ETV Bharat / state

করিমপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন BJP-র

আজ নদিয়ার করিমপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করল BJP  ৷

author img

By

Published : Aug 27, 2019, 6:52 PM IST

করিমপুর

করিমপুর, 27 অগাস্ট : প্রায় দেড় বছর আগে হয়েছিল পঞ্চায়েত ভোট । পেয়েছিল সংখ্যাগরিষ্ঠতাও ৷ আর আজ নদিয়ার করিমপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করল BJP ৷

পঞ্চায়েত ভোটে করিমপুর এক নম্বর পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 12টিতে জয় পায় BJP ৷ আটটিতে জেতে তৃণমূল ৷ নির্দল জেতে দুটি আসনে৷ কিন্তু, সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানে বোর্ড করতে পারেনি BJP ৷ তাদের অভিযোগ, জোর করে বোর্ড করতে দেয়নি তৃণমূল ৷ BDO-র তত্ত্বাবধানে চলছিল এই পঞ্চায়েত ৷ এরপর বাধ্য হয়ে হাইকোর্টে যায় BJP নেতৃত্ব ৷ বিচারপতি নির্দেশ দেন, ছ'সপ্তাহের মধ্যে বোর্ড গঠন করতে হবে সেখানে ৷ সেইমতো আজ সেখানে ভোট হয় ৷ আর তাতে জিতে বোর্ড গঠন করে BJP ৷ প্রধান নির্বাচিত হন BJP-র মনীষা মালাকার ৷ উপপ্রধান হন BJP-রই সোমা ভট্টাচার্য ।

বোর্ড গঠন ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে প্রস্তুত ছিল প্রশাসন ৷ মোতায়েন করা হয়েছিল পুলিশ ।

করিমপুর, 27 অগাস্ট : প্রায় দেড় বছর আগে হয়েছিল পঞ্চায়েত ভোট । পেয়েছিল সংখ্যাগরিষ্ঠতাও ৷ আর আজ নদিয়ার করিমপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করল BJP ৷

পঞ্চায়েত ভোটে করিমপুর এক নম্বর পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 12টিতে জয় পায় BJP ৷ আটটিতে জেতে তৃণমূল ৷ নির্দল জেতে দুটি আসনে৷ কিন্তু, সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানে বোর্ড করতে পারেনি BJP ৷ তাদের অভিযোগ, জোর করে বোর্ড করতে দেয়নি তৃণমূল ৷ BDO-র তত্ত্বাবধানে চলছিল এই পঞ্চায়েত ৷ এরপর বাধ্য হয়ে হাইকোর্টে যায় BJP নেতৃত্ব ৷ বিচারপতি নির্দেশ দেন, ছ'সপ্তাহের মধ্যে বোর্ড গঠন করতে হবে সেখানে ৷ সেইমতো আজ সেখানে ভোট হয় ৷ আর তাতে জিতে বোর্ড গঠন করে BJP ৷ প্রধান নির্বাচিত হন BJP-র মনীষা মালাকার ৷ উপপ্রধান হন BJP-রই সোমা ভট্টাচার্য ।

বোর্ড গঠন ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে প্রস্তুত ছিল প্রশাসন ৷ মোতায়েন করা হয়েছিল পুলিশ ।

Intro:প্রায় দেড় বছর হতে চললো পঞ্চায়েত ভোট হয়ে গেছে। ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন বিজেপি। কিন্তু শাসক দলের রোষে পড়ে বোর্ড গঠন করতে পেরেছিল না। অবশেষে নিরুপায় হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের নির্দেশে প্রায় 16 মাস পর পঞ্চায়েতের ভোট গঠন করল বিজেপি। নদিয়ার করিমপুর থানার একনম্বর পঞ্চায়েতের ঘটনা।
উল্লেখ্য, নদীয়ার করিমপুরে আসন সংখ্যা 22 টি। যার মধ্যে পঞ্চায়েত ভোটে বিজেপির দখলে ছিল 12 টি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিলেন 8 টি, নির্দলের হয়ে জিতেছিলেন দুটি আসন। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপির দখলে। অভিযোগ, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানে বলপূর্বক বোর্ড গঠন করতে দিচ্ছিল না। যার কারণে এতদিন ভিডিওর তত্ত্বাবধানে চলতো করিমপুর 1 নম্বর পঞ্চায়েত অফিস। যার পরিপ্রেক্ষিতে জেলা বিজেপি নেতৃত্ব হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট নির্দেশ দেন 6 সপ্তাহের মধ্যে করিমপুর পঞ্চায়েতের বোর্ড গঠন করাতে হবে। সেইমতো জেলা প্রশাসন তিন সপ্তাহের মাথায় করিমপুর 1 নম্বর পঞ্চায়েত ভোট গঠন করালেন। অবশেষে ভোটাভুটিতে বিজেপি বোর্ড গঠন করল। করিমপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপির মনীষা মালাকার এবং উপপ্রধান হলেন বিজেপির সোমা ভট্টাচার্য। ভোট গঠন ঘিরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। যদিও সুস্থভাবেই বোর্ড গঠন হয়েছে বলে জানা গেছে। বোর্ড গঠনের পর বিজেপি কর্মীরা বিজয় উৎসব করেন।Body:KORIMPUR BJPConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.