ETV Bharat / state

Hijab Row: শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের বিক্ষোভ - শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়তে চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের বিক্ষোভ

হিজাব কাণ্ডের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল মুর্শিদাবাদে ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে পথে নামলেন রঘুনাথগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা (Protest On The Streets Demanding Hijab) ৷

Hijab Row
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়তে চেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের বিক্ষোভ
author img

By

Published : Mar 18, 2022, 6:48 PM IST

জঙ্গিপুর, 18 মার্চ: হিজাব কাণ্ডের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল মুর্শিদাবাদেও (Hijab Row) ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে পথে নামলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ৷ শুক্রবার রঘুনাথগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা ।

আরও পড়ুন: Hijab Ban in Classroom : দোলের ছুটির পর হিজাব মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

আন্দোলনকারীদের অভিযোগ, সুকৌশলে বিজেপি সরকার মুসলিম মহিলাদের ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে । তারই প্রতিবাদে ধিক্কার মিছিল করে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে গণঅবস্থানে মিলিত হন মহিলারা । সেখান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে একাধিক বক্তা বক্তব্য রাখেন । এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আলিয়া পারভিন, ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে মাসুদ হাসান, তুহিনা পারভিন, রেহেনা খাতুন, নিশাত জাহান ।

প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক সরকার ৷ তার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্তকেই মান্যতা দেয় ৷ তারই প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে । হাইকোর্টের রায় মানতে নারাজ মহিলারা ।

জঙ্গিপুর, 18 মার্চ: হিজাব কাণ্ডের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল মুর্শিদাবাদেও (Hijab Row) ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চেয়ে পথে নামলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ৷ শুক্রবার রঘুনাথগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা ।

আরও পড়ুন: Hijab Ban in Classroom : দোলের ছুটির পর হিজাব মামলার শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

আন্দোলনকারীদের অভিযোগ, সুকৌশলে বিজেপি সরকার মুসলিম মহিলাদের ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে । তারই প্রতিবাদে ধিক্কার মিছিল করে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে গণঅবস্থানে মিলিত হন মহিলারা । সেখান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে একাধিক বক্তা বক্তব্য রাখেন । এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আলিয়া পারভিন, ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে মাসুদ হাসান, তুহিনা পারভিন, রেহেনা খাতুন, নিশাত জাহান ।

প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক সরকার ৷ তার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্তকেই মান্যতা দেয় ৷ তারই প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে । হাইকোর্টের রায় মানতে নারাজ মহিলারা ।

For All Latest Updates

TAGGED:

Hijab Row
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.