বেলডাঙা, ৫ মার্চ: পণের দাবিতে বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। ঘটনাটি বেলডাঙা হাসপাতাল পাড়ার।
মৃতার নাম লাজিনা বিবি। দুই বছর আগে ব্যবসায়ী মহসিন শেখের সঙ্গে নিকাহ হয়েছিল তাঁর। অভিযোগ কিছু দিন ধরে তাঁকে আব্বার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিল মহসিন। কিন্তু লাজিনা বিবি তাতে রাজি হননি। এনিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত।
অভিযোগ, গতরাতে ধারালো অস্ত্র দিয়ে লাজিনাকে কোপায় মহসিন। গুরুতর জখম অবস্থায় লাজিনাকে তাঁর বড় ভাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা লাজিনাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক মহসিন।