হাঁসখালি, 14 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ নিয়ে উত্তাল গোটা রাজ্য ৷ বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে চার সদস্যের সিবিআইয়ের আরও একটি দল হাঁসখালির উদ্দেশ্যে রওনা দিল (Another CBI Team On way to Hanskhali) ৷ ইতিমধ্যেই বুধবার মধ্যরাতে একটি টিম হাঁসখালি থানায় পৌঁছেছে (CBI Reach Hanskhali to Investigate Minor Girl Gang Rape Case)। গতকালের ওই দলে দুই মহিলা আধিকারিক রয়েছেন ৷ তাঁরা হাঁসখালি থানা থেকে সমস্ত তথ্য, এফআইআরের কপি সংগ্রহ করেছেন ৷
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করবেন তাঁরা ৷ এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত, বাকি পুরো ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে। এ কারণে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে সূত্রের খবর ৷ পাশাপাশি থানা থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে, তা ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে মেইল করে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, এদিন সিবিআইয়ের প্রতিনিধিদল ওই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবে। এর পাশাপাশি যে শ্মশানে নির্যাতিতাকে দাহ করা হয়, সেখানে গিয়েও সিবিআই আধিকারিকরা তদন্ত করবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে ভাইরাল অডিয়ো, প্রকাশ্যে আরও এক অভিযুক্তের নাম
প্রসঙ্গত, জন্মদিনের পার্টিতে ডেকে 14 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করার ঘটনা ঘটে নদিয়ার হাঁসখালিতে । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সেই রাতেই ওই নাবালিকার মৃত্যু হয় । পরিবারের দাবি, প্রাণে মারার হুমকি দেখিয়ে তড়িঘড়ি শ্মশানে দাহ করে দেওয়া হয় ওই নাবালিকার মৃতদেহ । ঘটনার 5 দিন পর হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার (CBI Investigate in Hanskhali Rape) ।
তদন্ত নেমে হাঁসখালি থানার পুলিশ মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে গ্রেফতার করে । তাকে জিজ্ঞাসাবাদ করে প্রভাকর পদ্মার নামে তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ ।