ETV Bharat / state

মহিলার দেহ উদ্ধার, খুন করে দেহ লোপাটের চেষ্টা ? - WOMEN KILLED

সাগরদিঘিতে মহিলার দেহ উদ্ধার, হত্যা করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 11, 2019, 6:07 PM IST

Updated : May 11, 2019, 7:52 PM IST

সাগরদিঘি, 11 মে : সাগরদিঘিতে মহিলার অস্বাভাবিক মৃত্যু । রাস্তা থেকে উদ্ধার মৃতদেহ । মৃতের নাম সান্ত্বনা মণ্ডল । তাঁর বাবার অভিযোগ, কুড়ি হাজার টাকা দিতে না পারায় মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত শ্বশুর, শাশুড়ি । প্রমাণ লোপাটের জন্য তাঁরা মেয়ের দেহ বাড়ির বাইরে ফেলে দেন ।

সাগরিদিঘি থানার নরসিংহপাড়ায় বাড়ি সান্ত্বনার । খড়গ্রামের গয়েশপুরের বাসিন্দা সুশান্ত । এক বছর আগে পালিয়ে বিয়ে করে দু'জনে । সুশান্তর সোনার ব্যবসা । ব্যবসায় ঘাটতি মেটাতে গত এক বছরে সান্ত্বনাকে একাধিকবার বাড়ি থেকে টাকা আনতে বাধ্য করেছিল সুশান্ত । চাহিদামতো একাধিকবার টাকাও দিয়েছেন সান্ত্বনার বাবা প্রসাদ মণ্ডল ।

ভিডিয়োতে শুনুন প্রসাদ মণ্ডলের অভিযোগ

প্রসাদবাবু বলেন, "বৃহস্পতিবারও মেয়েকে টাকা আনতে পাঠায় । আমার হাতে টাকা ছিল না। মেয়েকে 20 হাজার টাকা দিতে পারিনি । এরপর আজ সকালে সুশান্তকে ফোন করে জানতে পারি মেয়ের দেহ উদ্ধার হয়েছে ।" খবর পেয়ে গয়েশপুরে যান প্রসাদবাবু । মেয়ের মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান তিনি । তাঁর অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে ও রড দিয়ে মেরে সান্ত্বনাকে খুন করা হয়েছে ।

সাগরদিঘি, 11 মে : সাগরদিঘিতে মহিলার অস্বাভাবিক মৃত্যু । রাস্তা থেকে উদ্ধার মৃতদেহ । মৃতের নাম সান্ত্বনা মণ্ডল । তাঁর বাবার অভিযোগ, কুড়ি হাজার টাকা দিতে না পারায় মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত শ্বশুর, শাশুড়ি । প্রমাণ লোপাটের জন্য তাঁরা মেয়ের দেহ বাড়ির বাইরে ফেলে দেন ।

সাগরিদিঘি থানার নরসিংহপাড়ায় বাড়ি সান্ত্বনার । খড়গ্রামের গয়েশপুরের বাসিন্দা সুশান্ত । এক বছর আগে পালিয়ে বিয়ে করে দু'জনে । সুশান্তর সোনার ব্যবসা । ব্যবসায় ঘাটতি মেটাতে গত এক বছরে সান্ত্বনাকে একাধিকবার বাড়ি থেকে টাকা আনতে বাধ্য করেছিল সুশান্ত । চাহিদামতো একাধিকবার টাকাও দিয়েছেন সান্ত্বনার বাবা প্রসাদ মণ্ডল ।

ভিডিয়োতে শুনুন প্রসাদ মণ্ডলের অভিযোগ

প্রসাদবাবু বলেন, "বৃহস্পতিবারও মেয়েকে টাকা আনতে পাঠায় । আমার হাতে টাকা ছিল না। মেয়েকে 20 হাজার টাকা দিতে পারিনি । এরপর আজ সকালে সুশান্তকে ফোন করে জানতে পারি মেয়ের দেহ উদ্ধার হয়েছে ।" খবর পেয়ে গয়েশপুরে যান প্রসাদবাবু । মেয়ের মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান তিনি । তাঁর অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে ও রড দিয়ে মেরে সান্ত্বনাকে খুন করা হয়েছে ।

Intro:ওয়াক


Body:জঙ্গিপুরের নবগ্রাম


Conclusion:
Last Updated : May 11, 2019, 7:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.