ETV Bharat / state

Body Dug Out for Autopsy: আদালতের নির্দেশে কবর থেকে মহিলার দেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তে - মহিলার দেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তে

মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতের নির্দেশে কবর থেকে মহিলার দেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তে (Body Dug Out for Autopsy) ৷ সুতি থানার পুলিশ এবং সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুণ্ডার উপস্থিতিতে দেহ কবর থেকে তোলা হয় ৷

Body Dug Out for Autopsy
মহিলার দেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তে
author img

By

Published : Jan 31, 2023, 3:37 PM IST

Updated : Jan 31, 2023, 4:14 PM IST

আদালতের নির্দেশে কবর থেকে মহিলার দেহ তুলল প্রশাসন

সুতি(মুর্শিদাবাদ), 31 জানুয়ারি: কোর্টের নির্দেশে কবর থেকে এক মহিলার দেহ তুলল প্রশাসন । মঙ্গলবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার মহেন্দ্রপুরে । সুতি থানার পুলিশ এবং সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুণ্ডার উপস্থিতিতে দেহ কবর থেকে তোলা হয় ৷ মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ফিরোজা বিবি নামে এক গৃহবধূর দেহ তোলার নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালত (Woman body dug out by administration for autopsy) ।

জানা গিয়েছে, গত 23 জানুয়ারি ঘরের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ফিরোজা খাতুনের । অভিযোগ, পরের দিন গোপনে কবর দিয়ে দেওয়া হয় তিন সন্তানের মা ওই মহিলাকে । কিন্তু গৃহবধূর বাপের বাড়ির লোকজন অভিযোগ করেন, ফিরোজা খাতুনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । পরকীয়া সম্পর্কের জেরেই শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে বলেও অভিযোগ । আর এই অভিযোগের তির ওঠে মৃত মহিলার স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে । কিন্তু ময়নাতদন্তের আগেই কবর দেওয়ায় স্থানীয় থানা ও কোর্টের দ্বারস্থ হন ফিরোজার বাবার পরিবারের লোকজন । ঠিক তারপরই সুতি থানার মহেন্দ্রপুর কবরস্থান থেকে দেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় কোর্ট ।

মঙ্গলবার আদালতের নির্দেশ মতো সুতি থানার বিশাল পুলিশের উপস্থিতিতে এবং ম্যাজিস্ট্রেট হিসাবে সামসেরগঞ্জের বিডিও'র উপস্থিতিতে দেহ কবর থেকে তোলা হয় । কবর থেকে দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই সাধারণ মানুষের বিশাল ভিড় জমে যায় এলাকায় । কড়া নিরাপত্তার মধ্যেই ফিরোজা খাতুনের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয় । এদিনের ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।

স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গীর এক মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল । তার জেরেই সংসারে অশান্তি লেগেই থাকত । মৃতের বাবার অভিযোগ, "23 জানুয়ারি আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । আমাদের কিছু না-জানিয়েই গোপনে কবর দিয়ে দেওয়া হয় ।" ঘটনায় সুতি থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার । পুলিশ ব্যবস্থা না-নেওয়ায় আদালতের দ্বারস্ত হয় মৃতের পরিবার বলে দাবি তাদের । আদালত মেজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় । এরপর বিশাল পুলিশবাহিনী নিয়ে দেহ কবর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে রহস্য, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের আর্জি স্ত্রী'র

আদালতের নির্দেশে কবর থেকে মহিলার দেহ তুলল প্রশাসন

সুতি(মুর্শিদাবাদ), 31 জানুয়ারি: কোর্টের নির্দেশে কবর থেকে এক মহিলার দেহ তুলল প্রশাসন । মঙ্গলবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার মহেন্দ্রপুরে । সুতি থানার পুলিশ এবং সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুণ্ডার উপস্থিতিতে দেহ কবর থেকে তোলা হয় ৷ মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ফিরোজা বিবি নামে এক গৃহবধূর দেহ তোলার নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালত (Woman body dug out by administration for autopsy) ।

জানা গিয়েছে, গত 23 জানুয়ারি ঘরের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় ফিরোজা খাতুনের । অভিযোগ, পরের দিন গোপনে কবর দিয়ে দেওয়া হয় তিন সন্তানের মা ওই মহিলাকে । কিন্তু গৃহবধূর বাপের বাড়ির লোকজন অভিযোগ করেন, ফিরোজা খাতুনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । পরকীয়া সম্পর্কের জেরেই শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে বলেও অভিযোগ । আর এই অভিযোগের তির ওঠে মৃত মহিলার স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে । কিন্তু ময়নাতদন্তের আগেই কবর দেওয়ায় স্থানীয় থানা ও কোর্টের দ্বারস্থ হন ফিরোজার বাবার পরিবারের লোকজন । ঠিক তারপরই সুতি থানার মহেন্দ্রপুর কবরস্থান থেকে দেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় কোর্ট ।

মঙ্গলবার আদালতের নির্দেশ মতো সুতি থানার বিশাল পুলিশের উপস্থিতিতে এবং ম্যাজিস্ট্রেট হিসাবে সামসেরগঞ্জের বিডিও'র উপস্থিতিতে দেহ কবর থেকে তোলা হয় । কবর থেকে দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই সাধারণ মানুষের বিশাল ভিড় জমে যায় এলাকায় । কড়া নিরাপত্তার মধ্যেই ফিরোজা খাতুনের দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয় । এদিনের ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।

স্থানীয় সূত্রে খবর, জাহাঙ্গীর এক মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল । তার জেরেই সংসারে অশান্তি লেগেই থাকত । মৃতের বাবার অভিযোগ, "23 জানুয়ারি আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । আমাদের কিছু না-জানিয়েই গোপনে কবর দিয়ে দেওয়া হয় ।" ঘটনায় সুতি থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার । পুলিশ ব্যবস্থা না-নেওয়ায় আদালতের দ্বারস্ত হয় মৃতের পরিবার বলে দাবি তাদের । আদালত মেজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় । এরপর বিশাল পুলিশবাহিনী নিয়ে দেহ কবর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে রহস্য, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের আর্জি স্ত্রী'র

Last Updated : Jan 31, 2023, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.