ETV Bharat / state

Woman Throws Son into Ganges: পারিবারিক অশান্তি, 6 মাসের ছেলেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা - গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা

6 মাসের ছেলেকে সেতুর উপর থেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা ৷ মুর্শিদাবাদে ঘটেছে এই ঘটনা ৷ জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে ওই শিশুকে গঙ্গায় ছুড়ে ফেলে দেন ওই মহিলা ৷

Woman Throws Son in Ganges ETV Bharat
ছেলেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা
author img

By

Published : May 1, 2023, 1:40 PM IST

Updated : May 1, 2023, 3:47 PM IST

6 মাসের ছেলেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা

রঘুনাথগঞ্জ, 1 মে: পারিবারিক অশান্তির জেরে ছ'মাসের সন্তানকে সেতুর উপর থেকে গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা ! প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় কোনওক্রমে গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে । আপাতত সে হাসপাতালে ভর্তি । তবে তার অবস্থা খুব-একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর ভাগীরথী ব্রিজে । অভিযুক্ত মহিলাকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশের অনুমান, ওই মহিলা মানসিক অবসাদগ্রস্ত ।

জানা গিয়েছে, সোমবার সকালে কোলের শিশুকে নিয়ে ব্রিজে ওঠেন ওই মহিলা । ব্রিজের উপর তাঁকে ইতস্তত ঘুরতে দেখে কয়েকজনের সন্দেহ হয় । তাঁরা মহিলাকে ধরতে যাওয়ার আগেই চোখের নিমেষে কোলের শিশুকে গঙ্গায় ছুড়ে ফেলে দেন ওই মহিলা । ওই ব্রিজের পাশ দিয়েই রয়েছে ফেরি পারাপারের ঘাট । দুই যুবক সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন । ফেরি ঘাটের মাঝির সাহায্য নিয়ে তাঁরা শিশুটিকে উদ্ধার করেন ।

কোনও রকমে বরাত জোরে বেঁচে গিয়েছে শিশুটি । তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে চিকিৎসকরা জানিয়েছেন যে, শিশুটির অবস্থা আশংকাজনক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । ইতিমধ্যেই শিশুর মাকে আটক করা হয়েছে । ওই মহিলার নাম রোকেয়া বিবি । তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়ায় বলে জানা গিয়েছে । ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের অনুমান । গোটা বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।

উদ্ধারকারী যুবক রাজকুমার মাহাত বলেন, "আমরা চার-পাঁচ বন্ধু গল্প করছিলাম গঙ্গাপাড়ের মন্দিরে । হঠাৎ জলে কিছু পড়ার শব্দ শুনি । প্রথমে ভেবেছিলাম বস্তা হতে পারে । উপরে তাকিয়ে দেখি ব্রিজের উপর ভিড় । দশ সেকেন্ডের মধ্যেই শিশুটিকে ভাসতে দেখি । সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিই । ছেলেকে ফেলে দেওয়ার পর ওই মহিলাও গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু ব্রিজের উপর তখন বহু মানুষ জড়ো হয়ে গিয়েছেন । তাঁরাই মহিলাকে নিরস্ত করেন ।"

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই পরিবারে অশান্তি চলছিল । স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা ৷ পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা । ধৃত মহিলাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে ।

আরও পড়ুন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে ছাত্রীদের গোপন ভিডিয়ো, অপরাধ স্বীকার স্নাতকের ছাত্রের

6 মাসের ছেলেকে গঙ্গায় ছুড়ে ফেললেন মা

রঘুনাথগঞ্জ, 1 মে: পারিবারিক অশান্তির জেরে ছ'মাসের সন্তানকে সেতুর উপর থেকে গঙ্গায় ছুড়ে ফেলে দিলেন মা ! প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় কোনওক্রমে গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে । আপাতত সে হাসপাতালে ভর্তি । তবে তার অবস্থা খুব-একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর ভাগীরথী ব্রিজে । অভিযুক্ত মহিলাকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশের অনুমান, ওই মহিলা মানসিক অবসাদগ্রস্ত ।

জানা গিয়েছে, সোমবার সকালে কোলের শিশুকে নিয়ে ব্রিজে ওঠেন ওই মহিলা । ব্রিজের উপর তাঁকে ইতস্তত ঘুরতে দেখে কয়েকজনের সন্দেহ হয় । তাঁরা মহিলাকে ধরতে যাওয়ার আগেই চোখের নিমেষে কোলের শিশুকে গঙ্গায় ছুড়ে ফেলে দেন ওই মহিলা । ওই ব্রিজের পাশ দিয়েই রয়েছে ফেরি পারাপারের ঘাট । দুই যুবক সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন । ফেরি ঘাটের মাঝির সাহায্য নিয়ে তাঁরা শিশুটিকে উদ্ধার করেন ।

কোনও রকমে বরাত জোরে বেঁচে গিয়েছে শিশুটি । তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে চিকিৎসকরা জানিয়েছেন যে, শিশুটির অবস্থা আশংকাজনক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । ইতিমধ্যেই শিশুর মাকে আটক করা হয়েছে । ওই মহিলার নাম রোকেয়া বিবি । তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়ায় বলে জানা গিয়েছে । ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের অনুমান । গোটা বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।

উদ্ধারকারী যুবক রাজকুমার মাহাত বলেন, "আমরা চার-পাঁচ বন্ধু গল্প করছিলাম গঙ্গাপাড়ের মন্দিরে । হঠাৎ জলে কিছু পড়ার শব্দ শুনি । প্রথমে ভেবেছিলাম বস্তা হতে পারে । উপরে তাকিয়ে দেখি ব্রিজের উপর ভিড় । দশ সেকেন্ডের মধ্যেই শিশুটিকে ভাসতে দেখি । সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিই । ছেলেকে ফেলে দেওয়ার পর ওই মহিলাও গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু ব্রিজের উপর তখন বহু মানুষ জড়ো হয়ে গিয়েছেন । তাঁরাই মহিলাকে নিরস্ত করেন ।"

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই পরিবারে অশান্তি চলছিল । স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা ৷ পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা । ধৃত মহিলাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে ।

আরও পড়ুন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে ছাত্রীদের গোপন ভিডিয়ো, অপরাধ স্বীকার স্নাতকের ছাত্রের

Last Updated : May 1, 2023, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.