ETV Bharat / state

Attack on Writer: প্রতিবাদী কবিতা লিখে আক্রান্ত সাহিত্যিক, অভিযোগের তির তৃণমূলের দিকে - কবি

পঞ্চায়েত ভোট নিয়ে প্রতিবাদী কবিতা লিখে আক্রান্ত হলেন এক সাহিত্যিক ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গলায় দড়ি বটতলার এলাকায় ৷

ETV Bharat
কল্লোল সরকার
author img

By

Published : Jul 28, 2023, 4:41 PM IST

Updated : Jul 28, 2023, 4:59 PM IST

কল্লোল সরকারের বক্তব্য

শান্তিপুর, 28 জুলাই: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে একটি প্রতিবাদী কবিতা লিখেছিলেন ৷ সেই কারণেই এক সাহিত্যিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আক্রান্ত ব্যক্তির নাম কল্লোল সরকার ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকার ৷ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন নিগৃহীত ব্যক্তি ৷ বৃহস্পতিবার তাঁর উপর হামলা হয় বলে দাবি কল্লোল সরকার নামে ওই সাহিত্যিকের ৷

কল্লোল সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার কলকাতা থেকে ফেরার সময় শান্তিপুরে গলায় দড়ি বটতলার এলাকায় বেশ কিছু দুষ্কৃতী তার ওপর আক্রমণ চালায় । মারধর করা হয় তাঁকে ৷ হামলাকারীরা বাইকে চড়ে এসেছিল ৷ তাদের মধ্যে 2 জন তৃণমূল কর্মীকে তিনি চিনতে পেরেছেন ৷ কল্লোলবাবুর দাবি, পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে সোশাল মিডিয়ায় তিনি একটি কবিতা পোস্ট করেছিলেন ৷ তাই নিয়েই শোরগোল পড়ে যায় ৷ তারপর থেকে শাসকদলের তরফে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল ৷ বলা হয়েছিল, বেশি বাড়াবাড়ি না করতে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে জয়ী কৃষ্ণচন্দ্রপুরের চার প্রার্থীকে অপহরণের অভিযোগ, হাইকোর্টে সিপিএমের কান্তি

বৃহস্পতিবার ঘটনার পরেই শান্তিপুর থানার দ্বারস্থ হন কল্লোল সরকার ৷ হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । আক্রান্ত ব্যক্তি আরও জানান, এলাকাবাসী সেখান থেকে উদ্ধার করে তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই কবি কল্লোল সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন । কল্লোলবাবু জানিয়েছেন, তাঁর কবিতার মধ্য দিয়ে ভোটের বাস্তব চিত্র তুলে ধরার কারণেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি । প্রতিবাদী এই কবির আক্রান্ত হওয়ার খবরে নিন্দায় সরব হয়েছেন অনেকে ৷

আরও পড়ুন: বিরোধী দলের প্রার্থীদের ব্যালট বিকৃত করেছেন বিডিও, এসডিও; রিপোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির

সাহিত্যিকের উপর এই হামলার ঘটনার নিন্দা করেছেন রানাঘাটের তৃণমূল নেতা তথা জেলা আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী ৷ তিনি বলেন, "আমরাও এই ঘটনার নিন্দা করছি ৷ কিন্তু এরসঙ্গে তৃণমূলের যোগ কতটা, তা স্পষ্ট নয় ৷ এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে ৷" প্রশাসন ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করুক, এই দাবিও জানান তিনি ৷

গত 8 জুলাই ছিল পঞ্চায়েত ভোট ৷ পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যে ভোট হিংসার ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে প্রায় 50 জনের ৷ এই হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও ৷ মামলাও হয়েছে আদালতে ৷ এবার বিষয়টি নিয়ে সরব হওয়ায় এক সাহিত্যিকের উপর হামলার অভিযোগ উঠল ৷

কল্লোল সরকারের বক্তব্য

শান্তিপুর, 28 জুলাই: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে একটি প্রতিবাদী কবিতা লিখেছিলেন ৷ সেই কারণেই এক সাহিত্যিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আক্রান্ত ব্যক্তির নাম কল্লোল সরকার ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকার ৷ ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন নিগৃহীত ব্যক্তি ৷ বৃহস্পতিবার তাঁর উপর হামলা হয় বলে দাবি কল্লোল সরকার নামে ওই সাহিত্যিকের ৷

কল্লোল সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার কলকাতা থেকে ফেরার সময় শান্তিপুরে গলায় দড়ি বটতলার এলাকায় বেশ কিছু দুষ্কৃতী তার ওপর আক্রমণ চালায় । মারধর করা হয় তাঁকে ৷ হামলাকারীরা বাইকে চড়ে এসেছিল ৷ তাদের মধ্যে 2 জন তৃণমূল কর্মীকে তিনি চিনতে পেরেছেন ৷ কল্লোলবাবুর দাবি, পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে সোশাল মিডিয়ায় তিনি একটি কবিতা পোস্ট করেছিলেন ৷ তাই নিয়েই শোরগোল পড়ে যায় ৷ তারপর থেকে শাসকদলের তরফে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল ৷ বলা হয়েছিল, বেশি বাড়াবাড়ি না করতে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে জয়ী কৃষ্ণচন্দ্রপুরের চার প্রার্থীকে অপহরণের অভিযোগ, হাইকোর্টে সিপিএমের কান্তি

বৃহস্পতিবার ঘটনার পরেই শান্তিপুর থানার দ্বারস্থ হন কল্লোল সরকার ৷ হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । আক্রান্ত ব্যক্তি আরও জানান, এলাকাবাসী সেখান থেকে উদ্ধার করে তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরেই কবি কল্লোল সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন । কল্লোলবাবু জানিয়েছেন, তাঁর কবিতার মধ্য দিয়ে ভোটের বাস্তব চিত্র তুলে ধরার কারণেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি । প্রতিবাদী এই কবির আক্রান্ত হওয়ার খবরে নিন্দায় সরব হয়েছেন অনেকে ৷

আরও পড়ুন: বিরোধী দলের প্রার্থীদের ব্যালট বিকৃত করেছেন বিডিও, এসডিও; রিপোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির

সাহিত্যিকের উপর এই হামলার ঘটনার নিন্দা করেছেন রানাঘাটের তৃণমূল নেতা তথা জেলা আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী ৷ তিনি বলেন, "আমরাও এই ঘটনার নিন্দা করছি ৷ কিন্তু এরসঙ্গে তৃণমূলের যোগ কতটা, তা স্পষ্ট নয় ৷ এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে ৷" প্রশাসন ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করুক, এই দাবিও জানান তিনি ৷

গত 8 জুলাই ছিল পঞ্চায়েত ভোট ৷ পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যে ভোট হিংসার ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে প্রায় 50 জনের ৷ এই হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও ৷ মামলাও হয়েছে আদালতে ৷ এবার বিষয়টি নিয়ে সরব হওয়ায় এক সাহিত্যিকের উপর হামলার অভিযোগ উঠল ৷

Last Updated : Jul 28, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.