ETV Bharat / state

Young Drown in Ganga: গবাদি পশু ধরতে গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেল যুবক

গরু ধরতে গিয়ে তার পিছন পিছন গঙ্গায় নেমে পড়েছিলেন যুবক ৷ তারপর গরু সাঁতরে পাড়ে উঠে গেলেও তলিয়ে যায় যুবক(Young Drown in Ganga)৷

suti police station
গবাদি পশু ধরতে গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেল যুবক
author img

By

Published : Jul 31, 2022, 10:42 PM IST

সুতি, 31 জুলাই: হাট থেকে কিনে আনার সময় হাত ফসকে পালিয়ে গিয়েছিল গরু ৷ তিনদিন ধরে তার খোঁজ করছিলেন বছর বাইশের যুবক মইদুল হক ৷ গরুটি গঙ্গার চরের জঙ্গলে পালিয়ে যায় ৷ তাকে সেখান থেকে কিছুতেই ফেরানো যাচ্ছিল না ৷ রবিবার 25জন মিলে গরুটিকে খুঁজতে যান ৷ হঠাৎ তাকে জঙ্গলের মধ্যে দেখতে পেয়ে পিছন পিছন দৌড় লাগান মইদুল ৷ তারপর গরুটি গঙ্গায় নেমে পড়ায় তাকে ধরতে মইদুলও ঝাঁপ দেন গঙ্গায় ৷ তারপর গরুটি এপারে চলে এলেও মইদুল তলিয়ে যান(young man drown into the Ganges to catch the cattle)৷

রবিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার ছাবঘাটি বিএসএফ ক্যাম্প এলাকায় । মইদুলের বাড়ি সুতি থানার ছাবঘাটি এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । যুবকের খোঁজে নামানো হয় ডুবুরি ৷ তবে এখনও পর্যন্ত মইদুলের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

গবাদি পশু ধরতে গিয়ে যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শী শিস মহম্মদ শেখের কথায়, "গরুটি নদীতে নেমে যাওয়ার পর মইদুলও জলে নেমে পড়ে তাকে ধরতে ৷ তারপরই সে দু'হাত তুলে কিছু বলতে থাকে ৷ কিন্তু আমরা এতদূরে ছিলাম জঙ্গলের মধ্যে তার কথা কিছু শুনতে পাইনি ৷ আমরা সেখানে পৌঁছনোর পর আর মইদুলের খোঁজ পাইনি ৷"

আরও পড়ুন : স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

সুতি, 31 জুলাই: হাট থেকে কিনে আনার সময় হাত ফসকে পালিয়ে গিয়েছিল গরু ৷ তিনদিন ধরে তার খোঁজ করছিলেন বছর বাইশের যুবক মইদুল হক ৷ গরুটি গঙ্গার চরের জঙ্গলে পালিয়ে যায় ৷ তাকে সেখান থেকে কিছুতেই ফেরানো যাচ্ছিল না ৷ রবিবার 25জন মিলে গরুটিকে খুঁজতে যান ৷ হঠাৎ তাকে জঙ্গলের মধ্যে দেখতে পেয়ে পিছন পিছন দৌড় লাগান মইদুল ৷ তারপর গরুটি গঙ্গায় নেমে পড়ায় তাকে ধরতে মইদুলও ঝাঁপ দেন গঙ্গায় ৷ তারপর গরুটি এপারে চলে এলেও মইদুল তলিয়ে যান(young man drown into the Ganges to catch the cattle)৷

রবিবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি থানার ছাবঘাটি বিএসএফ ক্যাম্প এলাকায় । মইদুলের বাড়ি সুতি থানার ছাবঘাটি এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ । যুবকের খোঁজে নামানো হয় ডুবুরি ৷ তবে এখনও পর্যন্ত মইদুলের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

গবাদি পশু ধরতে গিয়ে যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শী শিস মহম্মদ শেখের কথায়, "গরুটি নদীতে নেমে যাওয়ার পর মইদুলও জলে নেমে পড়ে তাকে ধরতে ৷ তারপরই সে দু'হাত তুলে কিছু বলতে থাকে ৷ কিন্তু আমরা এতদূরে ছিলাম জঙ্গলের মধ্যে তার কথা কিছু শুনতে পাইনি ৷ আমরা সেখানে পৌঁছনোর পর আর মইদুলের খোঁজ পাইনি ৷"

আরও পড়ুন : স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.