হাঁসখালি, 15 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়ি সিল করে দিল সিবিআই (CBI Seals Main Accused Sohail Gowali's House in Hanskhali Rape Case) ৷ এ দিন মৃত নাবালিকার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা’র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিবিআই এর আধিকারিকরা ৷ সেখানে সিবিআই আধিকারিকদের ঘটনার দিনের এবং তার পর থেকে ঘটে চলা সবকিছু সিবিআই আধিকারিকদের জানান তাঁরা ৷ অভিযোগ করা হয়, ঘটনার দিন তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ এর পর চিকিৎসকের মৃত্যু সংশাপত্র ছাড়াই তড়িঘড়ি নাবালিকার দেহ সৎকার করিয়ে দেওয়া হয় ৷
এ দিন নাবালিকার বাবা-মা’র সঙ্গে কথা বলার পর সিবিআই এর ডিজি’র নেতৃত্বাধীন তদন্তকারী দল মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়িতে যায় ৷ সেখানেই 5 মার্চ নারকীয় ঘটনা ঘটেছিল ৷ সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেশকিছু নমুনা সংগ্রহ করেন ৷ নমুন সংগ্রহের পর সিবিআই আধিকারিকরা সেখান থেকে চলে আসেন ৷ বেশ কিছুক্ষণ পর সিবিআই এর ডিজি এবং অন্যান্য আধিকারিকরা ফের ঘটনাস্থলে যান ৷ সেখানে গিয়ে তাঁরা অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়ি সিল করে দেন ৷
আরও পড়ুন : CBI Probe on Hanskhali Rape : হাঁসখালি গণধর্ষণের তদন্তে অভিযুক্তের বাড়ির দরজা ভাঙল সিবিআই
হাঁসখালির নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে ৷ তদন্তভার গ্রহণ করে ধৃতদের সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে ৷ অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ সিবিআই সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার করা নমুনার ফরেন্সিক পরীক্ষা করানো হবে ৷ তদন্তকারীদের ধারণা সেখান থেকে কোনও কোনও প্রমাণ তাঁদের হাতে উঠে আসবে ৷ অন্যদিকে, কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায়, খুশি মৃত নাবালিকার পরিবার ৷ তাঁদের ভয় দেখানোর যে অভিযোগ করা হয়েছে ৷ সেই ব্যাপারে মৃত নাবালিকার বাবা-মা’কে নিরাপত্তা দেওয়া হতে পারে ৷