সামশেরগঞ্জ , 19 অগাস্ট : দেখা যাবে না টিভি, শোনা যাবে না মোবাইল ও কম্পিউটারে গান, খেলা যাবে না ক্যারামও ৷ এইগুলি না মানলে গুনতে হবে জরিমানা ৷ সঙ্গে চাইতে হবে ক্ষমাও ৷ ফতোয়া জারি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অদ্বৈতনগরে ৷ অভিযোগ, এই ফতোয়া জারি করে গ্রামের সমাজ সংস্কার কমিটির মাতব্বররা ৷ যদিও পুলিশের দাবি, ফতোয়া নয়, গ্রামের কয়েকজন যুবক একটি তালিকার মাধ্যমে এই বিষয়গুলিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ তবে এখন সমস্যা মিটে গেছে৷
বিষয়টি সামনে আসে সোশাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে । সেই পোস্টে দেখা যায় একটি তালিকা ৷ সমাজ সংস্কার কমিটি অদ্বৈতনগর এই শিরোনামে লেখা সেই পোস্টে উল্লেখ ছিল, গ্রামে জুয়া খেললে, লটারি খেললে, মোবাইল ও কম্পিউটারে গান শুনলে, টিভি দেখলে, গাঁজা বিক্রি করলে ও ক্যারাম বোর্ড খেললে দিতে হবে জরিমানা ৷ জরিমানার অঙ্কটা অপরাধ বিশেষে আলাদা ৷ কোনও ক্ষেত্রে 1000 টাকা, কোনও ক্ষেত্রে আবার 7000 টাকা ৷ মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানা ও কান ধরে ওঠবোস করার মতো নিদানও ছিল সেই ফতোয়ায় ৷ ফতোয়া কার্যকর করতে নির্দেশিকায় জানানো হয়, যারা এইসব কাজ সমাজ সংস্কার কমিটির নজরে আনবে তাদের আর্থিক পুরস্কার দেওয়া হবে ৷
অদ্বৈতনগর গ্রামটিতে প্রায় হাজার পাঁচেক মানুষের বসবাস । স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গ্রামে শিক্ষা-দীক্ষায় তেমন অগ্রগতি হয়নি । গ্রামে বেড়েই চলেছে অসামাজিক কার্যকলাপ । নেশা-ভান করে ঝামেলা, জুয়া খেলার মতো অপরাধ বাড়ছিল । ফলে অপরাধমুক্ত সমাজ গড়তে গ্রামবাসীর একাংশ ফতোয়া জারি করে ৷ জরিমানার টাকা গ্রামের উন্নয়ের কাজে খরচ হবে বলে জানায় তারা৷
যদি মুর্শিদাবাদ জেলা পুলিশের দাবি, ফতোয়া জারি হয়নি ৷ এলাকার কয়েকজন যুবক এই কাজ করেছিল ৷ এখন আর কোনও সমস্যা নেই ৷ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এই নিয়ে বলেন, "কোনও ফতোয়া জারি হয়নি । ওই গ্রামের কয়েকজন যুবক এই কাজটা করেছিল । পুলিশ প্রশাসনের তৎপরতায় বিষয়টি নিয়ন্ত্রণে আনা হয়েছে । যারা সোশাল মিডিয়ায় পোস্ট করেছিল, তারা ক্ষমা চেয়েছে । তারা আইনের বিরুদ্ধে কিছু করতে চাইছে না বলেও জানিয়েছে । কেউ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ তার ব্যবস্থা নেবে । "
পুলিশ একথা বললেও নিজেদের অবস্থান স্পষ্ট করে সমাজ সংস্কার কমিটি অদ্বৈতনগরের সম্পাদক আজাহারুল শেখ বলেন, "আমরা কোনও অন্যায় করিনি । পুলিশ এসে আমাদের সঙ্গে আলোচনায় বসুক । আমরা রাজি আছি ৷"