নদিয়া, 18 মে: বালি বোঝাই গাড়ির মধ্যে চার হাজার বোতল ফেনসিডিল ফিল্মি কায়দায় লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল ৷ বালি সরাতেই প্রায় 4000 ফেনসিডিলের বোতল উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায় ।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভীমপুর থানার পুলিশের কাছে খবর আছিল বাড়ির ভিতরে করে ফেনসিডিল পাচার হচ্ছে । এরপরই পুলিশ কড়া নজরদারি শুরু করে । পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে মঙ্গলবার মাদক পাচার হবে ৷ প্রস্তুত ছিল পুলিশ ৷ এদিন কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর একটি বালি বোঝাই লরিকে তাড়া করে পুলিশ ৷ পুলিশ দেখে লরিটি আরও গতি বাড়িয়ে দেয় । শেষমেষ লরিটি আটক করে বালি সরাতেই চক্ষু চড়কগাছ । প্রায় 4 হাজার বোতল ফেনসিডিলের বোতল বালির মধ্যে লুকানো ছিল । সেগুলি উদ্ধার করে পুলিশ । লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয় ৷
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং ফেনসিডিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল । তাদের কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হয় ৷
আরও পড়ুন: আসানসোল পুলিশের জালে 2 আন্তঃরাজ্য গাড়ি ছিনতাইকারী