সাগরদিঘি, 23 জানুয়ারি: প্রতিযোগিতার দৌড়ে সকলকে টেক্কা দিয়ে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিট পেলেন ব্লক সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় (TMC Candidate of Sagardighi) । দেবাশিসের নাম সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা হতেই কানাকানি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল শিবিরেই অনেকে বলতে শুরু করেছেন, দুটো নির্বাচনে শাসকদলের বিরোধীতা করেও দেবাশিস প্রার্থীর দৌড়ে এগিয়েছিলেন শুধুমাত্র তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ আত্মীয় হিসাবে । দেবাশিস প্রার্থী হওয়ায় সাগরদিঘিতে কী গোষ্ঠীকোন্দল মিটবে ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে সাগরদীঘিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় সংগঠনের উপর জোর দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সাগরদিঘির উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে । রাজ্যের মন্ত্রী থাকাকালীন মুর্শিদাবাদের জনপ্রিয় নেতা সুব্রত সাহার মৃত্যুতে ওই আসন ফাঁকা হয় । গত 29 ডিসেম্বর হঠাত্ হৃদরোগে মারা যান তিনি । ফলে সাগরদিঘি কেন্দ্রটি বিধায়ক আসন শূন্য হয়ে যায় । এরপর গত সপ্তাহে ওই আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন । তারপর থেকে এই কেন্দ্রের পরবর্তী প্রার্থীর নাম নিয়ে জল্পনা শুরু হয় । প্রার্থীর দৌড়ে নাম ছিল প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, সুব্রত সাহার স্ত্রী অনিমা ও তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস বন্দোপাধ্যায়ের । অবশেষে সোমবার এই উপনির্বাচনের জন্য প্রার্থী নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস ।
ব্লক সভাপতির সঙ্গেই গত দু'বছর ধরে সুব্রত সাহার মন কষাকষি সাগরদিঘিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে সামনে এনেছে । মমতা বন্দোপাধ্যায়ের পারিবারক আত্মীয় দেবাশিস 2016 সালের নির্বাচনে তৃণমূলের টিকিট না-পেয়ে ব্যাট-বল চিহ্নে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন । 2021 সালের নির্বাচনে সুব্রত সাহার বিরুদ্ধে প্রার্থী না-হলেও তাঁর বিরোধীতা করে তিনি বিজেপির হয়ে প্রচার করেছিলেন বলে সুব্রত ঘনিষ্ঠরা দাবি করেন । এবারে তাঁর প্রার্থী পদের শিকে ছেঁড়ে তৃণমূল সুপ্রিমোর আত্মীয় হওয়ার সুবাদেই বলে মনে করা হচ্ছে । তবে প্রয়াত সুব্রত সাহা ঘনিষ্ঠরা রাজ্যের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না । তার প্রভাবও পড়বে বলেই রাজনৈতিক মহলের ধারনা ।
আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রণব পুত্র অভিজিৎ, জল্পনা তুঙ্গে