ETV Bharat / state

রাহুল গান্ধি পর্যটক রাজনীতিক, কটাক্ষ অমিত শাহের

author img

By

Published : Apr 16, 2021, 4:11 PM IST

নদিয়াক তেহট্টে শুক্রবার নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ ওই সভা থেকে তিনি নাম না করে আক্রমণ করেন রাহুল গান্ধিকে ৷ রাহুলকে ‘পর্যটক রাজনীতিক’ বলেও কটাক্ষ করেন তিনি ৷

রাহুল গান্ধি পর্যটক রাজনীতিক, কটাক্ষ অমিত শাহের
রাহুল গান্ধি পর্যটক রাজনীতিক, কটাক্ষ অমিত শাহের

তেহট্ট, 16 এপ্রিল : এবার বঙ্গের ভোটে কংগ্রেস প্রবল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দলের জাতীয়স্তরের নেতাদের সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না ৷ চার দফার ভোট মিটে যাওয়ার পর গত বুধবার বাংলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন রাহুল গান্ধি ৷ উত্তরবঙ্গে দু’টি জনসভাও করেন তিনি ৷

আর তিনি প্রচারে নামতেই বিজেপি তাঁর বিরুদ্ধে আক্রমণে সুর চড়াল ৷ বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাহুলকে ‘পর্যটক রাজনীতিক’ বলে কটাক্ষ করলেন ৷ এদিন নদিয়ার তেহট্টে নির্বাচনী জনসভায় হাজির হয়েছিলেন অমিত শাহ ৷ সেই সভা থেকেই তিনি রাহুল গান্ধির উদ্দেশ্যে ছুঁড়ে দেন কটাক্ষ ৷

তবে একবারও তিনি রাহুল গান্ধির নাম মুখে আনেননি ৷ বরং বলেছেন, ‘‘একজন পর্যটক রাজনীতিক বাংলার পুরো নির্বাচনটাই কার্যত শেষ হয়ে যাওয়ার পর এসে হাজির হয়েছেন ৷ আর তিনি আমাদের ডিএনএ সম্পর্কে প্রশ্ন তুলছেন ৷’’

এর পর অমিত শাহ বিজেপির ‘ডিএনএ’-তে কী আছে, তা নিয়ে ব্যাখ্যাও করেছেন ৷ বলেছেন, ‘‘বিজেপি-র ডিএনএ হল উন্নয়ন, জাতীয়তাবাদ এবং আত্মনির্ভর ভারত ৷’’

আরও পড়ুন : বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

তবে শুধু রাহুল গান্ধি নন, এদিন তেহট্টের সভা থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করেছেন অমিত শাহ ৷

তেহট্ট, 16 এপ্রিল : এবার বঙ্গের ভোটে কংগ্রেস প্রবল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দলের জাতীয়স্তরের নেতাদের সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না ৷ চার দফার ভোট মিটে যাওয়ার পর গত বুধবার বাংলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন রাহুল গান্ধি ৷ উত্তরবঙ্গে দু’টি জনসভাও করেন তিনি ৷

আর তিনি প্রচারে নামতেই বিজেপি তাঁর বিরুদ্ধে আক্রমণে সুর চড়াল ৷ বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাহুলকে ‘পর্যটক রাজনীতিক’ বলে কটাক্ষ করলেন ৷ এদিন নদিয়ার তেহট্টে নির্বাচনী জনসভায় হাজির হয়েছিলেন অমিত শাহ ৷ সেই সভা থেকেই তিনি রাহুল গান্ধির উদ্দেশ্যে ছুঁড়ে দেন কটাক্ষ ৷

তবে একবারও তিনি রাহুল গান্ধির নাম মুখে আনেননি ৷ বরং বলেছেন, ‘‘একজন পর্যটক রাজনীতিক বাংলার পুরো নির্বাচনটাই কার্যত শেষ হয়ে যাওয়ার পর এসে হাজির হয়েছেন ৷ আর তিনি আমাদের ডিএনএ সম্পর্কে প্রশ্ন তুলছেন ৷’’

এর পর অমিত শাহ বিজেপির ‘ডিএনএ’-তে কী আছে, তা নিয়ে ব্যাখ্যাও করেছেন ৷ বলেছেন, ‘‘বিজেপি-র ডিএনএ হল উন্নয়ন, জাতীয়তাবাদ এবং আত্মনির্ভর ভারত ৷’’

আরও পড়ুন : বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

তবে শুধু রাহুল গান্ধি নন, এদিন তেহট্টের সভা থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করেছেন অমিত শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.