ETV Bharat / state

চোখে গুলি করে ঘুমন্ত স্ত্রী'কে খুন, যুবক পলাতক

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে শোয়ার ঘর থেকে মাসকুরার মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁর ডান চোখে গুলির ক্ষত ছিল ৷ খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ মাসকুরার স্বামী রফিকুলের সন্ধান শুরু হয়েছে ৷

মহিলাকে খুন
author img

By

Published : Nov 6, 2019, 4:47 PM IST

সুতি, 6 নভেম্বর : ঘুমন্ত যুবতিকে গুলি করে খুন করা হল ৷ ওই যুবতির চোখে গুলি করা হয় ৷ মৃতার নাম মাসকুরা বিবি (26) ৷ খুনের অভিযোগ উঠেছে মৃতার স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে ৷ গতরাতে ঘটনাটি ঘটে সুতি থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের শোভারঘাট গ্রামে ৷ স্থানীয় সূত্রে খবর, চোখে গুলি লাগার পর বাড়িতেই মারা যান মাসকুরা ৷ অভিযুক্ত রফিকুল পলাতক ৷

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে শোয়ার ঘর থেকে মাসকুরার মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁর ডান চোখে গুলির ক্ষত ছিল ৷ খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ মাসকুরার স্বামী রফিকুলের সন্ধান শুরু হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আর পাঁচদিনের মতো গতরাতেও বাড়িতেই ছিলেন মাসকুরা, রফিকুলরা ৷ সঙ্গে ছিল তাঁদের পাঁচ সন্তান ৷ আজ সকালে ঘুম থেকে উঠে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মাসকুরা ৷ ওই দম্পতির বড় ছেলে বছর পাঁচেকের কামরুল বলে, "আমরা পাঁচ ভাই-বোন ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম ৷ সকালে উঠে দেখি মায়ের মৃতদেহ ৷ কীভাবে কী হল আমরা জানি না ৷ বাবা কোথায় আছে, আমার জানা নেই ৷"

স্থানীয় বাসিন্দারা জানান, কীভাবে এই ঘটনা হল তা তাঁদেরও জানা নেই ৷ পারিবারিক অশান্তির কারণে খুন না কি অন্য কিছু নেপথ্যে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সুতি থানার পুলিশের প্রাথমিক অনুমান, রফিকুলই খুন করেছে তার স্ত্রীকে ৷ রফিকুল খুন করে থাকলে কোথা থেকে বন্দুক পেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

সুতি, 6 নভেম্বর : ঘুমন্ত যুবতিকে গুলি করে খুন করা হল ৷ ওই যুবতির চোখে গুলি করা হয় ৷ মৃতার নাম মাসকুরা বিবি (26) ৷ খুনের অভিযোগ উঠেছে মৃতার স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে ৷ গতরাতে ঘটনাটি ঘটে সুতি থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের শোভারঘাট গ্রামে ৷ স্থানীয় সূত্রে খবর, চোখে গুলি লাগার পর বাড়িতেই মারা যান মাসকুরা ৷ অভিযুক্ত রফিকুল পলাতক ৷

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে শোয়ার ঘর থেকে মাসকুরার মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁর ডান চোখে গুলির ক্ষত ছিল ৷ খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ মাসকুরার স্বামী রফিকুলের সন্ধান শুরু হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আর পাঁচদিনের মতো গতরাতেও বাড়িতেই ছিলেন মাসকুরা, রফিকুলরা ৷ সঙ্গে ছিল তাঁদের পাঁচ সন্তান ৷ আজ সকালে ঘুম থেকে উঠে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মাসকুরা ৷ ওই দম্পতির বড় ছেলে বছর পাঁচেকের কামরুল বলে, "আমরা পাঁচ ভাই-বোন ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম ৷ সকালে উঠে দেখি মায়ের মৃতদেহ ৷ কীভাবে কী হল আমরা জানি না ৷ বাবা কোথায় আছে, আমার জানা নেই ৷"

স্থানীয় বাসিন্দারা জানান, কীভাবে এই ঘটনা হল তা তাঁদেরও জানা নেই ৷ পারিবারিক অশান্তির কারণে খুন না কি অন্য কিছু নেপথ্যে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সুতি থানার পুলিশের প্রাথমিক অনুমান, রফিকুলই খুন করেছে তার স্ত্রীকে ৷ রফিকুল খুন করে থাকলে কোথা থেকে বন্দুক পেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Intro:ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।Body:ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

মুর্শিদাবাদের সুতি থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভারঘাট গ্রামে মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম মাসকুরা বিবি(২৬)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রফিকুল ইসলাম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ কে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও বা এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।Conclusion:যদিও বা এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.