ETV Bharat / state

বনদপ্তরের উদ্যোগে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে শুরু সৌন্দর্যায়নের কাজ

আগাছা পরিষ্কার করে ফুল ও বাহারি পাতার গাছ দিয়ে সাজানো হচ্ছে উদ্যানটি ৷ তৈরি করা হচ্ছে ক্যাফাটেরিয়া, পিকনিক স্পট ও শিশু উদ্যান ৷

Shantipur Rastriya Uddyan
শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান
author img

By

Published : Jan 6, 2020, 5:42 PM IST

শান্তিপুর, 6 জানুয়ারি : সূচনালগ্ন থেকেই হেলায় পড়েছিল নদিয়ার শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান ৷ আগাছা ও জঙ্গলে ভরে গেছিল চারপাশ ৷ সম্প্রতি রাজ্য বনদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ ৷ পর্যটকদের টানতে তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া, পিকনিক স্পট ও শিশু উদ্যান ৷

প্রায় পাঁচ দশক আগে তৈরি হলেও অবহেলায় পড়েছিল উদ্যানটি ৷ এখন বনদপ্তরের উদ্যোগে আগাছা পরিষ্কার করে ফুল ও বাহারি পাতার গাছ দিয়ে সাজানো হচ্ছে ৷ উদ্যানের ভিতরের একটি পুকুর রয়েছে ৷ পুকুরটি পরিষ্কার করে চারপাশ বাঁধিয়ে দেওয়া হয়েছে ৷ পুকুরের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে ৷ ভিতরে একটি নতুন শিশু উদ্যান তৈরি করা হয়েছে ৷ সেখানে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থাও করা হয়েছে ৷ তৈরি করা হয়েছে পিকনিক স্পট ৷

beautification of Shantipur Rastriya Uddyan by Forest Department
চলছে সৌন্দর্যায়নের কাজ

শান্তিপুরের চেয়ারম্যান অজয় দে বলেন, "আমরা বনদপ্তরের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়েছি । ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে ৷ আরও নতুন ভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলানো হচ্ছে । রাষ্ট্রীয় উদ্যানের ভেতর একটি ট্রেন ও একটি পাখিরালয় তৈরির জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে । তিনি 10 জানুয়ারি উদ্যান পরিদর্শনে আসবেন । আমরা চাইব যাতে আরও নতুনভাবে সাজিয়ে তুলতে পারি উদ্যানটিকে ৷"

beautification of Shantipur Rastriya Uddyan by Forest Department
পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে

আশা সৌন্দার্যায়ন বৃদ্ধির ফলে পর্যটকদের উৎসাহ বাড়বে ৷ মানুষ ভিড় জমাবে ৷

শান্তিপুর, 6 জানুয়ারি : সূচনালগ্ন থেকেই হেলায় পড়েছিল নদিয়ার শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান ৷ আগাছা ও জঙ্গলে ভরে গেছিল চারপাশ ৷ সম্প্রতি রাজ্য বনদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ ৷ পর্যটকদের টানতে তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া, পিকনিক স্পট ও শিশু উদ্যান ৷

প্রায় পাঁচ দশক আগে তৈরি হলেও অবহেলায় পড়েছিল উদ্যানটি ৷ এখন বনদপ্তরের উদ্যোগে আগাছা পরিষ্কার করে ফুল ও বাহারি পাতার গাছ দিয়ে সাজানো হচ্ছে ৷ উদ্যানের ভিতরের একটি পুকুর রয়েছে ৷ পুকুরটি পরিষ্কার করে চারপাশ বাঁধিয়ে দেওয়া হয়েছে ৷ পুকুরের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে ৷ ভিতরে একটি নতুন শিশু উদ্যান তৈরি করা হয়েছে ৷ সেখানে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থাও করা হয়েছে ৷ তৈরি করা হয়েছে পিকনিক স্পট ৷

beautification of Shantipur Rastriya Uddyan by Forest Department
চলছে সৌন্দর্যায়নের কাজ

