ফরাক্কা, 23 এপ্রিল : ভোটের মুখে 40 লাখ টাকার ব্রাউন সুগার-সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ ৷ বৃহস্পতিবার রাতে নিউ ফরাক্কার 34 নম্বর জাতীয় সড়ক থেকে তাদের পাকড়াও করা হয় ৷
পুলিশ সূত্রে খবর, ঘটনায় ধৃতদের নাম প্রতাপ মণ্ডল, মিহির মণ্ডল ও সুরজিৎ রায় ৷ তিনজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায় ৷
শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুরের এসডিপিও ওয়াসিম খান জানান, কোথা থেকে এবং কাকে দেওয়ার জন্য ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে ৷ এদিনই অভিযুক্তদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পেশ করা হয় ৷
আরও পড়ুন : মালদায় পিকআপ ভ্যানে উদ্ধার 10 লাখের ব্রাউন সুগার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের গোপন খবর পেয়েই বৃহস্পতিবার রাতে নাকাচেকিং করে একটি গাড়ি আটক করে পুলিশ ৷ গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 500 গ্রাম অত্যন্ত উন্নত মানের ব্রাউন সুগার ৷ যার বাজারদর প্রায় 40 লাখ টাকা ৷
ওই গাড়ি থেকেই গ্রেফতার করা হয় তিন মাদক পাচারকারীরা ৷ মাদকের প্যাকেটটি বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল বলে প্রাথমিক জেরায় জানতে পারে পুলিশ ৷ কিন্তু সেটি কোথায় পাচার করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কোন চক্র জড়িত রয়েছে, তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