ETV Bharat / state

ডোমকলে BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের - Women of a self help group show agitation

সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের 26 লাখ টাকা নিয়ে পালিয়েছেন এজেন্ট । এমন অভিযোগ তুলে BDO-র কাছে ডেপুটেশন দিয়েছিলেন ডোমকলের মহিলারা । যার পরিপ্রেক্ষিতে BDO কোনও ব্যবস্থা না নেওয়ায় গতকাল BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ।

গ্রাফিক্স
author img

By

Published : Jun 12, 2020, 8:18 AM IST

ডোমকল, 12 জুন : সয়ম্ভর গোষ্ঠীর টাকা নিয়ে পালিয়েছে এজেন্ট । তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এবার BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দারা । সাধারণ মানুষের 26 লাখ টাকা নিয়ে চম্পট দেওয়ার পরও BDO কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ তুলছেন তাঁরা ।

সরকারি সাহায্যপ্রাপ্ত মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী । ডোমকলে অনেক মহিলাই এখানে টাকা রাখতেন । কেউ সংসার খরচ থেকে বাঁচিয়ে তো কেউ নিজের জমানো টাকা । একজন এজেন্ট এসে সেই টাকা নিয়ে যেতেন । কিন্তু হঠাৎই সেই এজেন্ট আসা বন্ধ হয়ে যায় । যোগাযোগও বন্ধ । যার জেরে সন্দেহ হতে থাকে অনেকেরই । পরে সবাই মিলিত হয়ে ওই এজেন্টের বাড়ি যান । দেখেন এজেন্ট নেই । এরপরই BDO-র কাছে অভিযোগ জানান তাঁরা । মঙ্গলবার ডেপুটেশনও জমা দেন । কিন্তু BDO কোনও ব্যবস্থা না নেওয়ায় গতকাল BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । মহিলাদের একাংশের কথায়, ওই এজেন্ট প্রায় 30 টি গোষ্ঠীর টাকা আত্মসাৎ করেছেন । সবমিলিয়ে অন্তত 26 লাখ টাকা নিয়ে পালিয়েছেন । BDO-কে জাননো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি ।

গতকাল বিক্ষোভ রীতিমতো বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামে পুলিশ । তদন্ত করে ওই এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তাঁরা ।

ডোমকল, 12 জুন : সয়ম্ভর গোষ্ঠীর টাকা নিয়ে পালিয়েছে এজেন্ট । তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এবার BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দারা । সাধারণ মানুষের 26 লাখ টাকা নিয়ে চম্পট দেওয়ার পরও BDO কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ তুলছেন তাঁরা ।

সরকারি সাহায্যপ্রাপ্ত মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী । ডোমকলে অনেক মহিলাই এখানে টাকা রাখতেন । কেউ সংসার খরচ থেকে বাঁচিয়ে তো কেউ নিজের জমানো টাকা । একজন এজেন্ট এসে সেই টাকা নিয়ে যেতেন । কিন্তু হঠাৎই সেই এজেন্ট আসা বন্ধ হয়ে যায় । যোগাযোগও বন্ধ । যার জেরে সন্দেহ হতে থাকে অনেকেরই । পরে সবাই মিলিত হয়ে ওই এজেন্টের বাড়ি যান । দেখেন এজেন্ট নেই । এরপরই BDO-র কাছে অভিযোগ জানান তাঁরা । মঙ্গলবার ডেপুটেশনও জমা দেন । কিন্তু BDO কোনও ব্যবস্থা না নেওয়ায় গতকাল BDO অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । মহিলাদের একাংশের কথায়, ওই এজেন্ট প্রায় 30 টি গোষ্ঠীর টাকা আত্মসাৎ করেছেন । সবমিলিয়ে অন্তত 26 লাখ টাকা নিয়ে পালিয়েছেন । BDO-কে জাননো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি ।

গতকাল বিক্ষোভ রীতিমতো বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামে পুলিশ । তদন্ত করে ওই এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপ করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.