কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের । গুরুতর আহত অবস্থায় ছয় যাত্রীকে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্ঘটনাটি কৃষ্ণনগরের ভীমপুর থানার কুলগাছি এলাকার ।
বুধবার দুপুর নাগাদ কৃষ্ণনগর মাঝদিয়া রুটের একটি যাত্রীবোঝাই বাস কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেয় । জানা গিয়েছে, ভীমপুর থানার কুলগাছির কাছে এসে রাস্তা খারাপ হওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে । বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয়রা । স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভীমপুর থানার পুলিশ । পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে যাত্রীদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাজদিয়া কৃষ্ণনগর রাজ্য সড়ক দীর্ঘদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘ দুই বছর ধরে কাজ বন্ধ । সেই কারণেই বেহালদশা রাস্তার । নিত্যদিন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রী থেকে শুরু করে বাস যাত্রীদের । যত দ্রুত সম্ভব যাতে রাস্তার কাজ সম্পন্ন করা হয়, তার দাবি জানিয়েছে বাসিন্দারা ।