ETV Bharat / state

যুবককে লক্ষ্য করে গুলি-ইট ছোড়ার অভিযোগ শান্তিপুরে - যুবককে লক্ষ্য করে গুলি ও ইঁট ছোঁড়ার অভিযোগ শান্তিপুরে

যুবককে গুলি ও ইট ছোড়ার অভিযোগ উঠল শান্তিপুরের কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে । তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা ।॥

bullet and bricks attacked on a young at shantipur
যুবককে লক্ষ্য করে গুলি ইঁট ছোঁড়ার অভিযোগ শান্তিপুরে
author img

By

Published : Aug 7, 2020, 5:27 PM IST

শান্তিপুর, 7 অগাস্ট : যুবককে লক্ষ্য করে গুলি । গুলি না লাগলে ইট ছুড়ে যুবককে আঘাত করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা । আহত যুবকের নাম বিশ্বজিৎ দাস । শান্তিপুর থানা এলাকার বড় বাজারের বাসিন্দা ।

জানা গেছে, গতকাল রাত 9 টা নাগাদ তিনি বাড়ির সামনে রাস্তার পাশে বসেছিলেন । তখন হঠাৎ কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে তার সামনে এসে দাঁড়ায় । বিশ্বজিৎকে তাদের মোটরবাইকে উঠতে বলে ।

অভিযোগ, বিশ্বজিৎ মোটরবাইকে উঠতে রাজি না হওয়ায় একটি রিভলভার বের করে প্রাণের ভয় দেখায় । বিশ্বজিৎ পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি, ইট ছোড়ে দুষ্কৃতীরা । গুলি শরীরে না লাগলেও ইটের আঘাতে জখম হয় যুবক ।

স্থানীয়রা গুলির শব্দে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । আহত অবস্থায় উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিশ্বজিৎ দাসের দাবি, তৃণমূল কংগ্রেস করি । সেই কারণেই আমার উপর হামলা হয়েছে । এর আগেও ওই দুষ্কৃতীরা আমাকে হুমকি দিয়েছিল ।

শান্তিপুর থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

শান্তিপুর, 7 অগাস্ট : যুবককে লক্ষ্য করে গুলি । গুলি না লাগলে ইট ছুড়ে যুবককে আঘাত করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা । আহত যুবকের নাম বিশ্বজিৎ দাস । শান্তিপুর থানা এলাকার বড় বাজারের বাসিন্দা ।

জানা গেছে, গতকাল রাত 9 টা নাগাদ তিনি বাড়ির সামনে রাস্তার পাশে বসেছিলেন । তখন হঠাৎ কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে তার সামনে এসে দাঁড়ায় । বিশ্বজিৎকে তাদের মোটরবাইকে উঠতে বলে ।

অভিযোগ, বিশ্বজিৎ মোটরবাইকে উঠতে রাজি না হওয়ায় একটি রিভলভার বের করে প্রাণের ভয় দেখায় । বিশ্বজিৎ পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি, ইট ছোড়ে দুষ্কৃতীরা । গুলি শরীরে না লাগলেও ইটের আঘাতে জখম হয় যুবক ।

স্থানীয়রা গুলির শব্দে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । আহত অবস্থায় উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিশ্বজিৎ দাসের দাবি, তৃণমূল কংগ্রেস করি । সেই কারণেই আমার উপর হামলা হয়েছে । এর আগেও ওই দুষ্কৃতীরা আমাকে হুমকি দিয়েছিল ।

শান্তিপুর থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.