ETV Bharat / state

নদিয়ায় BJP নেতাকে বেধড়ক মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতাসহ দুই - police

BJP নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা ও তাঁর দুই অনুগামী ৷ নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা ৷

বগুলা এলাকায় পথ অবরোধ BJP-কর্মীদের
author img

By

Published : Aug 1, 2019, 12:21 PM IST

Updated : Aug 1, 2019, 3:08 PM IST

হাঁসখালি, 1 অগাস্ট : BJP নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা ও তাঁর দুই অনুগামী ৷ নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা ৷ ধৃত তৃণমূল নেতার নাম দীপঙ্কর বিশ্বাস (34) ৷ বাকি দুই তৃণমূল কর্মীর নাম সোনু সমাজদার (24) ও রাহুল প্রসাদ (21) ৷ দলীয় নেতাকে মারধরের প্রতিবাদে সকাল থেকে রাস্তা অবরোধ করেন BJP কর্মী সমর্থকরা ৷

গতকাল রাতে বগুলার BJP নেতা তিলক বর্মণকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সেসময় বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন তিলকবাবু ৷ আচমকা জনা 30 দুষ্কৃতী এসে তিলকবাবুর উপর হামলা চালায় ৷ রড এবং হকি স্টিক দিয়ে মারধর করা হয় ৷ তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ৷ যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ৷ মারধরের পর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : হাঁসখালির BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল

তিলক বর্মণের পরিবারের অভিযোগ, BJP করার কারণেই তাঁর উপর হামলা চালানো হয় ৷ হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় ৷ এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করেন BJP-র কর্মী সমর্থকরা ৷ পুলিশি আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তাঁরা । ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল নেতাসহ তাঁর দুই অনুগামীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ৷

হাঁসখালি, 1 অগাস্ট : BJP নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা ও তাঁর দুই অনুগামী ৷ নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা ৷ ধৃত তৃণমূল নেতার নাম দীপঙ্কর বিশ্বাস (34) ৷ বাকি দুই তৃণমূল কর্মীর নাম সোনু সমাজদার (24) ও রাহুল প্রসাদ (21) ৷ দলীয় নেতাকে মারধরের প্রতিবাদে সকাল থেকে রাস্তা অবরোধ করেন BJP কর্মী সমর্থকরা ৷

গতকাল রাতে বগুলার BJP নেতা তিলক বর্মণকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সেসময় বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন তিলকবাবু ৷ আচমকা জনা 30 দুষ্কৃতী এসে তিলকবাবুর উপর হামলা চালায় ৷ রড এবং হকি স্টিক দিয়ে মারধর করা হয় ৷ তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ৷ যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ৷ মারধরের পর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন : হাঁসখালির BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল

তিলক বর্মণের পরিবারের অভিযোগ, BJP করার কারণেই তাঁর উপর হামলা চালানো হয় ৷ হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় ৷ এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করেন BJP-র কর্মী সমর্থকরা ৷ পুলিশি আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তাঁরা । ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল নেতাসহ তাঁর দুই অনুগামীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ৷

Intro:বুধবার রাতে নদীয়ার হাঁসখালি থানার বগুলাতে বিজেপি নেতা তিলক বর্মন কে মারধর এবং এলাকায় গুলি চালানোর প্রতিবাদে সকাল থেকে অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থক রা। এলাকা থমথমে। কার্যত বন্ধের চেহারা নিয়েছে হাসখালি বগুলা এলাকা।
উল্লেখ্য, গতকাল রাত আটটা নাগাদ তিলক বর্মন বাড়ির সামনে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ তখনই আচমকাই কুড়ি 30 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তিলক বর্মন এর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও গুলি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর লোহার রড এবং হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তিলক বর্মন কে। মারধোর করার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিলক বর্মনের পরিবারের অভিযোগ, বিজেপি করার কারণেই হাসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। আর তারই প্রতিবাদে আজ আজ কালি রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।Body:HANSKHALI BJP ATTACKS Conclusion:
Last Updated : Aug 1, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.