ETV Bharat / state

TMC Worker Shot: ফের মুর্শিদাবাদে দুষ্কৃতী তাণ্ডব, নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

এবার গুলি চলল মুর্শিদাবাদের নবগ্রামে ৷ বুধবারের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রুবেল শেখ নামে এক তৃণমূলকর্মী (Nabagram firing) ৷

author img

By

Published : Feb 1, 2023, 7:45 PM IST

ETV Bharat
নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

নবগ্রাম, 1 ফেব্রুয়ারি: ফের শুটআউট মুর্শিদাবাদে। এবার নবগ্রাম ৷ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন এক তৃণমূল কর্মী। বুধবারের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের নবগ্রাম থানার বিল বিসিয়া এলাকায়। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম রুবেল শেখ (23)। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভরতি করা হয় ৷ পরে তাঁকে রেফার করা হয় কলকাতায় (TMC Leader injured in firing in Murshidabad) ৷ গুলিবিদ্ধ তৃণমূল কর্মী স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷

পরপর গুলি,বোমায় ধীরে ধীরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদ । মাত্র 10 দিনে চারটি শ্যুটআউট ও বোমাবাজির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে । মৃত্যু হয়েছে একজনের । জখম হয়েছেন পাঁচজন । দিনকয়েক আগে মুর্শিদাবাদ থানা এলাকায় এক শুটআউটে মৃত্যু হয় এক তৃণমূল নেতার । তারপর ডোমকলের রমনা শেখপাড়ায় গুলিবিদ্ধ হন এক যুবক ।

মঙ্গলবার খড়গ্রামে জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী ৷ আহত হন আরও দুই মহিলা ৷ গতকালই মুর্শিদাবাদের ফরাক্কায় গুলি চলে, ছোড়া হয় বোমা ৷ ওই ঘটনায় আহত হন এক যুবক ৷ এই তালিকাতেই বুধবার নবতম সংযোজন নবগ্রামের ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে যখন বসে ছিলেন রুবেল শেখ, সেই সময়ে একটি গাড়িতে 2 জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে অশান্তি মুর্শিদাবাদের খড়গ্রামে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

প্রথমে রুবেলকে নিয়ে যাওয়া হয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । সেখান থেকে তাঁকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয় ৷ রুবেল শেখের বাড়ি পাঁচ গ্রামের ডিহিরিডাঙ্গা এলাকায় ৷ পুলিশ এই গুলি চালনার ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে পরপর এরকম ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলায় ৷ চিন্তা বাড়ছে পুলিশ-প্রশাসনেরও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিলেও কী করে এই ঘটনা ঘটে চলেছে তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

নবগ্রাম, 1 ফেব্রুয়ারি: ফের শুটআউট মুর্শিদাবাদে। এবার নবগ্রাম ৷ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন এক তৃণমূল কর্মী। বুধবারের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের নবগ্রাম থানার বিল বিসিয়া এলাকায়। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম রুবেল শেখ (23)। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভরতি করা হয় ৷ পরে তাঁকে রেফার করা হয় কলকাতায় (TMC Leader injured in firing in Murshidabad) ৷ গুলিবিদ্ধ তৃণমূল কর্মী স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷

পরপর গুলি,বোমায় ধীরে ধীরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদ । মাত্র 10 দিনে চারটি শ্যুটআউট ও বোমাবাজির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে । মৃত্যু হয়েছে একজনের । জখম হয়েছেন পাঁচজন । দিনকয়েক আগে মুর্শিদাবাদ থানা এলাকায় এক শুটআউটে মৃত্যু হয় এক তৃণমূল নেতার । তারপর ডোমকলের রমনা শেখপাড়ায় গুলিবিদ্ধ হন এক যুবক ।

মঙ্গলবার খড়গ্রামে জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী ৷ আহত হন আরও দুই মহিলা ৷ গতকালই মুর্শিদাবাদের ফরাক্কায় গুলি চলে, ছোড়া হয় বোমা ৷ ওই ঘটনায় আহত হন এক যুবক ৷ এই তালিকাতেই বুধবার নবতম সংযোজন নবগ্রামের ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে যখন বসে ছিলেন রুবেল শেখ, সেই সময়ে একটি গাড়িতে 2 জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন: জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে অশান্তি মুর্শিদাবাদের খড়গ্রামে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

প্রথমে রুবেলকে নিয়ে যাওয়া হয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র । সেখান থেকে তাঁকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয় ৷ রুবেল শেখের বাড়ি পাঁচ গ্রামের ডিহিরিডাঙ্গা এলাকায় ৷ পুলিশ এই গুলি চালনার ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে পরপর এরকম ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলায় ৷ চিন্তা বাড়ছে পুলিশ-প্রশাসনেরও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিলেও কী করে এই ঘটনা ঘটে চলেছে তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.