রানাঘাট, 24 মে : টেলিফোন এক্সচেঞ্জ অফিস থেকে BSNL-এর এক অস্থায়ী কর্মীর মৃতদেহ উদ্ধার হল । মৃতের নাম সুদর্শন আচার্য(50) । নদিয়ার রানাঘাট থানার এরুলির ঘটনা ।
সুদর্শনবাবু BSNL-এর অস্থায়ী কর্মী ছিলেন । প্রতিদিনের মতো গতকালও এরুলির টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গেছিলেন তিনি । কিন্তু সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন স্ত্রী ও মেয়ে । এরপর আজ সকালে এক্সচেঞ্জ অফিস থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় রানাঘাট থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।
তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের । তবে তা মানতে চাইছেন না পরিবারের সদস্যরা ।