ETV Bharat / state

রঘুনাথগঞ্জে অর্থ ও শ্রম জুগিয়ে গ্রামের রাস্তা মেরামত করলেন বাসিন্দারা - রঘুনাথগঞ্জ

বিডিও অফিস এবং পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই নিজেদের উদ্যোগ এবং শ্রম দিয়ে গ্রামের 3 কিলোমিটার রাস্তা মেরামত করলেন গ্রামবাসীরা ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1নং ব্লকের ঘোষপাড়া গ্রামের ঘটনা ৷

The villagers repair the roads on their own initiative in raghunathgange murshidabad
রঘুনাথগঞ্জে অর্থ ও শ্রম জুগিয়ে গ্রামের রাস্তা মেরামত করলেন বাসিন্দারা
author img

By

Published : Jun 18, 2021, 2:15 PM IST

রঘুনাথগঞ্জ, 18 জুন : প্রশাসন উদাসীন । বারবার সরকারের দরজায় কড়া নেড়েও মেলেনি সাড়া ৷ এদিকে বর্ষায় জমা জলে দুর্ভোগ ক্রমশই বাড়ছিল । তাই সরকারি সাহায্যের ভরসা ছেড়ে দিয়ে নিজেদের উদ্যোগেই বেহাল রাস্তা সংস্কারে নামল গ্রামবাসী । চাঁদা তুলে নিজেরাই শ্রম দিয়ে তিন কিলোমিটার বেহাল রাস্তা চলাচলের উপযুক্ত করে তুলে নজির গড়ল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1নং ব্লকের ঘোষপুকুর গ্রামের বাসিন্দারা । তাঁদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামের সবাই ৷

গ্রামবাসীদের অভিযোগ, গত এক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ঘোষপুকুর গ্রামে ঢোকার প্রধান রাস্তা । হাঁটু পর্যন্ত জল-কাদা পেরিয়ে গ্রামে ঢুকতে হত এতদিন । রাস্তাটি সংস্কারের দাবিতে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, সব জায়গায় একাধিকবার কড়া নেড়েছেন ৷ কিন্তু, পঞ্চায়েত প্রধান তো দূর, বিডিও পর্যন্ত বিষয়টিতে আমল দেননি বলে অভিযোগ গ্রামবাসীদের ৷

এ নিয়ে রঘুনাথগঞ্জ 1নং ব্লকের বিডিও আবু তৈয়ব জানিয়েছেন, ওই রাস্তা সংস্কার ব্লক প্রশাসনের পক্ষে মেরামত করা সম্ভব নয় ৷ কারণ রাস্তাটি সেচ দফতরের অধীনে রয়েছে । অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের দাবি, জেলা পরিষদে বর্তমানে সভাধিপতির আসন খালি । রাস্তা মেরামতির প্রস্তাব পাঠানো হয়েছে । সভাধিপতি নির্বাচিত হওয়ার পর, সেই প্রস্তাব পাশ হলে রাস্তায় মেরামতির কাজ শুরু হবে ৷ গ্রামবাসীদের প্রশ্ন, বিডিও-র দফতর থেকে রাস্তা সারানো না গেলেও, তাঁরা জেলা সেচ দফতরকে গ্রামবাসীদের দাবির কথা জানাতেই পারত ৷

আরও পড়ুন : বেহাল রাস্তা, ভোগান্তি যাত্রীদের

কিন্তু, বিডিও বা পঞ্চায়েতের উপর আর আস্থা রাখতে পারেননি গ্রামবাসীরা ৷ তাই নিজেদের মধ্যে আলোচনা করে ঘোষপাড়া সমাজ কল্যাণ সমিতির ব্যানার লাগিয়ে রাস্তা মেরামতির উদ্যোগ নেন গ্রামবাসীরা ৷ তাঁদের স্লোগান ছিল, রাস্তা কারও একার নয় ৷ এই স্লোগান তুলে নিজেরাই এগিয়ে আসেন গ্রামবাসীরা ৷ যে যার মতো পেরেছেন সাহায্য করেছেন গ্রামে প্রবেশের একমাত্র রাস্তায় মেরামত করতে ৷ নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে তিন কিলোমিটার বেহার রাস্তা যাতায়াতের যোগ্য করে তুলেছেন ৷

রঘুনাথগঞ্জ, 18 জুন : প্রশাসন উদাসীন । বারবার সরকারের দরজায় কড়া নেড়েও মেলেনি সাড়া ৷ এদিকে বর্ষায় জমা জলে দুর্ভোগ ক্রমশই বাড়ছিল । তাই সরকারি সাহায্যের ভরসা ছেড়ে দিয়ে নিজেদের উদ্যোগেই বেহাল রাস্তা সংস্কারে নামল গ্রামবাসী । চাঁদা তুলে নিজেরাই শ্রম দিয়ে তিন কিলোমিটার বেহাল রাস্তা চলাচলের উপযুক্ত করে তুলে নজির গড়ল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1নং ব্লকের ঘোষপুকুর গ্রামের বাসিন্দারা । তাঁদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামের সবাই ৷

গ্রামবাসীদের অভিযোগ, গত এক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ঘোষপুকুর গ্রামে ঢোকার প্রধান রাস্তা । হাঁটু পর্যন্ত জল-কাদা পেরিয়ে গ্রামে ঢুকতে হত এতদিন । রাস্তাটি সংস্কারের দাবিতে গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, সব জায়গায় একাধিকবার কড়া নেড়েছেন ৷ কিন্তু, পঞ্চায়েত প্রধান তো দূর, বিডিও পর্যন্ত বিষয়টিতে আমল দেননি বলে অভিযোগ গ্রামবাসীদের ৷

এ নিয়ে রঘুনাথগঞ্জ 1নং ব্লকের বিডিও আবু তৈয়ব জানিয়েছেন, ওই রাস্তা সংস্কার ব্লক প্রশাসনের পক্ষে মেরামত করা সম্ভব নয় ৷ কারণ রাস্তাটি সেচ দফতরের অধীনে রয়েছে । অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের দাবি, জেলা পরিষদে বর্তমানে সভাধিপতির আসন খালি । রাস্তা মেরামতির প্রস্তাব পাঠানো হয়েছে । সভাধিপতি নির্বাচিত হওয়ার পর, সেই প্রস্তাব পাশ হলে রাস্তায় মেরামতির কাজ শুরু হবে ৷ গ্রামবাসীদের প্রশ্ন, বিডিও-র দফতর থেকে রাস্তা সারানো না গেলেও, তাঁরা জেলা সেচ দফতরকে গ্রামবাসীদের দাবির কথা জানাতেই পারত ৷

আরও পড়ুন : বেহাল রাস্তা, ভোগান্তি যাত্রীদের

কিন্তু, বিডিও বা পঞ্চায়েতের উপর আর আস্থা রাখতে পারেননি গ্রামবাসীরা ৷ তাই নিজেদের মধ্যে আলোচনা করে ঘোষপাড়া সমাজ কল্যাণ সমিতির ব্যানার লাগিয়ে রাস্তা মেরামতির উদ্যোগ নেন গ্রামবাসীরা ৷ তাঁদের স্লোগান ছিল, রাস্তা কারও একার নয় ৷ এই স্লোগান তুলে নিজেরাই এগিয়ে আসেন গ্রামবাসীরা ৷ যে যার মতো পেরেছেন সাহায্য করেছেন গ্রামে প্রবেশের একমাত্র রাস্তায় মেরামত করতে ৷ নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে তিন কিলোমিটার বেহার রাস্তা যাতায়াতের যোগ্য করে তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.