ETV Bharat / state

মমতার মাথা খারাপ হয়ে গিয়েছে, ভুলভাল বকছেন; মন্তব্য মুকুলের - কৃষ্ণনগর উত্তর

নন্দীগ্রামে শুভেন্দু বিপুল ভোটে জয়ী হবেন ৷ আত্মবিশ্বাসী মুকুল রায় ৷

মুকুল রায়
মুকুল রায়
author img

By

Published : Apr 3, 2021, 3:36 PM IST

কৃষ্ণনগর, 3 এপ্রিল : নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবেন ৷ সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে ৷ তাই ভুলভাল বকছেন । আজ নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় জলঙ্গি নদী পরিষ্কার করার একটি অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমোকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ।

উল্লেখ্য, চলতি ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মুকুল রায়কে প্রার্থী করেছে বিজেপি । প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কৃষ্ণনগর উত্তরের বিভিন্ন এলাকায় প্রচার করছেন মুকুল রায় । আজ কৃষ্ণনগর উত্তর বিধানসভার ঘূর্ণি এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে ৷ তাই ভুলভাল বকছেন । নন্দীগ্রামে শুভেন্দু বিপুল ভোটে জয়লাভ করবেন, এটা নিশ্চিত ।"

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, এমনটাই বলছেন মুকুল রায়

আরও পড়ুন : মমতা বিদায় নিচ্ছেন... মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মুকুল

কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী করেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে । সেই প্রসঙ্গে তিনি বলেন, "কৌশানি আমার মেয়ের বয়সি । ওর ভাল হোক, এটা আমি চাই । ও যা বলে খুশি হয়, বলুক । কিন্তু নিজেই জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী ।"

কৃষ্ণনগর, 3 এপ্রিল : নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবেন ৷ সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে ৷ তাই ভুলভাল বকছেন । আজ নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় জলঙ্গি নদী পরিষ্কার করার একটি অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমোকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ।

উল্লেখ্য, চলতি ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মুকুল রায়কে প্রার্থী করেছে বিজেপি । প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কৃষ্ণনগর উত্তরের বিভিন্ন এলাকায় প্রচার করছেন মুকুল রায় । আজ কৃষ্ণনগর উত্তর বিধানসভার ঘূর্ণি এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে ৷ তাই ভুলভাল বকছেন । নন্দীগ্রামে শুভেন্দু বিপুল ভোটে জয়লাভ করবেন, এটা নিশ্চিত ।"

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, এমনটাই বলছেন মুকুল রায়

আরও পড়ুন : মমতা বিদায় নিচ্ছেন... মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মুকুল

কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী করেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে । সেই প্রসঙ্গে তিনি বলেন, "কৌশানি আমার মেয়ের বয়সি । ওর ভাল হোক, এটা আমি চাই । ও যা বলে খুশি হয়, বলুক । কিন্তু নিজেই জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.