করিমপুর, 27 অগাস্ট : প্রায় দেড় বছর আগে হয়েছিল পঞ্চায়েত ভোট । পেয়েছিল সংখ্যাগরিষ্ঠতাও ৷ আর আজ নদিয়ার করিমপুর এক নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করল BJP ৷
পঞ্চায়েত ভোটে করিমপুর এক নম্বর পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 12টিতে জয় পায় BJP ৷ আটটিতে জেতে তৃণমূল ৷ নির্দল জেতে দুটি আসনে৷ কিন্তু, সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানে বোর্ড করতে পারেনি BJP ৷ তাদের অভিযোগ, জোর করে বোর্ড করতে দেয়নি তৃণমূল ৷ BDO-র তত্ত্বাবধানে চলছিল এই পঞ্চায়েত ৷ এরপর বাধ্য হয়ে হাইকোর্টে যায় BJP নেতৃত্ব ৷ বিচারপতি নির্দেশ দেন, ছ'সপ্তাহের মধ্যে বোর্ড গঠন করতে হবে সেখানে ৷ সেইমতো আজ সেখানে ভোট হয় ৷ আর তাতে জিতে বোর্ড গঠন করে BJP ৷ প্রধান নির্বাচিত হন BJP-র মনীষা মালাকার ৷ উপপ্রধান হন BJP-রই সোমা ভট্টাচার্য ।
বোর্ড গঠন ঘিরে কোনওরকম অশান্তি এড়াতে প্রস্তুত ছিল প্রশাসন ৷ মোতায়েন করা হয়েছিল পুলিশ ।