শান্তিপুরের চেয়ারম্যান অজয় দে বলেন, "আমরা বনদপ্তরের সঙ্গে কথা বলে সহযোগিতা চেয়েছি । ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে ৷ আরও নতুন ভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলানো হচ্ছে । রাষ্ট্রীয় উদ্যানের ভেতর একটি ট্রেন ও একটি পাখিরালয় তৈরির জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে । তিনি 10 জানুয়ারি উদ্যান পরিদর্শনে আসবেন । আমরা চাইব যাতে আরও নতুনভাবে সাজিয়ে তুলতে পারি উদ্যানটিকে ৷"

beautification of Shantipur Rastriya Uddyan by Forest Department
পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে

আশা সৌন্দার্যায়ন বৃদ্ধির ফলে পর্যটকদের উৎসাহ বাড়বে ৷ মানুষ ভিড় জমাবে ৷

Intro:শুরু থেকেই অবহেলায় পড়ে ছিল রাষ্ট্রীয় উদ্যান, উদ্যানের ভিতরের চারিপাশ ছিল জঙ্গল এবং আগাছায় ভর্তি। বনদপ্তর এর উদ্যোগে সৌন্দর্যৈ ভরিয়ে তোলা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যান। তৈরি হচ্ছে ক্যাফেটেরিয়া পিকনিক স্পট সহ শিশু উদ্যান। 50 বছরেরও বেশি দিনের পুরনো নদীয়ার শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যান। উদ্যানটি তৈরি হওয়ার পর আর কোনো উন্নয়ন হয়নি। অবহেলায় আগাছার বাড়বাড়ন্তে জঙ্গলে পরিণত হয়েছিল রাষ্ট্রীয় উদ্যানটি। পরিকল্পনামাফিক নতুনভাবে রাষ্ট্রীয় উদ্যান টি সাজিয়ে তোলার জন্য বনদপ্তর উদ্যোগ নিয়েছে। সেইমতো ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। নতুন ভাবে তৈরি করা হচ্ছে প্রায় 7 টি পিকনিক স্পট। তৈরি হয়েছে একটি ক্যাফেটেরিয়া। নতুনভাবে তৈরি করা হয়েছে গোলাপ তৈরীর জন্য জাল দিয়ে ঘেরা একটি জায়গা। রাষ্ট্রীয় উদ্যানের ভেতর রয়েছে একটি পুকুর। পাশেই সাজিয়ে তোলা হয়েছে শিশু উদ্যান। শিশুদের জন্য রাখা হয়েছে খেলার জন্য বিভিন্ন যন্ত্রপাতি। পাশের পুকুরে যাতে বাচ্চারা না পড়ে যায় তার জন্য পুকুরে চারিপাশে রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুকুরের চারিপাশে যাতে সকলে এসে বসতে পারে তার জন্য প্রায় 12 টি বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। বনদপ্তর কর্মীদের দাবি, প্রায় ভুতুড়ে বাড়ি মতো হয়ে ছিল এই রাষ্ট্রীয় উদ্যান। মানুষজন এখানে আসলেও সেভাবে আগ্রহ দেখাতো না। উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধির ফলে মানুষের মধ্যে এই রাষ্ট্রীয় উদ্যানের আশা চাহিদা এবং উৎসাহ বাড়বে এটা নিশ্চিত। শান্তিপুরের পৌরপতি অজয় দে বলেন, আমরা বনদপ্তর এর সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা চেয়েছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে সেখানে। আরো নতুন ভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলানো হচ্ছে। রাষ্ট্রীয় উদ্যানের ভেতর একটি ট্রেন এবং একটি পাখিরালয় করে তোলা যায় তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। যদিও তিনি আগামী 10 ই জানুয়ারি এই রাষ্ট্রে উদ্যানটি পরিদর্শনে আসবেন। আমরা চাইব যাতে আরো নতুন ভাবে সাজিয়ে তুলতে পারি এই রাষ্ট্রীয় উদ্যান।


Body:SANTIPUR GARDEN


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.