ETV Bharat / state

ফিস্ট চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে খুন - কাছেই তাঁর চায়ের দোকান

গতরাত তিনটে নাগাদ বহরমপুরের ভাকুড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল যুবকের ৷ মৃতের নাম তরুণ হালদার । বাড়ি ভাকুড়িতেই । সেখানেই তাঁর চায়ের দোকান রয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 18, 2019, 10:44 AM IST

বহরমপুর, 18 সেপ্টেম্বর : চা দোকানিকে গুলি করে খুন । গতরাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ভাকুড়িতে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

তরুণ হালদার । বয়স 32 । বাড়ি ভাকুড়িতে । কাছেই তাঁর চায়ের দোকান । সকালে দোকান খুলতেন । বন্ধ করতেন রাত সাড়ে আটটা নাগাদ । দাদা জয় হালদার লটারি বিক্রি করেন । কাল রাতে জয় দোকান বন্ধ করে তরুণের কাছে যান । বাড়ি যাওয়ার কথা বলেন । কিন্তু, তরুণের পাশের দোকান মালিক তাঁকে জানিয়ে দেন, রাতে ফিস্ট হবে । তরুণও থাকবেন । রাতে তরুণ ছিলেনও ।

রাত সাড়ে তিনটে নাগাদ তরুণের এক বন্ধু তাঁদের বাড়ি আসেন । দাদার নাম ধরে ডাকাডাকি করেন । জয় বেরোলে তাঁকে প্রথমে জানান, ভাইয়ের দুর্ঘটনা ঘটেছে । পরে তিনি জানান গুলি লেগেছে । জয় বলেন, "আমাকে প্রথমে কিছু বলতে চাইছিল না । বলল, দুর্ঘটনা ঘটেছে । আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই । ভাবলাম মদ খেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে । পরে ওর বন্ধু বলল, ভাইয়ের গুলি লেগেছে । কাল রাতে মোটরবাইকে দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় । আমরা যেতে যেতেই সব শেষ ।"

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । কে বা কারা, কেন তরুণকে খুন করল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

বহরমপুর, 18 সেপ্টেম্বর : চা দোকানিকে গুলি করে খুন । গতরাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার ভাকুড়িতে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।

তরুণ হালদার । বয়স 32 । বাড়ি ভাকুড়িতে । কাছেই তাঁর চায়ের দোকান । সকালে দোকান খুলতেন । বন্ধ করতেন রাত সাড়ে আটটা নাগাদ । দাদা জয় হালদার লটারি বিক্রি করেন । কাল রাতে জয় দোকান বন্ধ করে তরুণের কাছে যান । বাড়ি যাওয়ার কথা বলেন । কিন্তু, তরুণের পাশের দোকান মালিক তাঁকে জানিয়ে দেন, রাতে ফিস্ট হবে । তরুণও থাকবেন । রাতে তরুণ ছিলেনও ।

রাত সাড়ে তিনটে নাগাদ তরুণের এক বন্ধু তাঁদের বাড়ি আসেন । দাদার নাম ধরে ডাকাডাকি করেন । জয় বেরোলে তাঁকে প্রথমে জানান, ভাইয়ের দুর্ঘটনা ঘটেছে । পরে তিনি জানান গুলি লেগেছে । জয় বলেন, "আমাকে প্রথমে কিছু বলতে চাইছিল না । বলল, দুর্ঘটনা ঘটেছে । আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই । ভাবলাম মদ খেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে । পরে ওর বন্ধু বলল, ভাইয়ের গুলি লেগেছে । কাল রাতে মোটরবাইকে দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় । আমরা যেতে যেতেই সব শেষ ।"

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । কে বা কারা, কেন তরুণকে খুন করল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Intro:বহরমপুরে শুট আউট। খুন ব্যবসায়ী। চাঞ্চল্য শহরে। Body:বহরমপুর - বহরমপুরে ফের শুট আউট। দুস্কৃতীদের গুলিতে খুন এক চায়ের দোকানদার। মঙ্গলবার রাত তিনটে নাগাদ একটি মটর দুজন দুস্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চম্পট দেয়। স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। মৃতের নাম তরুন হালদার (৩২)। বাড়ি বহরমপুর থানার ভাকুড়ি। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে খুনের কারন এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।
বহরমপুর ভাকুড়িতে চায়ের দোকান রয়েছে তরুন হালদারের। মঙ্গলবার রাতে সেখানেই বন্ধু ও স্থানীয় ব্যাবসায়ীদের সঙ্গে ফিস্ট করছিলেন তাঁরা। রাত তিনটে নাগাদ দুজন দুস্কৃতী মটর বাইকে এসে তরুন হালদারকে গুলি করে চম্পট দেয়। তরুন হালদার শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন। তা সত্ত্বেও তাঁকে কে খুন করতে পারে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।Conclusion:খুনের কিনারা করতে তদন্তে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.