সাগরদিঘি, 11 মে : সাগরদিঘিতে মহিলার অস্বাভাবিক মৃত্যু । রাস্তা থেকে উদ্ধার মৃতদেহ । মৃতের নাম সান্ত্বনা মণ্ডল । তাঁর বাবার অভিযোগ, কুড়ি হাজার টাকা দিতে না পারায় মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত শ্বশুর, শাশুড়ি । প্রমাণ লোপাটের জন্য তাঁরা মেয়ের দেহ বাড়ির বাইরে ফেলে দেন ।
সাগরিদিঘি থানার নরসিংহপাড়ায় বাড়ি সান্ত্বনার । খড়গ্রামের গয়েশপুরের বাসিন্দা সুশান্ত । এক বছর আগে পালিয়ে বিয়ে করে দু'জনে । সুশান্তর সোনার ব্যবসা । ব্যবসায় ঘাটতি মেটাতে গত এক বছরে সান্ত্বনাকে একাধিকবার বাড়ি থেকে টাকা আনতে বাধ্য করেছিল সুশান্ত । চাহিদামতো একাধিকবার টাকাও দিয়েছেন সান্ত্বনার বাবা প্রসাদ মণ্ডল ।
প্রসাদবাবু বলেন, "বৃহস্পতিবারও মেয়েকে টাকা আনতে পাঠায় । আমার হাতে টাকা ছিল না। মেয়েকে 20 হাজার টাকা দিতে পারিনি । এরপর আজ সকালে সুশান্তকে ফোন করে জানতে পারি মেয়ের দেহ উদ্ধার হয়েছে ।" খবর পেয়ে গয়েশপুরে যান প্রসাদবাবু । মেয়ের মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান তিনি । তাঁর অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে ও রড দিয়ে মেরে সান্ত্বনাকে খুন করা হয়েছে ।