হাঁসখালি, 11 এপ্রিল : নদিয়ার হাঁসখালিতে ধর্ষণে নাবালিকার মৃত্যু ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে চলছে 12 ঘণ্টার বনধ (BJP Bandh At Hanskhali)। সকাল থেকেই গোটা হাঁসখালি জুড়ে দোকানপাট বন্ধ । বনধের সমর্থনে বিজেপি কর্মীরা পতাকা হাতে পথে নেমেছেন ।
গত 5 এপ্রিল নদিয়ার হাঁসখালি থানা এলাকার শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গোয়ালির ছেলে সোহেল গোয়ালি । অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রবিবার সকালে ওই নাবালিকার মৃত্যু হয় । অভিযোগ, এরপরই প্রমাণ লোপাটের জন্য নাবালিকাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয় । শুধু তাই নয়, পরবর্তীকালে যাতে কোনও প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান চত্বর ধুয়ে ফেলা হয় । এরপরই দু'দিন আগে নাবালিকার পরিবারের তরফ থেকে হাঁসখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল গোয়ালীকে গ্রেফতার করে পুলিশ ।
এই ঘটনার প্রতিবাদে আজ 12 ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয় হাঁসখালি বিজেপির তরফ থেকে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে বনধের সমর্থনে । সকাল থেকে দোকানপাট বন্ধ গোটা হাঁসখালি জুড়ে । হাতেগোনা কয়েকটি দোকান খুললেও বিজেপি কর্মীরা সেগুলি বন্ধ করার অনুরোধ জানান দোকানদারদের ৷