ETV Bharat / state

বেথুডহরিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু একজনের - অসতর্কতা

অসাবধান হয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ নদিয়ার বেথুয়াডহরির স্টেশনের কাছে রেলগেটে ঘটনাটি ঘটেছে ৷ যার জেরে দীর্ঘক্ষণ ওই রেলগেট দিয়ে যান চলাচল বন্ধ ছিল ৷ ওই ব্যক্তি কোনও দিকে না তাকিয়ই লাইন পার হচ্ছিলেন বলে অভিযোগ ৷

a-unknown-person-dead-in-a-train-accident-in-bethuadahori-nadia
বেথুডহরিতে অসাবধানতার জেরে ট্রেনের ধাক্কায় মৃত্যু 1 ব্যক্তির
author img

By

Published : Jun 10, 2021, 3:25 PM IST

বেথুয়াডহরি, 10 জুন : দীর্ঘদিন ট্রেন বন্ধের জেরে অসতর্কতা ৷ আর তার জেরেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির ৷ আজ নদিয়ার বেথুয়াডহরিতে স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ওই ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে বেথুয়াডহরি রেল গেটের কাছে । তিনি কোনও দিকে না তাকিয়েই রেললাইন পার করছিলেন বলে জানিয়েছে রেলগেটের কাছে থাকা অন্যান্যরা ৷

দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় অনেকেই অসতর্কভাবে লাইন পারাপার বা লাইন ধরে হেঁটে যাতায়াত করেন । আর তারই চরম খেসারত দিতে হল এক ব্যক্তিকে । নদিয়ার বেথুয়াডহরিতে রেল গেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি । রেলের কর্মী, স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মচরীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল ৷ তেমনি একটি স্টাফ স্পেশাল ট্রেন আজ সকালে শিয়ালদা দিকে যাচ্ছিল ৷ সেই সময় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি কোনও দিকে না তাকিয়েই রেলগেট পার হতে যান ৷ আর তখনই ট্রেনের ধাক্কা খান তিনি ।

rail acci
বেথুডহরিতে অসাবধানতার জেরে ট্রেনের ধাক্কায় মৃত্যু 1 ব্যক্তির

আরও পড়ুন : স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

এর ফলে বেশ কিছুক্ষণের জন্য ওই রেলগেটে যানজটের সৃষ্টি হয় । পরে রেল পুলিশ ও নাকাশিপাড়া পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

বেথুয়াডহরি, 10 জুন : দীর্ঘদিন ট্রেন বন্ধের জেরে অসতর্কতা ৷ আর তার জেরেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির ৷ আজ নদিয়ার বেথুয়াডহরিতে স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ওই ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে বেথুয়াডহরি রেল গেটের কাছে । তিনি কোনও দিকে না তাকিয়েই রেললাইন পার করছিলেন বলে জানিয়েছে রেলগেটের কাছে থাকা অন্যান্যরা ৷

দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় অনেকেই অসতর্কভাবে লাইন পারাপার বা লাইন ধরে হেঁটে যাতায়াত করেন । আর তারই চরম খেসারত দিতে হল এক ব্যক্তিকে । নদিয়ার বেথুয়াডহরিতে রেল গেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি । রেলের কর্মী, স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মচরীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল ৷ তেমনি একটি স্টাফ স্পেশাল ট্রেন আজ সকালে শিয়ালদা দিকে যাচ্ছিল ৷ সেই সময় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি কোনও দিকে না তাকিয়েই রেলগেট পার হতে যান ৷ আর তখনই ট্রেনের ধাক্কা খান তিনি ।

rail acci
বেথুডহরিতে অসাবধানতার জেরে ট্রেনের ধাক্কায় মৃত্যু 1 ব্যক্তির

আরও পড়ুন : স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, অভিযুক্ত সোনারপুর আরপিএফ

এর ফলে বেশ কিছুক্ষণের জন্য ওই রেলগেটে যানজটের সৃষ্টি হয় । পরে রেল পুলিশ ও নাকাশিপাড়া পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.