ETV Bharat / state

পণ না পেয়ে যুবতিকে খুন, অভিযুক্তরা পলাতক - young lady is murdered by husband

যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ৷

young-lady-is-murdered
পণ না মেলায় যুবতি খুন
author img

By

Published : Jan 20, 2020, 11:10 PM IST

Updated : Jan 21, 2020, 5:40 PM IST

হরিহরপাড়া, 20 জানুয়ারি : অতিরিক্ত পণের দাবি ছিল শ্বশুরবাড়িতে । সেই দাবি মেটাতে পারেনি যুবতির আব্বার বাড়ির লোকেরা । সেজন্য যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরসহ পরিবারের 6 জনের বিরুদ্ধে । হরিহরপাড়া থানা এলাকার বহরান গ্রামের ঘটনা । মৃতার নাম কাজলরেখা বিবি । বয়স 22 ।

বছর পাঁচেক আগে ললিতপুরের কাজলরেখার সঙ্গে বহরান গ্রামের মতিরুল শেখের নিকাহ হয়েছিল । তাঁদের দু'বছরের একটি মেয়েও রয়েছে । অভিযোগ, নিকাহের প্রথম থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবি নিয়ে অত্যাচার চালাত ওই যুবতির উপর । শারিরীক ও মানসিক নির্যাতনও চালাত ।

গতকাল রাতে ওই যুবতি আত্মঘাতী হয়েছে বলে আব্বার বাড়িতে খবর পাঠিয়েছিল মতিরুলের পরিবার । কাজলরেখার আব্বার বাড়ির লোক এসে দেখে বাড়িতে পড়ে রয়েছে দেহ । বাড়ি ফাঁকা । যুবতির বাড়ি থেকে অভিযোগ উঠেছে, তাদের মেয়েকে শ্বশুর-শাশুড়ির প্রত্যক্ষ মদতে মেরে ফেলেছে । তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরা সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে ।

আজ হরিহরপাড়া থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । ঘটনায় থানায় যুবতির শ্বশুরবাড়ির ছয়জনের নামে খুনের লিখিত অভিযোগ করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

হরিহরপাড়া, 20 জানুয়ারি : অতিরিক্ত পণের দাবি ছিল শ্বশুরবাড়িতে । সেই দাবি মেটাতে পারেনি যুবতির আব্বার বাড়ির লোকেরা । সেজন্য যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শওহরসহ পরিবারের 6 জনের বিরুদ্ধে । হরিহরপাড়া থানা এলাকার বহরান গ্রামের ঘটনা । মৃতার নাম কাজলরেখা বিবি । বয়স 22 ।

বছর পাঁচেক আগে ললিতপুরের কাজলরেখার সঙ্গে বহরান গ্রামের মতিরুল শেখের নিকাহ হয়েছিল । তাঁদের দু'বছরের একটি মেয়েও রয়েছে । অভিযোগ, নিকাহের প্রথম থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবি নিয়ে অত্যাচার চালাত ওই যুবতির উপর । শারিরীক ও মানসিক নির্যাতনও চালাত ।

গতকাল রাতে ওই যুবতি আত্মঘাতী হয়েছে বলে আব্বার বাড়িতে খবর পাঠিয়েছিল মতিরুলের পরিবার । কাজলরেখার আব্বার বাড়ির লোক এসে দেখে বাড়িতে পড়ে রয়েছে দেহ । বাড়ি ফাঁকা । যুবতির বাড়ি থেকে অভিযোগ উঠেছে, তাদের মেয়েকে শ্বশুর-শাশুড়ির প্রত্যক্ষ মদতে মেরে ফেলেছে । তারপর থেকে শ্বশুরবাড়ির লোকেরা সকলে বাড়ি ছেড়ে পালিয়েছে ।

আজ হরিহরপাড়া থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । ঘটনায় থানায় যুবতির শ্বশুরবাড়ির ছয়জনের নামে খুনের লিখিত অভিযোগ করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:অতিরিক্ত পণের দাবি মেটাতে না পারায় গৃহবধূজে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী সহ ছজনের বিরুদ্ধে। Body:হরিহরপাড়া - অতিরিক্ত পণের দাবি মেটাতে না পারায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির ছজনের বিরুদ্ধে। ঘটনাটি হরিহরপাড়া থানার বহরান গ্রামের। গৃহবধূর মৃত্য নিশ্চিত জেনেই বাড়ি ছেড়ে পালায় সকলেই। মৃতের বাবার বাড়ির লোকজন থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কাজলরেখা বিবি(২২)। অভিযুক্ত স্বামীর নাম মাতিরুল শেখ। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
বছর পাঁচেক আগে কাজলরেখার সঙ্গে বিয়ে হয় মাতিরুল শেখের। ওই দম্পতির বছর দুয়েকের একটি মেয়ে রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, টাকার জন্য চাপ দিয়ে প্রায়ই কাজলরেখার উপর,শারীরিক নির্যাতন চালাত স্বামী। এই ঘটনায় শ্বশুর শাশুড়িরও প্রত্যক্ষ মদত ছিল বলেই অভিযোগ। রবিবার রাতে কাজলরেখা বিবি আত্মঘাতী হয়েছে বলে তার বাবার বাড়িতে খবর পাঠানো হয়। পরিবারের লোনজন এসে জানতে পারে বাড়িতে মরদেহ ফেলে রেখেই বাকিরা পালিয়েছে। হরিহরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় ছজনের নামে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে।Conclusion:পলাতক অভিযুক্ত রা।
Last Updated : Jan 21, 2020, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.