ETV Bharat / state

রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ

তিনটি জেলার সংযোগকারী রাস্তা, অথচ 15 বছর ধরে তার কোনও সংস্কার হয়নি ৷ খানাখন্দে ভর্তি রাস্তায় বৃষ্টির জল জমে থাকে ৷ রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ৷ হুঁশিয়ারি দিলেন প্রয়োজনে আন্দোলনে নামবেন ৷

তিনটি জেলার সংযোগকারী রাস্তার বেহাল দশা
তিনটি জেলার সংযোগকারী রাস্তার বেহাল দশা
author img

By

Published : Jun 30, 2021, 10:13 AM IST

বহরমপুর, 30 জুন : মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থেকে শুরু করে তালগ্রাম যাওয়ার দীর্ঘ ৮ কিলোমিটার প্রধান রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ খানাখন্দে ভর্তি রাস্তাটি কঙ্কালসারে পরিণত হয়েছে ৷ অথচ এই রাস্তা দিয়ে তিনটি জেলায় সহজে যাতায়াত করা যায় ৷ কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার কোনও মেরামত করা হয়নি ৷

তিনটি জেলার সংযোগকারী রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ ভরতপুরে

এই বোলপুর, কাটোয়া, ভরতপুর অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদ, তিনটি জেলার সংযোগকারী এই শর্টকাট রাস্তাটি তিনটি জেলার মানুষের জন্যই গুরুত্বপূর্ণ ৷ গ্রাম থেকে শহরে আসার এটাই একমাত্র প্রধান রাস্তা ৷ খানাখন্দে ভর্তি রাস্তার মধ্যে বর্ষার জল দাঁড়িয়ে থাকছে ৷ কিন্তু মেরামতির অভাবে দিনে দিনে তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ৷ তার উপর গর্তে ভরা রাস্তা দিয়েই ভারী যান চলাচলের ফলে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে গিয়েছে ৷ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ৷ গর্ভবতী মহিলা, অসুস্থ, শিশু-সহ সাধারণ মানুষ সবাই চরম বিপাকে ।

আরও পড়ুন : খবরের জেরে কোপাই বাঁচাতে ঝাঁপাল প্রশাসন, দখল হঠিয়ে লাগানো হবে গাছ

এদিন রাস্তাটির সংস্কারের দাবিতে ভরতপুর 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী ৷ পরে ভরতপুর 1 নং সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানাকে সংস্কার সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করে গ্রামবাসীরা । এর পর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানা জানান যে এই রাস্তা ঠিক করার সামর্থ্য তাদের নেই ৷ জেলা পরিষদের কাছ থেকে রাস্তা মেরামতির অনুমতি নিতে হবে ৷ তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি ।

গ্রামবাসীরা জানিয়েছেন তাঁরা এই রাস্তার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে রাজি আছেন । গ্রামবাসীরা রাস্তার পরিস্থিতি বিধায়ক, রাজ্য সরকারের কাছেও জানিয়েছেন ৷ বিক্ষোভরত এক এলাকাবাসী দৌল্লত আহমেদ বলেন, "দীর্ঘ 15 বছর ধরে গীতগ্রাম থেকে ভরতপুর পর্যন্ত রাস্তায় কোনও কাজ হয়নি ৷ এই রাস্তা দিয়ে শর্টকাটে তিনটি জেলায় বোলপুর, কাটোয়া, ভরতপুরে যাতায়াত করা যায় ৷ এটি তিনটি জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা ৷ প্রতিদিন প্রায় সাত থেকে আট হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ৷"

বহরমপুর, 30 জুন : মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থেকে শুরু করে তালগ্রাম যাওয়ার দীর্ঘ ৮ কিলোমিটার প্রধান রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ খানাখন্দে ভর্তি রাস্তাটি কঙ্কালসারে পরিণত হয়েছে ৷ অথচ এই রাস্তা দিয়ে তিনটি জেলায় সহজে যাতায়াত করা যায় ৷ কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার কোনও মেরামত করা হয়নি ৷

তিনটি জেলার সংযোগকারী রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ ভরতপুরে

এই বোলপুর, কাটোয়া, ভরতপুর অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদ, তিনটি জেলার সংযোগকারী এই শর্টকাট রাস্তাটি তিনটি জেলার মানুষের জন্যই গুরুত্বপূর্ণ ৷ গ্রাম থেকে শহরে আসার এটাই একমাত্র প্রধান রাস্তা ৷ খানাখন্দে ভর্তি রাস্তার মধ্যে বর্ষার জল দাঁড়িয়ে থাকছে ৷ কিন্তু মেরামতির অভাবে দিনে দিনে তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ৷ তার উপর গর্তে ভরা রাস্তা দিয়েই ভারী যান চলাচলের ফলে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে গিয়েছে ৷ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ৷ গর্ভবতী মহিলা, অসুস্থ, শিশু-সহ সাধারণ মানুষ সবাই চরম বিপাকে ।

আরও পড়ুন : খবরের জেরে কোপাই বাঁচাতে ঝাঁপাল প্রশাসন, দখল হঠিয়ে লাগানো হবে গাছ

এদিন রাস্তাটির সংস্কারের দাবিতে ভরতপুর 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী ৷ পরে ভরতপুর 1 নং সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানাকে সংস্কার সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করে গ্রামবাসীরা । এর পর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানা জানান যে এই রাস্তা ঠিক করার সামর্থ্য তাদের নেই ৷ জেলা পরিষদের কাছ থেকে রাস্তা মেরামতির অনুমতি নিতে হবে ৷ তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি ।

গ্রামবাসীরা জানিয়েছেন তাঁরা এই রাস্তার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে রাজি আছেন । গ্রামবাসীরা রাস্তার পরিস্থিতি বিধায়ক, রাজ্য সরকারের কাছেও জানিয়েছেন ৷ বিক্ষোভরত এক এলাকাবাসী দৌল্লত আহমেদ বলেন, "দীর্ঘ 15 বছর ধরে গীতগ্রাম থেকে ভরতপুর পর্যন্ত রাস্তায় কোনও কাজ হয়নি ৷ এই রাস্তা দিয়ে শর্টকাটে তিনটি জেলায় বোলপুর, কাটোয়া, ভরতপুরে যাতায়াত করা যায় ৷ এটি তিনটি জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা ৷ প্রতিদিন প্রায় সাত থেকে আট হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.