হাঁসখালি, 1 অগাস্ট : BJP নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা ও তাঁর দুই অনুগামী ৷ নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা ৷ ধৃত তৃণমূল নেতার নাম দীপঙ্কর বিশ্বাস (34) ৷ বাকি দুই তৃণমূল কর্মীর নাম সোনু সমাজদার (24) ও রাহুল প্রসাদ (21) ৷ দলীয় নেতাকে মারধরের প্রতিবাদে সকাল থেকে রাস্তা অবরোধ করেন BJP কর্মী সমর্থকরা ৷
গতকাল রাতে বগুলার BJP নেতা তিলক বর্মণকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সেসময় বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন তিলকবাবু ৷ আচমকা জনা 30 দুষ্কৃতী এসে তিলকবাবুর উপর হামলা চালায় ৷ রড এবং হকি স্টিক দিয়ে মারধর করা হয় ৷ তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয় ৷ যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ৷ মারধরের পর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷
আরও পড়ুন : হাঁসখালির BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল
তিলক বর্মণের পরিবারের অভিযোগ, BJP করার কারণেই তাঁর উপর হামলা চালানো হয় ৷ হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় ৷ এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করেন BJP-র কর্মী সমর্থকরা ৷ পুলিশি আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তাঁরা । ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল নেতাসহ তাঁর দুই অনুগামীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ৷