ETV Bharat / state

200 টাকা ধার দিতে পারল না! বন্ধুকে পিটিয়ে খুন যুবকের - Crime

সালার থানার পিলখুন্ডি গ্রামে বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ।

মৃত যুবক
author img

By

Published : Jul 14, 2019, 8:52 PM IST

সালার, 14 জুলাই : মাত্র 200 টাকা, সেটাও ধার দিতে পারল না বন্ধু । সেই রাগে বন্ধুকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । বহুদিনের বন্ধু রেজ়াউলের থেকে ধার চেয়েছিল ইউনুস । টাকা ধার দিতে পারেনি বন্ধু । অভিযোগ, সেই রাগেই বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে সে। মৃতের নাম রেজ়াউল শেখ (22) । অভিযুক্তের নাম ইউনুস শেখ (22) । মুর্শিদাবাদের সালার থানার পিলখুন্ডি গ্রামের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালার থানার পুলিশ ।

আজ সকালে টাকা চাওয়া নিয়েই দু'জনের মধ্যে বচসা শুরু হয় । এরপরই দু'জনের মধ্যে হাতাহাতি শুরু । সেই সময় পাশে পড়ে থাকা লোহার হাতুড়ি দিয়ে ইউনুস রেজ়াউলের মাথায় মারে । স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রেজ়াউলকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানেই মৃত্যু হয় রেজ়াউলের ।

পরিবারের এক সদস্য বলেন, "সামান্য 200 টাকার জন্য এইভাবে বন্ধুকে মেরে ফেলতে পারে বলে ধারণা ছিল না । অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।" অন্যদিকে, ইউনুস শেখকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ।

সালার, 14 জুলাই : মাত্র 200 টাকা, সেটাও ধার দিতে পারল না বন্ধু । সেই রাগে বন্ধুকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । বহুদিনের বন্ধু রেজ়াউলের থেকে ধার চেয়েছিল ইউনুস । টাকা ধার দিতে পারেনি বন্ধু । অভিযোগ, সেই রাগেই বন্ধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে সে। মৃতের নাম রেজ়াউল শেখ (22) । অভিযুক্তের নাম ইউনুস শেখ (22) । মুর্শিদাবাদের সালার থানার পিলখুন্ডি গ্রামের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালার থানার পুলিশ ।

আজ সকালে টাকা চাওয়া নিয়েই দু'জনের মধ্যে বচসা শুরু হয় । এরপরই দু'জনের মধ্যে হাতাহাতি শুরু । সেই সময় পাশে পড়ে থাকা লোহার হাতুড়ি দিয়ে ইউনুস রেজ়াউলের মাথায় মারে । স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রেজ়াউলকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানেই মৃত্যু হয় রেজ়াউলের ।

পরিবারের এক সদস্য বলেন, "সামান্য 200 টাকার জন্য এইভাবে বন্ধুকে মেরে ফেলতে পারে বলে ধারণা ছিল না । অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।" অন্যদিকে, ইউনুস শেখকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.