ETV Bharat / state

পণের দাবি মেটাতে না পারায় কুপিয়ে খুন গৃহবধুকে - wife

পণের দাবিতে বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। ঘটনাটি বেলডাঙা হাসপাতাল পাড়ার।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 5, 2019, 7:46 PM IST

বেলডাঙা, ৫ মার্চ: পণের দাবিতে বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। ঘটনাটি বেলডাঙা হাসপাতাল পাড়ার।

মৃতার নাম লাজিনা বিবি। দুই বছর আগে ব্যবসায়ী মহসিন শেখের সঙ্গে নিকাহ হয়েছিল তাঁর। অভিযোগ কিছু দিন ধরে তাঁকে আব্বার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিল মহসিন। কিন্তু লাজিনা বিবি তাতে রাজি হননি। এনিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত।

অভিযোগ, গতরাতে ধারালো অস্ত্র দিয়ে লাজিনাকে কোপায় মহসিন। গুরুতর জখম অবস্থায় লাজিনাকে তাঁর বড় ভাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা লাজিনাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক মহসিন।

বেলডাঙা, ৫ মার্চ: পণের দাবিতে বিবিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। ঘটনাটি বেলডাঙা হাসপাতাল পাড়ার।

মৃতার নাম লাজিনা বিবি। দুই বছর আগে ব্যবসায়ী মহসিন শেখের সঙ্গে নিকাহ হয়েছিল তাঁর। অভিযোগ কিছু দিন ধরে তাঁকে আব্বার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিল মহসিন। কিন্তু লাজিনা বিবি তাতে রাজি হননি। এনিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত।

অভিযোগ, গতরাতে ধারালো অস্ত্র দিয়ে লাজিনাকে কোপায় মহসিন। গুরুতর জখম অবস্থায় লাজিনাকে তাঁর বড় ভাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা লাজিনাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক মহসিন।


New Delhi, Mar 05 (ANI): On the occasion of Mahashivratri and culmination of the Ardh Kumbh Mela, the makers of Ranbir Kapoor and Alia Bhatt-starrer 'Brahmastra' unveiled the logo of the film. The actors of the film had earlier shared cryptic messages piquing the curiosity of their fans by revealing that they have something special planned for today. Karan Johar is producing the film under his Dharma Productions banner, which also shared a picture from the event. In a live video on Alia's Instagram, the actor shows how 150 drones lit up the sky to form the logo of 'Brahmastra'. They also paid a tribute to Kumbh Mela with a formation of the same in the sky. The Director of the film, Ayan Mukerji, also shared a still of Ranbir and Alia from the event introducing their character's names as Shiva and Isha. Apart from Ranbir and Alia, the film starts Amitabh Bachchan, Mouni Roy and Tollywood actor Nagarjuna. 'Brahmastra' is first part of a sci-fi trilogy which has been created by Ayan. It is slated to release around Christmas this year.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.