রানাঘাট, 5 মার্চ : দু'দিন আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা (Security Withdraw Jagannath Sarkar)। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি ৷ জগন্নাথ সরকার বলেন, "আমাকে না জানিয়ে নিরাপত্তাবাহিনী তুলে নেওয়া হয়েছে। আমার কোনও ক্ষতি হলে তার জন্য কেন্দ্র-রাজ্য দুই সরকারই দায়ী থাকবে।"
যেখানে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে দলেরই একজন গুরুত্বপূর্ণ সাংসদের নিরাপত্তা তুলে নেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। দীর্ঘদিন ধরেই বিজেপির মধ্যে বড়সড় গোষ্ঠীকোন্দল চলছে। তার জেরেই সম্ভবত রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।
আরও পড়ুন: তাহেরপুরে ভোট লুঠ করেছে বামফ্রন্ট, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের
এই বিষয়ে জগন্নাথ সরকার বলেন, "এটা খুবই দুঃখজনক ঘটনা । আমাকে না জানিয়েই নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে । এই বিষয়ে জানতে চাইলেও আমাকে কিছু জানানো হয়নি । কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকলে শাসকদল যেভাবে ছাপ্পা-রিগিং করেছে অনেকটাই আমি রুখে দিতে পারতাম ।" এর পাশাপাশি বিগত দিনে নিজের উপর আক্রমণের কথা তুলে এনে তিনি আরও বলেন, "আমি এর আগেও আক্রান্ত হয়েছি । মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে । আমি যদি আবারও আক্রান্ত হই তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়পক্ষই দায়ী থাকবে ।"