ETV Bharat / state

Durga Puja : মুর্শিদাবাদ থেকে তিন ফুটের দুর্গা পাড়ি দিচ্ছে জামশেদপুরে

তিন ফুটের মাটির দুর্গা পাড়ি দিচ্ছে জামশেদপুর ৷ মুর্শিদাবাদের মৃৎশিল্পী রাজেশ দাসের হাতে তৈরি এমন প্রতিমা এর আগেও গিয়েছে বর্ধমান, হুগলি ৷ এবার মহলয়ার আগেই তা যাবে পড়শি রাজ্যে ৷

মুর্শিদাবাদ থেকে তিন ফুটের দুর্গা পাড়ি দিচ্ছে টাটা জামশেদপুরে
মুর্শিদাবাদ থেকে তিন ফুটের দুর্গা পাড়ি দিচ্ছে টাটা জামশেদপুরে
author img

By

Published : Sep 23, 2021, 2:44 PM IST

বহরমপুর, 23 সেপ্টেম্বর : প্যানডেডিক পরিস্থিতিতে শোচনীয় অবস্থা মৃৎশিল্পীদের । তবে মুর্শিদাবাদের মৃৎশিল্পী রাজেশ দাস তার মধ্যেও এবছর একটি মাটির ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন । সেটাই পাড়ি দিচ্ছে জামশেদপুরে ৷

রাজেশ জানালেন, তিনি এবছর যে দুর্গা প্রতিমা তৈরি করছেন তা লম্বায় 3 ফুট 2 ইঞ্চি এবং চওড়ায় 3 ফুট । একচালার মধ্যে সপরিবারকে মা দুর্গা বিরাজ করছেন ৷ প্রতিমার মধ্যে সবেকিয়ানা রূপ ফুটিয়ে তুলেছেন তিনি ৷ তিনি গণেশের রং লাল ও সিংহের প্রতিরূপ হিসাবে ঘোড়া রেখেছেন ।

গত বেশ কয়েক বছর ধরে রাজেশ শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । কাজের অর্ডার পাওয়ার পর নিজস্ব চিন্তাভাবনা দিয়ে প্রতিমা গড়েন ৷ এর আগেও তাঁর তৈরি মাটির দুর্গা প্রতিমা বর্ধমানে গিয়েছে, হুগলির শ্রীরামপুরেও গিয়েছে ৷ 2018 সালে প্যাস্টেল পেপার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা ৷ সেটি হুগলিতে গিয়েছিল ৷ প্যাস্টেল পেপার দিয়ে ফের দুর্গা বানান 2020 সালে ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে পুজো বাতিল হওয়ায় সেটি তৈরি হয়ে পড়েই থাকে ।

মহালয়ার আগেই জামশেদপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে রাজেশের ছোট্ট দুর্গা প্রতিমা

এবছর জামশেদপুর থেকে অর্ডার পেয়েছেন ৷ মাটির প্রতিমা তৈরি হয়েই গিয়েছে ৷ এবার পাড়ি দেবে সেটি ৷ আগের বছর লকডাউনের জন্য প্রতিমা তৈরি করেও তা পাঠানো যায়নি ৷ তবে এবছর প্যানডেমিক পরিস্থিতিতেও প্রতিমা গন্তব্যে পাঠানো যাচ্ছে, তাতেই খুব খুশি শিল্পী । মহালয়ার আগেই শিল্পীর ঘর থেকে মায়ের যাত্রা শুরু হবে ৷

আরও পড়ুন : Durga Puja : দু'বছর ধরে ভাটা, বিদেশি বরাত মিলছে না সুরুলের শোলা শিল্পীদের

বহরমপুর, 23 সেপ্টেম্বর : প্যানডেডিক পরিস্থিতিতে শোচনীয় অবস্থা মৃৎশিল্পীদের । তবে মুর্শিদাবাদের মৃৎশিল্পী রাজেশ দাস তার মধ্যেও এবছর একটি মাটির ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন । সেটাই পাড়ি দিচ্ছে জামশেদপুরে ৷

রাজেশ জানালেন, তিনি এবছর যে দুর্গা প্রতিমা তৈরি করছেন তা লম্বায় 3 ফুট 2 ইঞ্চি এবং চওড়ায় 3 ফুট । একচালার মধ্যে সপরিবারকে মা দুর্গা বিরাজ করছেন ৷ প্রতিমার মধ্যে সবেকিয়ানা রূপ ফুটিয়ে তুলেছেন তিনি ৷ তিনি গণেশের রং লাল ও সিংহের প্রতিরূপ হিসাবে ঘোড়া রেখেছেন ।

গত বেশ কয়েক বছর ধরে রাজেশ শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । কাজের অর্ডার পাওয়ার পর নিজস্ব চিন্তাভাবনা দিয়ে প্রতিমা গড়েন ৷ এর আগেও তাঁর তৈরি মাটির দুর্গা প্রতিমা বর্ধমানে গিয়েছে, হুগলির শ্রীরামপুরেও গিয়েছে ৷ 2018 সালে প্যাস্টেল পেপার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা ৷ সেটি হুগলিতে গিয়েছিল ৷ প্যাস্টেল পেপার দিয়ে ফের দুর্গা বানান 2020 সালে ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে পুজো বাতিল হওয়ায় সেটি তৈরি হয়ে পড়েই থাকে ।

মহালয়ার আগেই জামশেদপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে রাজেশের ছোট্ট দুর্গা প্রতিমা

এবছর জামশেদপুর থেকে অর্ডার পেয়েছেন ৷ মাটির প্রতিমা তৈরি হয়েই গিয়েছে ৷ এবার পাড়ি দেবে সেটি ৷ আগের বছর লকডাউনের জন্য প্রতিমা তৈরি করেও তা পাঠানো যায়নি ৷ তবে এবছর প্যানডেমিক পরিস্থিতিতেও প্রতিমা গন্তব্যে পাঠানো যাচ্ছে, তাতেই খুব খুশি শিল্পী । মহালয়ার আগেই শিল্পীর ঘর থেকে মায়ের যাত্রা শুরু হবে ৷

আরও পড়ুন : Durga Puja : দু'বছর ধরে ভাটা, বিদেশি বরাত মিলছে না সুরুলের শোলা শিল্পীদের

For All Latest Updates

TAGGED:

Durga Puja
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.