ETV Bharat / state

House Wife Murder In Shantipur: বধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা - House Wife Murder In Shantipur

শান্তিপুরে বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ পলাতক স্বামী-সহ অন্যান্য অভিযুক্তরা ৷ বধূর বাপেরবাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ (House Wife Murder In Shantipur) ৷

House Wife Murder In Shantipur
বধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা
author img

By

Published : Apr 23, 2022, 2:55 PM IST

শান্তিপুর, 23 এপ্রিল : বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ শান্তিপুরের মানিকনগর চর এলাকার ঘটনা ৷ মৃতের নাম শর্মিষ্ঠা বিবি (27)৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (House Wife Murder In Shantipur) ৷

জানা গিয়েছে, রোজা চলায় প্রতিবেশী এক মহিলার সঙ্গে নামাজ পড়তে যেতেন শর্মিষ্ঠাবিবি ৷ কিন্তু গতকাল ওই প্রতিবেশী মহিলার সঙ্গে নামাজ পড়তে না যাওয়ায় তাঁর সন্দেহ হয় ৷ তখনও তিনি ও অন্যান্য প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন কাঁথা চাপা অবস্থায় পড়ে আছেন ওই বধূ ৷ সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন শান্তিপুর থানায় ৷ পুলিশ এসে ওই শর্মিষ্ঠাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: woman's dead body recovered: খাটের নিচে অর্ধনগ্ন বধূর দেহ, আড়াই বছরের মেয়ের কান্নায় জানলেন প্রতিবেশীরা

শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গায় বাপেরবাড়ি ওই বধূর ৷ 6 বছর আগে শান্তিপুর থানা এলাকার মানিকনগর চর এলাকার হাসান শেখের সঙ্গে বিয়ে হয় শর্মিষ্ঠার । মৃতের বাপেরবাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার চালাত স্বামী হাসান সেখ ও পরিবারের অন্যান্য সদস্যরা ৷ এদিন ওই বধূকে খুন করে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘরের মধ্যে ফেলে রাখে ৷ প্রমাণ লোপাট করতে প্রতিবেশীরা টের পাওয়ার আগেই ওই গৃহবধূকে গঙ্গায় ফেলে দেওয়ার মতলবে ছিল অভিযুক্তরা ৷ যদিও তার আগেই জানতে পেরে যান প্রতিবেশীরা । শনিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

শান্তিপুর, 23 এপ্রিল : বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ শান্তিপুরের মানিকনগর চর এলাকার ঘটনা ৷ মৃতের নাম শর্মিষ্ঠা বিবি (27)৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (House Wife Murder In Shantipur) ৷

জানা গিয়েছে, রোজা চলায় প্রতিবেশী এক মহিলার সঙ্গে নামাজ পড়তে যেতেন শর্মিষ্ঠাবিবি ৷ কিন্তু গতকাল ওই প্রতিবেশী মহিলার সঙ্গে নামাজ পড়তে না যাওয়ায় তাঁর সন্দেহ হয় ৷ তখনও তিনি ও অন্যান্য প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন কাঁথা চাপা অবস্থায় পড়ে আছেন ওই বধূ ৷ সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন শান্তিপুর থানায় ৷ পুলিশ এসে ওই শর্মিষ্ঠাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: woman's dead body recovered: খাটের নিচে অর্ধনগ্ন বধূর দেহ, আড়াই বছরের মেয়ের কান্নায় জানলেন প্রতিবেশীরা

শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গায় বাপেরবাড়ি ওই বধূর ৷ 6 বছর আগে শান্তিপুর থানা এলাকার মানিকনগর চর এলাকার হাসান শেখের সঙ্গে বিয়ে হয় শর্মিষ্ঠার । মৃতের বাপেরবাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার চালাত স্বামী হাসান সেখ ও পরিবারের অন্যান্য সদস্যরা ৷ এদিন ওই বধূকে খুন করে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘরের মধ্যে ফেলে রাখে ৷ প্রমাণ লোপাট করতে প্রতিবেশীরা টের পাওয়ার আগেই ওই গৃহবধূকে গঙ্গায় ফেলে দেওয়ার মতলবে ছিল অভিযুক্তরা ৷ যদিও তার আগেই জানতে পেরে যান প্রতিবেশীরা । শনিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.