্রহ করলেন নির্যাতিতার পোড়া জামা- কাপড়ের অবশিষ্টাংশ (Cbi Visit Hanskhali Crematorium) ৷

Cbi Visit Hanskhali Crematorium:
গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই
author img

By

Published : Apr 15, 2022, 9:11 PM IST

হাঁসখালি, 15 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের প্রমাণ খুঁজতে শ্মশানে সিবিআইয়ের প্রতিনিধি দল ৷ শুক্রবার নমুনা সংগ্রহ করতে শ্মশানে যান সিবিআই আধিকারিককা ৷ এদিন সেখানে গিয়ে চুল্লি থেকে পোড়া জামা কাপড়ের অবশিষ্টাংশ সংগ্রহ করেন নমুনা হিসাবে ৷ চুল্লির পাশে পড়ে থাকা অবশিষ্ট ছাই থেকে নমুনা সংগ্রহ করে সিবিআইয়ের ফরেনসিক দল (Cbi Visit Hanskhali Crematorium)।

গতকাল সিবিআইয়ের প্রতিনিধিদল মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে । নাবালিকার মা-বাবার সঙ্গে কথাও বলে । এরপরেই অভিযুক্ত সোহেল গোয়ালীর বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বাড়ি সিল করে দেন তদন্তকারীরা ।

গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই

আরও পড়ুন: Santiniketan Gang Rape : শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডের তদন্তে এডিজি এবং আইজি

উল্লেখ্য, হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণকাণ্ডের পর উত্তাল রাজ্য-রাজনীতি ৷ ঘটনার 5 দিন পর হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে । নাবালিকার পরিবারের অভিযোগ, প্রামাণ লেপাট করতে তাদের হুমকি দিয়ে কোনওরকম ডেট সার্টিফিকেট ছাড়াই শ্মশানে দাহ করা হয় দেহ । ঘটনার তদন্তভার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় ।

হাঁসখালি, 15 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের প্রমাণ খুঁজতে শ্মশানে সিবিআইয়ের প্রতিনিধি দল ৷ শুক্রবার নমুনা সংগ্রহ করতে শ্মশানে যান সিবিআই আধিকারিককা ৷ এদিন সেখানে গিয়ে চুল্লি থেকে পোড়া জামা কাপড়ের অবশিষ্টাংশ সংগ্রহ করেন নমুনা হিসাবে ৷ চুল্লির পাশে পড়ে থাকা অবশিষ্ট ছাই থেকে নমুনা সংগ্রহ করে সিবিআইয়ের ফরেনসিক দল (Cbi Visit Hanskhali Crematorium)।

গতকাল সিবিআইয়ের প্রতিনিধিদল মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে । নাবালিকার মা-বাবার সঙ্গে কথাও বলে । এরপরেই অভিযুক্ত সোহেল গোয়ালীর বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বাড়ি সিল করে দেন তদন্তকারীরা ।

গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই

আরও পড়ুন: Santiniketan Gang Rape : শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডের তদন্তে এডিজি এবং আইজি

উল্লেখ্য, হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণকাণ্ডের পর উত্তাল রাজ্য-রাজনীতি ৷ ঘটনার 5 দিন পর হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে । নাবালিকার পরিবারের অভিযোগ, প্রামাণ লেপাট করতে তাদের হুমকি দিয়ে কোনওরকম ডেট সার্টিফিকেট ছাড়াই শ্মশানে দাহ করা হয় দেহ । ঘটনার তদন্তভার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.